
প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। আজ শুক্রবার বিকেলে আত্মপ্রকাশ ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক আয়োজন। আর এই অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে যোগ দিচ্ছেন ছাত্র-জনতা। দলের আত্মপ্রকাশ ঘিরে লাখো মানুষের জমায়েত হবে বলে মনে করছেন দ্বায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফলে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা।
জুয়েল রানা বলেন, লাখো মানুষের উপস্থিতি হবে সমাবেশস্থলে। এ উপলক্ষে গতকাল (বৃহস্পতিবার) মঞ্চ প্রস্তুতের সময় থেকেই আমাদের এক প্লাটুন ফোর্স মোতায়েন রয়েছে।
তিনি আরও বলেন, সার্বক্ষণিক আয়োজকদের সঙ্গে সমন্বয় করে তারা যেভাবে চাচ্ছে, সেভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পোশাকধারী ও অস্ত্রধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। আমাদের ট্রাফিক পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। জুলাই বিপ্লবের মাধ্যমে আত্মপ্রকাশ করতে যাওয়া এ নতুন দলের আয়োজন নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে সরেজমিনে দেখা গেছে, দল ঘোষণার জন্য বড় মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আছে ভিআইপি ব্যক্তিদের জন্য আসনের ব্যবস্থা।
নতুন দল ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশ থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমর্থকদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা গেছে। এসময় তাদের আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; ক্ষমতা না জনতা, জনতা-জনতা ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে। দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে আসা লোকজনের জন্য বিশুদ্ধ পানি এবং মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্র-জনতারা বলেন, ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি আজ থেকে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে। এখন থেকে সবাই বাংলাদেশের জন্য রাজনীতি করবেন। রাজনীতিকে অপব্যবহারের সুযোগ আর এ দেশে তৈরি হবে না। আশা করি নতুন রাজনৈতিক দল দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।
প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন শিশির বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সারাদেশ থেকে ছাত্র-জনতা আসতে শুরু করেছে। আমরা আশা করছি সফলভাবে অনুষ্ঠান শেষ করতে পারবো।
জাতীয় নাগরিক কমিটির সূত্র জানিয়েছে, তারুণ্যনির্ভর নতুন এ রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সারজিস আলম, দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাতের নাম চূড়ান্ত করা হয়েছে।
নতুন এ রাজনৈতিক দলে সব মিলিয়ে প্রথমে ১৫১ জনের আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে কমিটির আকার বাড়ানো হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। আজ শুক্রবার বিকেলে আত্মপ্রকাশ ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক আয়োজন। আর এই অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে যোগ দিচ্ছেন ছাত্র-জনতা। দলের আত্মপ্রকাশ ঘিরে লাখো মানুষের জমায়েত হবে বলে মনে করছেন দ্বায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফলে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা।
জুয়েল রানা বলেন, লাখো মানুষের উপস্থিতি হবে সমাবেশস্থলে। এ উপলক্ষে গতকাল (বৃহস্পতিবার) মঞ্চ প্রস্তুতের সময় থেকেই আমাদের এক প্লাটুন ফোর্স মোতায়েন রয়েছে।
তিনি আরও বলেন, সার্বক্ষণিক আয়োজকদের সঙ্গে সমন্বয় করে তারা যেভাবে চাচ্ছে, সেভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পোশাকধারী ও অস্ত্রধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। আমাদের ট্রাফিক পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। জুলাই বিপ্লবের মাধ্যমে আত্মপ্রকাশ করতে যাওয়া এ নতুন দলের আয়োজন নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে সরেজমিনে দেখা গেছে, দল ঘোষণার জন্য বড় মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আছে ভিআইপি ব্যক্তিদের জন্য আসনের ব্যবস্থা।
নতুন দল ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশ থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমর্থকদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা গেছে। এসময় তাদের আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; ক্ষমতা না জনতা, জনতা-জনতা ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে। দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে আসা লোকজনের জন্য বিশুদ্ধ পানি এবং মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্র-জনতারা বলেন, ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি আজ থেকে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে। এখন থেকে সবাই বাংলাদেশের জন্য রাজনীতি করবেন। রাজনীতিকে অপব্যবহারের সুযোগ আর এ দেশে তৈরি হবে না। আশা করি নতুন রাজনৈতিক দল দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।
প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন শিশির বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সারাদেশ থেকে ছাত্র-জনতা আসতে শুরু করেছে। আমরা আশা করছি সফলভাবে অনুষ্ঠান শেষ করতে পারবো।
জাতীয় নাগরিক কমিটির সূত্র জানিয়েছে, তারুণ্যনির্ভর নতুন এ রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সারজিস আলম, দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাতের নাম চূড়ান্ত করা হয়েছে।
নতুন এ রাজনৈতিক দলে সব মিলিয়ে প্রথমে ১৫১ জনের আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে কমিটির আকার বাড়ানো হবে।

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষণা করা রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে বলে মনে করছে বিএনপি। পাশাপাশি দলটি অন্যান্য মামলায় অভিযুক্তদেরও সুবিচারের দাবি জানিয়েছে।
২ দিন আগে
বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত হাজারও মানুষ ও এখনো সেই ক্ষত বহনকারী পরিবারগুলোর জন্য এ রায় সীমিত মাত্রায় হলেও ন্যায়বিচার এনে দিয়েছে।
২ দিন আগে
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে একমাসের মধ্যে আদালতের রায় কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আমরা দাবি জানাচ্ছি, আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে এই রায় ক
২ দিন আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেওয়া দণ্ডকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে বিবৃতিতে জাসদ বলছে, রাজনৈতিক প্রতিহিংসা, চরিতার্থ করার জন্য অসাংবিধানিক সরকারের ট্রাইব্যুনালের সাজানো মামলার
২ দিন আগে