প্রতিবেদক, রাজনীতি ডটকম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য পাঁচ দিনে ৩৫০ মনোনয়ন ফরম বিক্রি করেছ তৃণমূল বিএনপি। দলটির মনোনয়নপত্রের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।
বুধবার তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ এ তথ্য জানান।
এর আগে গত শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু করে তৃণমূল বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে মনোনয়নপত্র বিক্রি।
সালাম মাহমুদ বলেন, ‘১৮ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত আমাদের ৩৫০ জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। এই পর্যন্ত আমাদের দলের চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, জ্যেষ্ঠ সব নেতা মনোনয়ন ফরম নিয়েছেন। আমরা আগামীকাল পর্যন্ত সময় বর্ধিত করেছি।’
তিনি বলেন, ‘কিছু রাজনৈতিক দল আছে- যাদের নিবন্ধন নেই, তারা আমাদের সঙ্গে শরিক হয়ে নির্বাচন করবে। প্রগতিশীল ইসলামিক জোট, প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম ও তরিকত ফেডারেশন আমাদের সঙ্গে শরিক হয়ে নির্বাচন করবে।’ ৩০০ আসনেই তৃণমূল বিএনপি প্রার্থী দেবে। কোনো দল তাদের সঙ্গে নির্বাচন করতে চাইলে তারা স্বাগত জানাবেন বলেও জানান তিন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য পাঁচ দিনে ৩৫০ মনোনয়ন ফরম বিক্রি করেছ তৃণমূল বিএনপি। দলটির মনোনয়নপত্রের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।
বুধবার তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ এ তথ্য জানান।
এর আগে গত শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু করে তৃণমূল বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে মনোনয়নপত্র বিক্রি।
সালাম মাহমুদ বলেন, ‘১৮ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত আমাদের ৩৫০ জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। এই পর্যন্ত আমাদের দলের চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, জ্যেষ্ঠ সব নেতা মনোনয়ন ফরম নিয়েছেন। আমরা আগামীকাল পর্যন্ত সময় বর্ধিত করেছি।’
তিনি বলেন, ‘কিছু রাজনৈতিক দল আছে- যাদের নিবন্ধন নেই, তারা আমাদের সঙ্গে শরিক হয়ে নির্বাচন করবে। প্রগতিশীল ইসলামিক জোট, প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম ও তরিকত ফেডারেশন আমাদের সঙ্গে শরিক হয়ে নির্বাচন করবে।’ ৩০০ আসনেই তৃণমূল বিএনপি প্রার্থী দেবে। কোনো দল তাদের সঙ্গে নির্বাচন করতে চাইলে তারা স্বাগত জানাবেন বলেও জানান তিন।
ডাকসু নির্বাচনে বিভিন্ন পদের প্রার্থীসহ ভোটাররাও মনে করছেন, স্বতন্ত্রদের মধ্যে আলোচিত প্রার্থী থাকলেও মূল ভোটযুদ্ধ হবে ঘোষিত ৯টি প্যানেলের মধ্যেই। কিন্তু কারা রয়েছেন এই ৯টি প্যানেলের নেতৃত্বে? এসব প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন কারা? তাদের একাডেমিক বা সাংগঠন
১২ ঘণ্টা আগেফখরুল বলেন, ‘আজ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদদের কথা বারবার স্মরণ করতে চাই। এজন্য চাই যে, ১৯৭১ সাল আমাদের একটা স্বাধীন দেশ দিয়েছিল, ভূখণ্ড দিয়েছিল, একটা স্বাধীন সত্তা দিয়েছিল। সেজন্য আজ আমাদের অস্তিত্ব আছে এবং আমরা টিকে আছি।’
১ দিন আগেসফর উপলক্ষে বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের জন্য এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং সফরের সফলতা কামনা করেন। পরে ঢাকার চীনা দূতাবাস তাদের সরকারি ফেসবুক
১ দিন আগেবাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন উপযুক্ত নয়। পিআর পদ্ধতিতে ভিন্ন মত থাকলেও সেটিই রাজনৈতিক সৌন্দর্য, আর সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ সংকট সমাধান সম্ভব নয় বলেও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
১ দিন আগে