যুবশক্তির ৭ দফা : কর্মসংস্থান ও নিরাপত্তা নিয়ে প্রথম কর্মশালা সম্পন্ন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব সংগঠন জাতীয় যুবশক্তি তাদের ঘোষিত সাত দফা ইশতেহারের ভিত্তিতে ধারাবাহিক কর্মশালা আয়োজন শুরু করেছে। এ উদ্যোগের প্রথম কর্মশালাটি সম্প্রতি অনুষ্ঠিত হয়, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইশতেহারের প্রথম দুটি দফা— যুব কর্মসংস্থান ও চাকরির নিরাপত্তা ও সুবিধা।

জাতীয় যুবশক্তির মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক খালেদ মাহমুদ মুস্তাফার সঞ্চালনায় আজ রোববার দিনব্যাপী প্রায় চার ঘণ্টার এই কর্মশালায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা অংশ নেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো তুলে ধরেন। পাশাপাশি সরকারি-বেসরকারি খাতে চাকরির নিরাপত্তা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নিশ্চিতকরণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্প্রসারণ এবং একটি স্থিতিশীল ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

উন্মুক্ত মতবিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা দুটি দফাকে বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনায় রূপ দেওয়ার বিষয়ে একমত হন।

কর্মশালার সমাপনী পর্বে বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম। তাঁরা বলেন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান ইস্যুকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও এই ধরনের ধারাবাহিক কর্মশালা আয়োজন অব্যাহত থাকবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিকে দেওয়া ‘ব্যক্তিগত আশ্বাসে’ নিরপেক্ষতা ক্ষুণ্ণের উদ্বেগ, এনসিপির চিঠি

রোববার (২ নভেম্বর) দলের সদস্য সচিব আখতার হোসেনের সই করা ওই চিঠি পাঠানো হয় আইন মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তরে। চিঠিতে উপদেষ্টার অবস্থানকে ‘অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা ও দায়বদ্ধতার পরিপন্থি’ বলে আখ্যায়িত করা হয়েছে।

৪ ঘণ্টা আগে

বর্তমান সংকটের দায় অন্তর্বর্তী সরকারের: মঞ্জু

তিনি বলেন, রাজনৈতিক দলগুলার ঐক্য না হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে চেয়ারে কে আগে বসবে কে পেছনে বসবে। সংস্কারটা কত কঠিন বুঝতে পারছেন? অনেকে বলেন লৌকিক সংস্কারের লাভ কী? সংস্কার তো এভাবে একটা দুইটা করেই করতে হবে। দল যদি সংস্কার না হয়, রাজনীতি কীভাবে সংস্কার হবে?

৪ ঘণ্টা আগে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির কার্যক্রম ফের চালু

এতে আরো উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ইতোমধ্যে বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনা ও আহতদের ওপর হামলার ঘটনাও ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ ছাড়া জুলাই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া সম্পর্কেও কোনো সুস্পষ্ট রোডম্যাপ আমরা এখনও প্রত্যক্ষ করিনি।

৫ ঘণ্টা আগে

বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় লিপ্ত হতে চায় না। যা-ই করতেছেন এবার বন্ধ করুন। আসুন আমরা একসঙ্গে বসি। দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। বিএনপিকে আহ্বান করবো একসঙ্গে বসার। আমরা আলোচনা করবো কীভাবে সত্যিকার অর্থে একটা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ তৈরি হবে।’

৫ ঘণ্টা আগে