চাকসুতেও জয়রথ অব্যাহত, ২৬ পদের ২৪টিই শিবিরের

চবি প্রতিনিধি
চাকসুতে ২৬টি পদের মধ্যে ভিপি ও জিএসসহ ২৪ পদে জয় পেয়েছেন ছাত্রশিবিরের প্রার্থীরা। ছবি: সংগৃহীত

ছাত্রশিবিরের ঘাঁটি হিসেবে আগে থেকেই পরিচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ৩৬ বছর পর সেখানকার ছাত্র সংসদ চাকসুর নির্বাচনেও তারই প্রমাণ মিলল। ২৬টি পদের মধ্যে ২৪টিতেই যে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বাকি দুটি পদের একটিতে জয় পেয়েছেন ছাত্রদলের প্রার্থী, অন্যটিতে ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের প্রার্থী জয় পেয়েছেন।

এ নির্বাচনে ভিপি ভিপি নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ইব্রাহিম হোসেন রনি, জিএস হয়েছেন একই প্যানেলের সাঈদ বিন হাবিব৷ শীর্ষ তিন পদের তৃতীয়টি গেছে ছাত্রদলের ঘরে, জয় পেয়েছেন আইয়ুবুর রহমান তৌফিক।

এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসুর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুতেও একচেটিয়া জয়ের ধারা অব্যাহত রাখল ছাত্রশিবির। আজ বৃহস্পতিবার রাকসুতে জনপ্রতিনিধি নির্বাচন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেখানেও জয়ের বিষয়ে আশাবাদী শিবির।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সারা দিন ভোট গ্রহণের পর রাতভর চলে ভোট গণনা৷ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে পাওয়া যায় ফলাফল। এ সময় বাণিজ্য অনুষদের মিলনায়তনে ফল ঘোষণা শুরু করেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।

ফলাফল।বলছে, ভিপি পদে শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ইব্রাহিম হোসেন রনি সাত হাজার ৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন চার হাজার ৩৭৪ ভোট।

জিএস পদে ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব আট হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়াত হোসেন পেয়েছেন দুই হাজার ৭২৪ ভোট।

শুধু এজিএস এবং সহ-খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক পদে জয় পায়নি ছাত্রশিবির। এজিএস নির্বাচিত হয়েছেন ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক। তিনি পেয়েছেন সাত হাজার ১৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শিবিরের সাজ্জাত হোছন মুন্না পেয়েছেন পাঁচ হাজার ৪৫ ভোট।

আর সহ-খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন তামান্না মাহফুজ স্মৃতি, তিনি ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের প্রার্থী ছিলেন।

অন্য সম্পাদকীয় পদে জয় পেলেন যারা

খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক— মোহাম্মদ শাওন

সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক— তামান্না মাহবুব স্মৃতি

সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক— হারেজুল ইসলাম ওরফে হারেস মাতাব্বর

সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক— জিহাদ হোসাইন

দপ্তর সম্পাদক— আবদুল্লাহ আল নোমান

সহ-দপ্তর সম্পাদক— জান্নাতুল আদন নুসরাত

ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক— নাহিমা আক্তার দ্বীপা

সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক— জান্নাতুল ফেরদাউস রিতা

বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক— মাহবুবুর রহমান

গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক— তানভীর আঞ্জুম শোভন

সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক— তাহসিনা রহমান

স্বাস্থ্য বিষয়ক সম্পাদকস্বাস্থ্য বীমা— আফনান হাসান ইমরান

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক— মোনায়েম শরীফ

ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক— মেহেদী হাসান সোহান

যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক— মো. ইসহাক ভূঁঞা

সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক— ওবাইদুল সালমান

আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক— ফজলে রাব্বি তৌহিদ

পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক— মাসুম বিল্লাহ

সম্পাদকীয় পদে বিজয়ী এই ১৭ জনের সবাই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী।

নির্বাহী সদস্য যারা

চাকসুতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যের পাঁচটি পদেও জয় পেয়েছেন শিবিরের প্রার্থীরাই। তারা হলেন— জান্নাতুল ফেরদাউস সানজিদা, আদনান শরীফ, আকাশ দাশ, সালমান ফারসী ও সোহানুর রহমান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সইয়ের একদিন আগেও জুলাই সনদের ভিন্নমত-গণভোট ইস্যু ‘অমীমাংসিত’

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ সইয়ের কথা থাকলেও এতদিন ধরে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে আসা সব রাজনৈতিক দল এতে আসলেই সই করবে কি না, বুধবার (১৫ অক্টোবর) রাত পর্যন্ত তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

১১ ঘণ্টা আগে

জুলাই সনদের নোট অব ডিসেন্ট ও গণভোট প্রসঙ্গ স্পষ্ট নয়: আখতার

সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন আখতার হোসেন। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট আয়োজনের কথা বলা হয়েছে, সেটি পরিষ্কার হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি। বলেন, ‘নোট অব ডিসেন্টের একটি সংজ্ঞা প্রয়োজন এবং যেভাবে সেগুলো বাস্তবায়ন করা হবে, সেই পথনকশা এবং গণভোট প্রসঙ্গ স্পষ্ট হওয়া প্রয়োজন।

১৩ ঘণ্টা আগে

জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়া ছাড়া উপায় নেই: রিজভী

এদিকে, একই দিনে ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণসংযোগের মাধ্যমে বলেন, আর বিভাজন করবেন না, আর কোনো দাবি তুলে বিভেদ তৈরি করবেন না। গণভোট, পিআর নিয়ে আর আন্দোলন করবেন না। নির্বাচনটা হতে দিন, দেশের মানুষ বাঁচুক। দেশের মানুষকে বাঁচাতে তাড়াতাড়ি ভোট হতে দিন।

১৩ ঘণ্টা আগে

ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন

বুধবার (১৫ অক্টোবর) জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে কমিশন প্রধান এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত আছেন।

১৫ ঘণ্টা আগে