ইউনূস-মোদি বৈঠকে আলোচনায় শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৩: ৪৬
শুক্রবার বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করেন অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়েই আলোচনা হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা, পানি বণ্টন চুক্তি, তিস্তা চুক্তির মতো বিষয়গুলোও আলোচনায় উঠে এসেছে।

শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দুই সরকারপ্রধানের মধ্যে এ বৈঠক হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সবগুলো ইস্যু নিয়েই কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যতগুলো আলোচনার বিষয়, সবগুলো বিষয়ই আলোচনার মধ্যে ছিল।

যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলোও তুলে ধরেন প্রেস সচিব। বলেন, ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি সেখানে বসে যে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এ ছাড়া সীমান্ত হত্যা, পানি চুক্তি, তিস্তার পানি বণ্টনের মতো বিষয়গুলো নিয়েও অধ্যাপক ইউনূস আলোচনা করেছেন বৈঠকে।

শফিকুল আলম আরও বলেন, আমি বলব যে বৈঠকটি অত্যন্ত গঠনমূলক, ফলপ্রসূ ও সফল হয়েছে।

Dr-Yunus-Handing-Over-Photograph-To-Narendera-Modi-04-04-2025

২০১৫ সালের ৩ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে ১০২তম বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্বর্ণপদক তুলে দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দুজনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সেই সময়কার একটি ছবি নরেন্দ্র মোদির হাতে তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে আধা ঘণ্টাররও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক এই বৈঠক হয়। অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো।

থাইল্যান্ডের ব্যাংককে ২ এপ্রিল শুরু হয়েছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের শীর্ষ সম্মেলন। আজ শুক্রবার এই শীর্ষ সম্মেলন শেষ হবে। এতে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার থাইল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। আজ দেশে ফিরবেন তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্বৈরাচার সরকারের মন্ত্রী হতে বলেছিল, কিন্তু আপস করিনি : আমীর খসরু

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ বালুর মাঠে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়েছে।

১ দিন আগে

তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হওয়ায় ঢাবি সাদা দলের শুভেচ্ছা

নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও অত্যন্ত দক্ষতা ও দূরদর্শিতার সাথে দলকে সুসংগঠিত রাখতে তারেক রহমান যে নেতৃত্বের পরিচয় দিয়েছেন, তা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে এক অবিস্মরণীয় ভূমিকা পালন করছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ

১ দিন আগে

ব্যারিস্টার কাজলের নেতৃত্বে বিএনপির আইনি সহায়তা সাব-কমিটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আইনি সহায়তা সাব-কমিটির অন্য সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

১ দিন আগে

বিড়ি বক্তব্যে আলোচিত ড. ফয়জুল হককে শোকজ

নোটিশে ফয়জুল হকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা ধর্মকে ব্যবহার করে ভোট প্রার্থনার অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে ১২ জানুয়ারি সোমবার সশরীরে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

২ দিন আগে