আরও ১৮ বিএনপি নেতার বহিষ্কারাদেশ, একজনের পদত্যাগপত্র প্রত্যাহার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

বিভিন্ন সময় ‘সংগঠনবিরোধী’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত আরও ১৮ নেতাকে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। দলে ফিরতে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্র তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেয়।

এ ছাড়া দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করা এক নেতাও দলে ফিরতে আবেদন করেছিলেন। সে আবেদনও বিবেচনায় নিয়ে তাকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই ১৯ নেতাকে দলে ফিরিয়ে নেওয়ার তথ্য জানানো হয়েছে।

যেসব নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন— ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সরাইল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক স্বপন মিয়া ও সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম রিফাত বিন জিয়া; কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি, জেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক নাছিমা আক্তার বকুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল ও পৌর বিএনপির সাবেক সদস্য সাহাব উদ্দিন সাহেদ।

এ তালিকায় আরও রয়েছেন— পাবনা জেলার সুজানগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ আব্দুর রউফ, ফরিদপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোছা. নাসরিন পারভীন মুক্তি ও ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক মো. জিয়াউর রহমান; টাঙ্গাইল জেলার সদর থানা বিএনপির সদস্য মো. আজহারুল ইসলাম লাবু; কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা বিএনপির সহসভাপতি মো. ইমান আলী; এবং লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোসা. মাকতুফা ওয়াসিম বেলী।

পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোছা. লাইলী বেগম; কুমিল্লা উত্তর জেলার হোমনা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোসা. নাজমা হক; চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা বিএনপি নেতা মো. আশরাফ হোসেন আলিম; খুলনার কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল ও পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুলের বহিষ্কারাদেশও প্রত্যাহার করে নিয়েছে বিএনপি।

রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে এসব নেতাকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এদিকে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নেতা খন্দকার আবু সালে ইব্রাহিম (ইমরান) ২০২৪ সালের ২২ মার্চ স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগপত্রও প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন রুহুল কবির রিজভী।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মনে করেন, বিএনপিকে নিয়ে যত সমালোচনা করা হোক না কেন, শেষ পর্যন্ত মানুষ এই দলকেই ভোট দিয়ে নির্বাচিত করবে। তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরের জন্য কে দায়িত্ব নিবে, তা বোঝা মুশকিল। হয়তো কেউ প্রকাশ্যে বলতে চায় না, কিন্তু আমার মনে হয়, আমি বিএনপির পক্ষে প্রচারণা করি না

৪ ঘণ্টা আগে

'বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে'

মির্জা ফখরুল বলেন, আমাদের প্রতিশ্রুতি খুবই পরিষ্কার। আমরা ৩১ দফার মাধ্যমে স্পষ্ট করে বলেছি যে, আমরা একটি স্বাধীন গণমাধ্যম দেখতে চাই এবং সেটি গড়ে তুলতে চাই। সেজন্যই আমরা তখনই একটি কমিশন গঠনের অঙ্গীকার করেছিলাম।

৬ ঘণ্টা আগে

প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি বিশ্বাস করে প্রধান উপদেষ্টা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবেন। তবে সরকারের কয়েকজন উপদেষ্টার আচরণ সেই বিশ্বাসকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

৭ ঘণ্টা আগে

এ সরকারকে একটি নির্বাচন করতে দিন: জয়নুল আবদীন

তিনি বলেন, ড. ইউনুস সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আমাদের একটা আশা, একটা ভরসা—যে দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার পরপরই কোনো কোনো দল বিভিন্ন দাবি তুলছে। এগুলো ন্যায্য কি না, সেটা জনগণই বিচার করবে। কয়েকদিন আগে শুনলাম, ‘পিয়ার পদ্ধতিত

৭ ঘণ্টা আগে