এবার একসঙ্গে বদলি ৪১ অতিরিক্ত কর কমিশনার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এনবিআর ভবন। ছবি: উইকিপিডিয়া

মাসখানেক ধরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের বদলির ধারাবাহিকতায় এবার একই দিনে বদলি করা হয়েছে ৪১ জন অতিরিক্ত কর কমিশনারকে। তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) এনবিআরের কর প্রশাসন এ বদলির আদেশ জারি করেছে। এনবিআরের সংশ্লিষ্টরা বলছেন, একসঙ্গে এত কর কর্মকর্তাকে একবারে বদলির এমন ঘটনা নজিরবিহীন।

মঙ্গলবারের আদেশে যাদের বদলি করা হয়েছে তাদের মধ্যে ঢাকার কর অঞ্চল-২০-এ বদলি হয়েছেন মো. হাফিজ আল আসাদ। কর অঞ্চল-১১, একাত্তর ভবনে পদায়ন পেয়েছেন শেখ শাহীন। কর অঞ্চল-নরসিংদীতে গেছেন মো. ছাইদুজ্জামান। কর অঞ্চল-৩১, ঢাকায় বদলি হয়েছেন মো. মিজানুর রহমান। কর অঞ্চল-০১, গাজীপুরে চলতি দায়িত্বে পদায়ন করা হয়েছে মো. নাজিদুর রসুলকে।

এদিকে কর অঞ্চল-০২, সিলেটে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফখরুল ইসলাম। কর অঞ্চল-৩২, চট্টগ্রামে বদলি হয়েছেন মো. আনোয়ারুল ইসলাম। কর অঞ্চল-গাজীপুরে পদায়ন পেয়েছেন মিয়া মোহাম্মদ মামুন। কর অঞ্চল-নারায়ণগঞ্জে মোহাম্মদ আব্দুল্লাহ। কর অঞ্চল-রাজশাহীতে দায়িত্ব পেয়েছেন মো. নাসিরুজ্জামান এবং কর অঞ্চল-যশোরে মোহাম্মদ আব্দুস সালাম।

এ ছাড়া কর অঞ্চল-০৩, ময়মনসিংহে যাচ্ছেন মো. মিজানুর রহমান। কর অঞ্চল-১৪, ঢাকায় বদলি হয়েছেন মো. জসীম উদ্দিন আহমেদ। কর অঞ্চল-২৩, ঢাকায় গেছেন মো. আবদুর রউফ, কর অঞ্চল-০৪, ঢাকায় পদায়ন পেয়েছেন মোহাম্মদ জান্নাত ইকবাল। কর অঞ্চল-১৯, ঢাকায় গেছেন ফারজানা সুলতানা এবং কর আপিল অঞ্চল-০২, ঢাকায় বদলি হয়েছেন সাহেদ আহমেদ চৌধুরী।

কর অঞ্চল-১৫, ঢাকায় যোগ দিচ্ছেন শামীমা আখতার, কর অঞ্চল-৩৬, ঢাকায় গেছেন মৌসুমী বর্মন এবং কর আপিল অঞ্চল-০৩, ঢাকায় বদলি হয়েছেন ইভানা মাফরেখ সাঈদ। কর অঞ্চল-০২, ঢাকায় পদায়ন পেয়েছেন মো. ফারুকুল ইসলাম। কর অঞ্চল-০৩, সিলেটে যোগ দিচ্ছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ।

কর অঞ্চল-১৪, ঢাকায় চলতি দায়িত্বে গেছেন মো. মাসুদুল করিম ভূঁইয়া। কর আপিল অঞ্চল-০১, ঢাকায় বদলি হয়েছেন মোহাম্মদ ব্যারিস্টার মোর্শেদ। সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, এনবিআরে যোগ দিচ্ছেন মো. মঈনুল হাসান। কর অঞ্চল-১৩, ঢাকায় বদলি হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। কর অঞ্চল-০৭, নারায়ণগঞ্জে গেছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং কর অঞ্চল-১২, ঢাকায় পদায়ন পেয়েছেন মোহাম্মদ সাইফুল আলম।

