জনতার কাছে রাজনৈতিক দলের জন্য নাম-প্রতীক চাইলেন হাসনাত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানালেন, এই রাজনৈতিক দল গঠনের জন্য তারা জনমত সংগ্রহ করবেন। জনগণের কাছ থেকে নতুন এই দলের জন্য নাম ও প্রতীক প্রস্তাব চেয়েছেন তিনি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন দুই সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে দুই সংগঠনের নেতারা বলেন, প্রায় এক লাখ মানুষের মতামত সংগ্রহ করে তার ওপর ভিত্তি করে তারা রাজনৈতিক দল গঠন করবেন।

লিখিত বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানে অংশগ্রহণ করা দেশের সর্বস্তরের নাগরিকদের, বিশেষত তরুণ জনগোষ্ঠীর নতুন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রকল্প ধারণ করে ফ্যাসিবাদবিরোধী জনতাকে সঙ্গে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, রিকশাচালক, দোকানদার, দিনমজুর, গৃহকর্মী, শিক্ষক, ঝাড়ুদারসহ সর্বস্তরের এক লাখেরও বেশি মানুষের সঙ্গে যুক্ত হয়ে নতুন রাজনৈতিক দলের বিষয়ে মতামত চাওয়া আমাদের কর্মসূচির লক্ষ্য।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, অফলাইন ও অনলাইনে এক লাখ মানুষের কাছে যাবেন তারা। তিনি বলেন, মতামতের ভিত্তিতেই ছাত্রদের নতুন দলের নাম আপনারা নির্ধারণ করবেন। দলেও মার্কাটা কী হবে, সেটার মতামত আপনারা দেবেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই ছাত্রদের একটি রাজনৈতিক দল গঠনের আলোচনা চলছে। গত কিছুদিনে সেই আলোচনার পালে হাওয়া লেগেছে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে প্রকাশ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা নাহিদ ইসলাম হতে পারেন ছাত্রদের এই রাজনৈতিক দলের প্রধান বা আহ্বায়ক। দলের সদস্য সচিব পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক সারজিস ইসলাম, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনসহ বেশ কয়েকজনের নাম রয়েছে আলোচনায়।

উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, এখনো দল গঠনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। দলের দায়িত্ব নিতে হলে তিনি উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়াবেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্বৈরাচার সরকারের মন্ত্রী হতে বলেছিল, কিন্তু আপস করিনি : আমীর খসরু

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ বালুর মাঠে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়েছে।

১ দিন আগে

তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হওয়ায় ঢাবি সাদা দলের শুভেচ্ছা

নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও অত্যন্ত দক্ষতা ও দূরদর্শিতার সাথে দলকে সুসংগঠিত রাখতে তারেক রহমান যে নেতৃত্বের পরিচয় দিয়েছেন, তা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে এক অবিস্মরণীয় ভূমিকা পালন করছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ

১ দিন আগে

ব্যারিস্টার কাজলের নেতৃত্বে বিএনপির আইনি সহায়তা সাব-কমিটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আইনি সহায়তা সাব-কমিটির অন্য সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

১ দিন আগে

বিড়ি বক্তব্যে আলোচিত ড. ফয়জুল হককে শোকজ

নোটিশে ফয়জুল হকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা ধর্মকে ব্যবহার করে ভোট প্রার্থনার অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে ১২ জানুয়ারি সোমবার সশরীরে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

১ দিন আগে