তরুণদের জন্য তারেক রহমানের ‘মাস্টারপ্ল্যান’

নাজমুল ইসলাম হৃদয়
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১৭: ২৬
শনিবার ঢাকায় দেশের শীর্ষস্থানীয় সব গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিডিও থেকে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের তরুণ সমাজকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের এক বিস্তারিত রূপরেখা তুলে ধরেছেন। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি কর্মসংস্থান, জনশক্তি রপ্তানি এবং আইটি খাত নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

বক্তব্যে তারেক রহমান বর্তমান শিক্ষাব্যবস্থা সংস্কার, নতুন শ্রমবাজার তৈরি এবং ফ্রিল্যান্সারদের উপার্জনের পথ সুগম করার ওপর জোর দেন।

ভোকেশনাল শিক্ষা ও দক্ষ জনশক্তি রপ্তানি

তারেক রহমান জানান, বর্তমানে বছরে প্রায় ৮ থেকে ১০ লাখ মানুষ বিদেশে যান, যার বড় একটি অংশ মধ্যপ্রাচ্যে। কিন্তু তারা মূলত অদক্ষ শ্রমিক হিসেবে যাচ্ছেন। তিনি বলেন, ‘তাদের যদি ভাষা ও কাজের ওপর মিনিমাম ট্রেনিং দিয়ে পাঠানো যায়, তবে তাদের আয় ১০০ ডলারের বদলে ৩০০ ডলার করা সম্ভব। এতে রেমিট্যান্স প্রবাহ বাড়বে।’

আগামী ২-৩ বছরের মধ্যে জনশক্তি রপ্তানির সংখ্যা বছরে ১৫ থেকে ২০ লাখে উন্নীত করার পরিকল্পনার কথা জানান তারেক রহমান। মধ্যপ্রাচ্যের বাইরে জাপান, ইউরোপ ও চীনে দক্ষ শ্রমিক পাঠানোর সুযোগ তৈরির জন্য ইতোমধ্যে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

আইটি পার্ক হবে তরুণ উদ্যোক্তাদের ‘হাব’

বিগত সরকারের আমলে নির্মিত আইটি পার্কগুলোর তীব্র সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘আইটি পার্কের নামে বড় বড় ভবন করা হলেও সেখানে আইটির ছিটেফোঁটাও নেই; বরং অনেক ক্ষেত্রে সেখানে কমিউনিটি সেন্টার বা অসামাজিক কার্যকলাপ চলছে।’

নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা আইটি পার্কগুলোকে প্রকৃত অর্থে কাজে লাগাতে চাই। যেসব তরুণ মেসে বা নিজের বিছানায় বসে ফ্রিল্যান্সিং বা অনলাইন ট্রেডিং করছেন, তাদের জন্য এই পার্কগুলোতে ফ্রি ওয়াইফাই ও অফিস স্পেস বা ডেস্কের ব্যবস্থা করা হবে। এতে তারা তাদের ব্যবসা আরও বড় করার সুযোগ পাবেন।’

ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর

ফেসবুক, ইউটিউব বা টিকটকে কন্টেন্ট তৈরি করে যারা আয় করছেন, তাদের পেমেন্ট সমস্যা সমাধানের আশ্বাস দেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, ‘ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে বা পেপাল (PayPal) সংক্রান্ত সমস্যাগুলো আমরা দ্রুত সমাধান করব, যাতে তরুণদের উপার্জিত অর্থ সহজে দেশে আসতে পারে।’

শতভাগ রপ্তানিমুখী শিল্পে বন্ডেড সুবিধা

কর্মসংস্থান বাড়াতে দেশীয় উদ্যোক্তাদের জন্যও বিশেষ সুবিধার ঘোষণা দেন তারেক রহমান। বলেন, “কোনো উদ্যোক্তা যদি এমন শিল্প বা কারখানা স্থাপন করেন যার ১০০ ভাগ পণ্য বিদেশে রপ্তানি হবে, তবে তাদের ‘বন্ডেড ফ্যাসিলিটি’ দেওয়া হবে।” তিনি মনে করেন, এতে রপ্তানি আয় বাড়ার পাশাপাশি দেশে ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে।

বক্তব্যের শেষে তারেক রহমান উল্লেখ করেন, এগুলো কেবল কথার কথা নয়, সরকার গঠন করতে পারলে এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে।

হোটেল শেরাটনে আয়োজিত এ মতবিনিময় অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্বৈরাচার সরকারের মন্ত্রী হতে বলেছিল, কিন্তু আপস করিনি : আমীর খসরু

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ বালুর মাঠে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়েছে।

১ দিন আগে

তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হওয়ায় ঢাবি সাদা দলের শুভেচ্ছা

নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও অত্যন্ত দক্ষতা ও দূরদর্শিতার সাথে দলকে সুসংগঠিত রাখতে তারেক রহমান যে নেতৃত্বের পরিচয় দিয়েছেন, তা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে এক অবিস্মরণীয় ভূমিকা পালন করছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ

১ দিন আগে

ব্যারিস্টার কাজলের নেতৃত্বে বিএনপির আইনি সহায়তা সাব-কমিটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আইনি সহায়তা সাব-কমিটির অন্য সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

১ দিন আগে

বিড়ি বক্তব্যে আলোচিত ড. ফয়জুল হককে শোকজ

নোটিশে ফয়জুল হকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা ধর্মকে ব্যবহার করে ভোট প্রার্থনার অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে ১২ জানুয়ারি সোমবার সশরীরে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

১ দিন আগে