কর আপিল অঞ্চল-০৩, খুলনায় বদলি হয়েছেন মোহাম্মদ শরিফুল ইসলাম। কর অঞ্চল-১১, ঢাকায় গেছেন মো. সেলিম রেজা। কর অঞ্চল-০৮, নরসিংদীতে দায়িত্ব পেয়েছেন মো. শারাফত হোসেন। কর পরিদর্শন পরিদফতরে অতিরিক্ত মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে মো. মিজানুর রহমানকে।

চট্টগ্রামের কর অঞ্চল-০৪-এ বদলি হয়েছেন মো. শওকত হোসেন। কর অঞ্চল-২২, চট্টগ্রামে যাচ্ছেন মোহাম্মদ শারিফুল হক। কর আপিল অঞ্চল-০৪, ঢাকায় বদলি হয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান। কুমিল্লার কর অঞ্চলে চলতি দায়িত্বে গেছেন সুমন দাস।

এ ছাড়া কর আপিল অঞ্চল-০৪, ঢাকায় বদলি হয়েছেন শেখ মো. কামরুজ্জামান। কর অঞ্চল-রংপুরে চলতি দায়িত্বে যাচ্ছেন তাপস কুমার পাল। কর অঞ্চল-শাজাহানপুরে দায়িত্ব পেয়েছেন মো. মোশাররফ হোসেন (চলতি দায়িত্বে)। কর অঞ্চল-খুলনায় পদায়ন পেয়েছেন মো. আব্দুল মালেক এবং কর অঞ্চল-রাজশাহীতে বদলি হয়েছেন মো. আরিফুল হক (চলতি দায়িত্বে)।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, চট্টগ্রামের কর অঞ্চল-০৪-এর পরিদর্শী রেঞ্জ-২ কে অতিরিক্তভাবে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১-এর দায়িত্ব দেওয়া হয়েছে।

কর কর্মকর্তারা বলছেন, গত মে ও জুনে আন্দোলনের জেরে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বদলি করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার সব মিলিয়ে ৯ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন— অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা ও সুলতানা হাবীব; যুগ্ম কর কমিশনার মেসবাহ উদ্দিন খান ও মামুন মিয়া; সিআইসির পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানী, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, খুলনার মোংলার কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার আবুল আলা মোহাম্মদ আমীমুল ইহসান খান, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির যুগ্ম কমিশনার সানোয়ারুল কবির ও খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার সাইদুল ইসলাম।

আন্দোলনের জেরে এনবিআর সদস্য থেকে প্রহরী পদবি পর্যন্ত গত দেড় মাসে সব মিলিয়ে ৩৬ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

সংকটে পড়া দেশের পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার শহিদুল ইসলাম নামে এক সাধারণ বিনিয়োগকারীর পক্ষে ব্যারিস্টার মাহসিব হোসাইন এ রিট দায়ের করেন।

৪ দিন আগে

সোনার দাম ভরিতে কমল সাড়ে ৫ হাজার টাকা

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৪১

৭ দিন আগে

পুঁজিবাজারে মহামারি—শেয়ারমূল্য তলানিতে

অন্যদিকে অনুরুদ্ধ কুমারা দিশানায়েকে মাত্র এক বছরের ব্যবধানে দেউলিয়া শ্রীলঙ্কার অর্থ–সামাজিক–রাজনৈতিক সূচককে সম্মানজনক উচ্চতায় তুলেছেন। দিশানায়েক নোবেলপ্রাপ্ত নন; আন্তর্জাতিক বাজারের ভাষ্যকারও নন। তবু তিনি নিজ দেশে দৃশ্যমান উন্নয়ন ঘটিয়েছেন।

৮ দিন আগে

আন্তর্জাতিক বাণিজ্য মেলা হবে দুই পর্বে

এ বছর গ্লোবাল সোর্সিং এক্সপো হবে ১ থেকে ৩ ডিসেম্বর। আর ডিটিএফ শুরু হবে আগামী ১ জানুয়ারি। উভয় মেলাই পূর্বাচলের বাংলাদেশ–চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টা

৮ দিন আগে