চারটি প্রদেশে ভাগ হচ্ছে দেশ!

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের পুরোনো চারটি বিভাগকে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশনটি রাষ্ট্রীয় নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দিয়ে অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দিতে চাচ্ছে।

সংবিধান, নির্বাচন, পুলিশ এবং দুর্নীতি দমন কমিশন নিয়ে গঠিত সংস্কার কমিশন গত ১৫ জানুয়ারি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। যদিও পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা হয়নি। তবে কমিশন তাদের সম্ভাব্য কিছু সুপারিশ তুলে ধরেছে, যার মধ্যে চারটি প্রদেশ গঠনের কথা রয়েছে।

সূত্র মতে, চারটি প্রদেশ হতে পারে— ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা। তবে প্রদেশগুলোর পরিচালনা কাঠামো এবং সেগুলোর দায়িত্ব-কর্তব্য এখনো পরিষ্কার হয়নি।

কমিশনের একটি সূত্র জানিয়েছে, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে আছে এবং চূড়ান্ত সুপারিশ প্রস্তুত হয়নি। কারণ এটি সংবিধান সংশ্লিষ্ট একটি বিষয়। তাই কাঠামো সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়।

সূত্র আরও জানায়, মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে। প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত ও সমুদ্রনিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ ও বৈদেশিক সাহায্য-সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে কেন্দ্রের হাতে। আর বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে।

এদিকে, বাংলাদেশে একাধিক প্রদেশ গঠনের আলোচনা নতুন নয়। অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ‘রাষ্ট্র মেরামতের এখনই সময়’ শীর্ষক লেখায় পাঁচটি প্রদেশ করার প্রস্তাব করেছিলেন এবং প্রদেশগুলোর কার্যক্রম কী হবে তা নিয়েও ধারণা দিয়েছিলেন। তিনি বিকেন্দ্রীকরণের গুরুত্ব তুলে ধরেছিলেন এবং বলেন, ফেডারেল কাঠামোর মাধ্যমে বাংলাদেশের শাসনব্যবস্থা আরও কার্যকর হতে পারে।

তবে, স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ এই প্রস্তাবের বিপরীতে বলেন, “বাংলাদেশ ভৌগোলিকভাবে একটি ছোট দেশ, এবং বর্তমানে যেসব বিভাগ আছে, সেগুলোকেই শক্তিশালী করা সম্ভব। প্রদেশ গঠন নতুন সমস্যা তৈরি করতে পারে।”

প্রসঙ্গত, বর্তমানে দেশে আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ। এছাড়া কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার বিষয়েও আলোচনা চলছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ইসলামী আন্দোলনের সরে যাওয়ার বিষয়ে যা বলল জামায়াত

এদিকে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ১১ দলের সঙ্গে নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবে না, এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে।

১২ ঘণ্টা আগে

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএ’র আত্মপ্রকাশ

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)’ আত্মপ্রকাশ করেছে। ‘জনগণের শক্তি, আগামীর মুক্তি’— স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্ল্যাটফর্মটি।

১৪ ঘণ্টা আগে

১১ দলীয় জোট নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৭০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে দুজনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়েছে। আমরা বাকি ২৬৮ জন প্রার্থীকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, তারা কেউ মনোনয়নপ

১৬ ঘণ্টা আগে

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের এক ভার্চুয়াল বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।

১৭ ঘণ্টা আগে