সরাসরি

ডাকসু নির্বাচন— ভোটের অপেক্ষা

১৬: ৩১

৪৭১ প্রার্থী, ৩৯ হাজার ৭৭৫ ভোটার

৪৭১ প্রার্থী, ৩৯ হাজার ৭৭৫ ভোটার
ডাকসু ভবন। ফাইল ছবি

রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। ২৮ পদে ৪৭১ প্রার্থীর দুই সপ্তাহের প্রচারের শেষে এখন ভোটারদের রায়ের পালা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট দেবেন ভোটাররা। এ নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন।

ডাকসু নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোটের সব প্রস্তুতি শেষ। আটটি ভোটকেন্দ্রে প্রস্তুত করা হয়েছে ৮১০টি বুথ। ভোট ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান শিক্ষার্থীদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

১৬: ১৬

সবাই নির্ভয়ে ভোট দিতে আসবে— শিক্ষার্থীদের ঢাবি উপাচার্য

সবাই নির্ভয়ে ভোট দিতে আসবে— শিক্ষার্থীদের ঢাবি উপাচার্য
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ছবি: ভিডিও থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সবাইকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ে অফিশিয়াল ফেসবুক পেজে এ ভিডিও বার্তা দেন তিনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের ভোট নেওয়া হবে।

ঢাবি উপাচার্য বলেন, তোমরা ডাকসু নির্বাচন চেয়েছ। গভীরভাবে প্রত্যাশা করেছ। গণঅভ্যুত্থানের মৌলিক মূল্যবোধগুলোর সঙ্গে এটি সঙ্গতিপূর্ণও। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সমন্বিত একটি প্রাতিষ্ঠানিক একটি ভয়েস তৈরি করা।

তিনি বলেন, এসব গুরুত্বপূর্ণ মূল্যবোধকে আমরা তুলে ধরার জন্য তোমাদের আগ্রহ ও ব্যাপক চাহিদার ভিত্তিতে ডাকসু নির্বাচন আয়োজন করেছি। তোমরা নির্ভয়ে ভোট দিতে আসবা, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি।

অধ্যাপক নিয়াজ আরও বলেন, সারা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে। তারা শুভ কামনা জানাচ্ছেন। এখন একটি ভালো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াকে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে যে কাজ করছে, তাতে তোমরা তোমাদের ভূমিকা পালন করবে, সেটাই প্রত্যাশা করছি।

১৬: ১৪

ডাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার নেই: রিটার্নিং কর্মকর্তা

ডাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার নেই: রিটার্নিং কর্মকর্তা
সোমবার সাংবাদিকদের ব্রিফ করেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন এ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, ডাকসু নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো রয়েছে। আমরা নির্বাচন সামনে রেখে কোনো ধরনের শঙ্কা দেখছি না। এই নির্বাচন দৃষ্টান্ত স্থাপন করবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি‌‌।

অধ্যাপক জসীম বলেন, আগামীকাল (মঙ্গলবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। যদি বিকেল ৪টার সময়‌ও কেউ ভোটকেন্দ্রের সামনে অবস্থান করে, তাকেও ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে।