সোহরাওয়ার্দী হলের ফলে কারচুপির অভিযোগ, অবরুদ্ধ চবির সহউপাচার্য

চবি প্রতিনিধি
চবির প্রকৌশল অনুষদ ভবনের সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে হট্টগোল হয়। পরে সহউপাচার্য অধ্যাপক কামালকে অবরুদ্ধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনের ফলে কারচুপির অভিযোগে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনকে প্রকৌশল অনুষদ ভবনে অবরুদ্ধ করে রেখেছেন।

বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে প্রকৌশল অনুষদ ভবনের সামনে হট্টগোল শুরু হয়। দিবাগত রাত পৌনে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হট্টগোল চলছিল। এর মধ্যে পুলিশ হাজির হয়ে অধ্যাপক কামালকে উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনের ঘোষিত ফলে দেখা যায়, ছাত্রশিবির সমর্থিত প্রার্থী নেয়ামত উল্লাহ এক হাজার ২০৬ ভোট পেয়ে ভিপি পদে জয়ী হয়েছেন। তার চেয়ে মাত্র ৩ ভোট কম পেয়েছেন ছাত্রদলের প্রার্থী জমাদিউল আওয়াল, তার ভোট এক হাজার ২০৩টি।

ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, তাদের প্রার্থীকে কারচুপির মাধ্যমে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। তারা বিশেষভাবে উল্লেখ করেন প্রকৌশল অনুষদের ৩১২ নম্বর কক্ষের কথা, যেখানে দর্শন ও সংস্কৃত বিভাগের শিক্ষার্থীরা ভোট দিয়েছে। এ কক্ষে ছাত্রদলের প্রার্থী জমাদিউল আওয়াল পেয়েছেন মাত্র ৩ ভোট। এ ফল মেনে নিতে পারছেন না ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, অধ্যাপক কামাল ফল সোহরাওয়ার্দী হলের ফল ঘোষণার পর চলে যেতে চাইলে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করেন। তার কাছে ৩১২ নম্বর কক্ষের ভোট পুনরায় গণনা করার দাবি জানান। এ সময় অধ্যাপক কামাল তাদের চাকসু নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বললেও তারা মানেননি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মানুষের ভালোবাসা ও দোয়ায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন : ফারুক

জয়নুল আবদিন ফারুক বলেন, এ দেশের মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, আমরা সত্যিই আপ্লুত। মানুষের ভালোবাসা ও দোয়ায় বেগম জিয়া অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। এই সংকটকালীন সময়ে দেশ ও গণতন্ত্রের জন্য তার উপস্থিতি অত্যন্ত জরুরি।

৭ ঘণ্টা আগে

আপাতত লন্ডন নেওয়া হচ্ছে না খালেদা জিয়াকে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না। ফলে আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া। এ ছাড়া তার সিটিস্ক্যানসহ কয়েকটি পরীক্ষার রিপোর্ট ভালো আসায় তাকে দেশে রেখেই সুস্থ করা এবং বিদেশে না নেওয়ার চিন্তা তার চিকিৎসায় গঠিত মেডি

৮ ঘণ্টা আগে

'নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্ম ব্যবসা করে'

জামায়াত ধর্মের ব্যবহার করে না, ধর্মকে নিয়ে ব্যবসা করে না। যারা নির্বাচনের সময় এলে তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

৯ ঘণ্টা আগে

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, দাবি জামায়াতের

বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এই বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) যথাযথ পদক্ষেপ নিতে হবে।

১০ ঘণ্টা আগে