প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে ছাত্রদের যে রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা চলছে, তা সামাজিক ঐক্য গড়ে তোলার লক্ষ্য নিয়ে গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।
তিনি বলেন, ‘আমাদের যে নতুন রাজনৈতিক দল আসছে তা হবে মধ্যমপন্থি। দলটি কোনো বাইনারি প্রসেসের মধ্যে থাকবে না, মতাদর্শভিত্তিক বিভাজন থাকবে না। সামাজিকভাবে আমাদের ঐক্যের জায়গা গড়ে তুলতে হবে।’
স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষ্যে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তৃতা করতে গিয়ে এ কথা বলেন তিনি। জাতীয় নাগরিক কমিটি এই আলোচনা সভা আয়োজন করে।
বক্তৃতায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের আহ্বান জানান নাসিরুদ্দীন পাটোয়ারী। বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা না হলে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। এ জন্য সরকার, বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক দলগুলোকে বলব, দোসরদের প্রতি দয়া দেখাবেন না।
সরকারের উদ্দেশে নাগরিক কমিটির এই আহ্বায়ক বলেন, আওয়ামী লীগকে খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুত তাদের নিবন্ধন বাতিল করুন। কারণ খুনি হাসিনার বিচার ও আওয়ামী লীগের ব্যানার— এই দুটির সমাধান যদি আগামী নির্বাচনের আগে আমরা না করতে পারি, তাহলে মানুষগুলো শহিদ হয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল, সেই গণতান্ত্রিক বাংলাদেশে ফেরার কোনো পথ থাকবে না।
আওয়ামী লীগের বিচারের দাবি করে নাসির বলেন, আয়নাঘরে আটকে রেখে হত্যা ও নির্যাতনের চিত্র জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে। এই আওয়ামী লীগকে বিচারের মধ্য দিয়ে যেতেই হবে।
ট্যাগিংয়ের মাধ্যমে এখনো বিভেদের রাজনীতি চলছে অভিযোগ করে তিনি বলেন, এটি রুখে দিতে প্রয়োজন রাজনৈতিক ও সামাজিক ঐক্য।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে ছাত্রদের যে রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা চলছে, তা সামাজিক ঐক্য গড়ে তোলার লক্ষ্য নিয়ে গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।
তিনি বলেন, ‘আমাদের যে নতুন রাজনৈতিক দল আসছে তা হবে মধ্যমপন্থি। দলটি কোনো বাইনারি প্রসেসের মধ্যে থাকবে না, মতাদর্শভিত্তিক বিভাজন থাকবে না। সামাজিকভাবে আমাদের ঐক্যের জায়গা গড়ে তুলতে হবে।’
স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষ্যে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তৃতা করতে গিয়ে এ কথা বলেন তিনি। জাতীয় নাগরিক কমিটি এই আলোচনা সভা আয়োজন করে।
বক্তৃতায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের আহ্বান জানান নাসিরুদ্দীন পাটোয়ারী। বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা না হলে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। এ জন্য সরকার, বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক দলগুলোকে বলব, দোসরদের প্রতি দয়া দেখাবেন না।
সরকারের উদ্দেশে নাগরিক কমিটির এই আহ্বায়ক বলেন, আওয়ামী লীগকে খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুত তাদের নিবন্ধন বাতিল করুন। কারণ খুনি হাসিনার বিচার ও আওয়ামী লীগের ব্যানার— এই দুটির সমাধান যদি আগামী নির্বাচনের আগে আমরা না করতে পারি, তাহলে মানুষগুলো শহিদ হয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল, সেই গণতান্ত্রিক বাংলাদেশে ফেরার কোনো পথ থাকবে না।
আওয়ামী লীগের বিচারের দাবি করে নাসির বলেন, আয়নাঘরে আটকে রেখে হত্যা ও নির্যাতনের চিত্র জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে। এই আওয়ামী লীগকে বিচারের মধ্য দিয়ে যেতেই হবে।
ট্যাগিংয়ের মাধ্যমে এখনো বিভেদের রাজনীতি চলছে অভিযোগ করে তিনি বলেন, এটি রুখে দিতে প্রয়োজন রাজনৈতিক ও সামাজিক ঐক্য।
অন্তর্বর্তীকালীন সরকারের যেসব কাজের সমালোচনা করার আছে, আমরা তা করব। তবে তাদের ভালো দিকও তুলে ধরব। আমরা চাই না সরকার ব্যর্থ হোক, বরং দায়িত্বশীলভাবে দেশ পরিচালনা করুক। কেউ যদি দুর্নীতি বা অপরাধে জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’
১ দিন আগেতারেক রহমান বলেন, ‘গণতন্ত্র মানে কেবল নির্বাচন নয়; এটি মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করার নাম। শহীদ জেহাদের আত্মত্যাগ আমাদেরকে প্রেরণা দিতে হবে দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত করতে এবং গণতন্ত্রকে দৃঢ় ভিত্তিতে পুনঃপ্রতিষ্ঠা করতে।’
১ দিন আগেকূটনীতিকরা কার বাসায় বৈঠক করবেন সেটা নিয়ে বিএনপি চিন্তা করে না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কূটনীতিকরা কারো বাসায় বৈঠক করলে রাজনীতিতে কিছু যায়-আসে না। গুরুত্বপূর্ণ হলো আগামীর বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা।
১ দিন আগে