চাকসুতেও জয়রথ অব্যাহত, ২৬ পদের ২৪টিই শিবিরের

চবি প্রতিনিধি
চাকসুতে ২৬টি পদের মধ্যে ভিপি ও জিএসসহ ২৪ পদে জয় পেয়েছেন ছাত্রশিবিরের প্রার্থীরা। ছবি: সংগৃহীত

ছাত্রশিবিরের ঘাঁটি হিসেবে আগে থেকেই পরিচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ৩৬ বছর পর সেখানকার ছাত্র সংসদ চাকসুর নির্বাচনেও তারই প্রমাণ মিলল। ২৬টি পদের মধ্যে ২৪টিতেই যে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বাকি দুটি পদের একটিতে জয় পেয়েছেন ছাত্রদলের প্রার্থী, অন্যটিতে ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের প্রার্থী জয় পেয়েছেন।

এ নির্বাচনে ভিপি ভিপি নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ইব্রাহিম হোসেন রনি, জিএস হয়েছেন একই প্যানেলের সাঈদ বিন হাবিব৷ শীর্ষ তিন পদের তৃতীয়টি গেছে ছাত্রদলের ঘরে, জয় পেয়েছেন আইয়ুবুর রহমান তৌফিক।

এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসুর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুতেও একচেটিয়া জয়ের ধারা অব্যাহত রাখল ছাত্রশিবির। আজ বৃহস্পতিবার রাকসুতে জনপ্রতিনিধি নির্বাচন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেখানেও জয়ের বিষয়ে আশাবাদী শিবির।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সারা দিন ভোট গ্রহণের পর রাতভর চলে ভোট গণনা৷ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে পাওয়া যায় ফলাফল। এ সময় বাণিজ্য অনুষদের মিলনায়তনে ফল ঘোষণা শুরু করেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।

ফলাফল।বলছে, ভিপি পদে শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ইব্রাহিম হোসেন রনি সাত হাজার ৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন চার হাজার ৩৭৪ ভোট।

জিএস পদে ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব আট হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়াত হোসেন পেয়েছেন দুই হাজার ৭২৪ ভোট।

শুধু এজিএস এবং সহ-খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক পদে জয় পায়নি ছাত্রশিবির। এজিএস নির্বাচিত হয়েছেন ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক। তিনি পেয়েছেন সাত হাজার ১৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শিবিরের সাজ্জাত হোছন মুন্না পেয়েছেন পাঁচ হাজার ৪৫ ভোট।

আর সহ-খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন তামান্না মাহফুজ স্মৃতি, তিনি ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের প্রার্থী ছিলেন।

অন্য সম্পাদকীয় পদে জয় পেলেন যারা

খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক— মোহাম্মদ শাওন

সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক— তামান্না মাহবুব স্মৃতি

সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক— হারেজুল ইসলাম ওরফে হারেস মাতাব্বর

সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক— জিহাদ হোসাইন

দপ্তর সম্পাদক— আবদুল্লাহ আল নোমান

সহ-দপ্তর সম্পাদক— জান্নাতুল আদন নুসরাত

ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক— নাহিমা আক্তার দ্বীপা

সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক— জান্নাতুল ফেরদাউস রিতা

বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক— মাহবুবুর রহমান

গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক— তানভীর আঞ্জুম শোভন

সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক— তাহসিনা রহমান

স্বাস্থ্য বিষয়ক সম্পাদকস্বাস্থ্য বীমা— আফনান হাসান ইমরান

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক— মোনায়েম শরীফ

ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক— মেহেদী হাসান সোহান

যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক— মো. ইসহাক ভূঁঞা

সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক— ওবাইদুল সালমান

আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক— ফজলে রাব্বি তৌহিদ

পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক— মাসুম বিল্লাহ

সম্পাদকীয় পদে বিজয়ী এই ১৭ জনের সবাই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী।

নির্বাহী সদস্য যারা

চাকসুতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যের পাঁচটি পদেও জয় পেয়েছেন শিবিরের প্রার্থীরাই। তারা হলেন— জান্নাতুল ফেরদাউস সানজিদা, আদনান শরীফ, আকাশ দাশ, সালমান ফারসী ও সোহানুর রহমান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘উগ্র ডানপন্থা রুখতে বামপন্থী ও গণতান্ত্রিক সরকার গড়তে হবে’

তিনি আরও বলেন, বাংলাদেশ বারবার স্বৈরাচারী শাসনের কবলে পড়েছে। দেশের মানুষ বুকের রক্ত দিয়ে স্বৈরাচারদের উৎখাত করেছে। নতুন কোনো ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী, স্বৈরাচারী শাসন আমরা দেখতে চাই না। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অন্তর্বর্তী সরকার বারবার নানা আশঙ্কার জন্ম দিচ্ছে।

৩ ঘণ্টা আগে

একটি পরাজিত শক্তি নির্বাচনকে বিলম্বিত করতে চায়: আমীর খসরু

আমির খসরু বলেন, আপনারা জানেন নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কারণ নির্বাচনে তাদের জেতার কোনো সুযোগ নেই। তারা বিগত দিনেও পরাজিত শক্তি ছিল, এখনো পরাজিত শক্তি, ভবিষ্যতেও তারা পরাজিত শক্তি থাকবে। সুতরাং তারা নির্বাচন চায় না, তারা নির্বাচনকে বাধাগ্রস

৪ ঘণ্টা আগে

৫ ঘণ্টা কর্মঘণ্টা নারীকে ঘরে ফেরানোর ষড়যন্ত্র: সেলিমা রহমান

৫ আগস্টের পরে নারীরা মাথা উঁচু করে দাঁড়াবে সেই প্রত্যাশা থাকলেও আজকে বাংলাদেশের নারী সমাজ আবার অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। উন্নয়নের কথা বলে গ্রামের নারীদের বিভ্রান্ত করার জন্য ছিনিমিনি খেলা হচ্ছে।

৬ ঘণ্টা আগে

সময় বাড়াল এনসিপি, মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে যেভাবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীদের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহের সময় বাড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগ্রহীরা আগামী ২০ নভেম্বর পর্যন্ত এই দলের মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।

৬ ঘণ্টা আগে