নতুন করে হাতে ভোট গণনা চেয়ে আবেদন উমামার

ঢাবি প্রতিনিধি
উমামা ফাতেমা। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট নতুন করে ম্যানুয়ালি তথা হাতে গণনা চেয়ে আবেদন করেছেন উমামা ফাতেমা। ওই নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী ছিলেন তিনি। তিন হাজার ৩৮৯ ভোট নিয়ে ভিপি প্রার্থীদের মধ্যে ছিলেন চতুর্থ স্থানে।

ভোটের পাঁচ দিন পর সোমবার (১৫ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে উমামা লিখিত আবেদন করেন তার নেতৃত্বাধীন প্যানেলের পক্ষ থেকে।

আবেদনে উমামা লিখেছেন, আমরা ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইয়ের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোটগণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।

এর আগে গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সে দিন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়তে বাড়তে প্রার্থীরা নানা ধরনের অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ তুলতে শুরু করেন। নিজেরা একে অন্যের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন। পাশাপাশি নির্বাচন কমিশন ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও তোলেন।

দিনভর ভোট শেষে বিকেল ৪টার পর শুরু হয় ভোট গণনা। তবে রাতে ভোট গণনা করে শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। শেষ পর্যন্ত প্রায় ১৬ ঘণ্টা পর ভোট গ্রহণের পরদিন সকাল ৮টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

ভোটের ফলাফলে দেখা যায়, ভিপি-জিএস-এজিএসসহ ডাকসুতে ২৮টি পদের ২৩টিতেই জয় পান ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা।

ওই নির্বাচনে ভিপি পদে শিবিরের সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান। তিনি পান পাঁচ হাজার ৭০৮ ভোট। তিন হাজার ৮৮৩ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে ছিলেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন। উমামা ফাতেমা পান তিন হাজার ৩৮৯ ভোট। আর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) আবদুল কাদের ভিপি পদে পান এক হাজার ১০৩ ভোট।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান তারেক রহমানের

তিনি বলেন, ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোতে গণতন্ত্র চর্চার লক্ষ্যে প্রচলিত একটি বিশেষ দিন। বাংলাদেশসহ বিশ্বব্যাপী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আত্মদানকারী শহীদদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, আহতদের সমবেদনা জানাচ্ছি। সারা বিশ্বের গণতন্ত

১ দিন আগে

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : বাবর

এদিকে দীর্ঘ ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। রোববার ৪টা ২২ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন তিনি। এ সময় তার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

১ দিন আগে

আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে বিএনপি: দুদু

শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে আওয়ামী লীগ এবং তাদের ঘনিষ্ঠজনরা ক্ষতিগ্রস্ত হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা পাবে এবং শেখ হাসিনার বিচার ত্বরান্বিত হবে। একইসঙ্গে বিদেশে পাচার করা টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে। এসব ভূমিকা কেবলমাত্র নির্বাচিত সরকারই

২ দিন আগে

উগ্র সাম্প্রদায়িকতা ও ধর্মীয় রাজনীতির বিকাশ হলো ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়: রিজভী

যারা অভ্যুত্থানে ছিলেন, তাদের অনেকে এখন সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন অভিযোগ জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি বরাবরই দেশের মাটি ও মানুষের সঙ্গে মিশ্রিত রাজনৈতিক-সাংস্কৃতিক চর্চার ধারক। ’

২ দিন আগে