খাগড়াছড়ি নিয়ে এনসিপির ‘নীরবতা’-হান্নানের ‘মিথ্যাচার’— পদত্যাগ করলেন অলিক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অলিক মৃ ও এনসিপির লোগো।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করেছেন অলিক মৃ। মারমা কিশোরী ধর্ষণের শিকার হওয়ার ঘটনা ঘিরে খাগড়াছড়িতে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে দলের ‘নীরবতা’র পাশাপাশি প্রভাবশালী নেতা হান্নান মাসউদের ‘মিথ্যাচারে’র প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে স্ট্যাটাস দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

অলিক মৃ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ, আদিবাসীদের ওপর হামলা, আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ ও তিনজন আদিবাসীকে হত্যার ঘটনা নিয়ে জাতীয় নাগরিক পার্টির নীরবতা ও ধর্ষণ নিয়ে এনসিপির নেতা হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে আমি অলিক মৃ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করেছি।’

গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে অষ্টম শ্রেণির এক মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় মেয়েটির বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। পরদিন সকালে সেনাবাহিনীর সহায়তায় ধর্ষণে অভিযুক্ত শয়ন শীলকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় বিচারের পাশাপাশি পাহাড়ি নারীদের ওপর নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি পালন করে আসছে জুম্ম ছাত্র-জনতা। প্রশাসন খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে তিন দিন হলো। তবে এর মধ্যেই সংঘাত-সংঘর্ষ, হামলা-অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে।

এর মধ্যে রোববার সংঘর্ষে পাহাড়ি অন্তত তিনজন নিহত হয়েছেন। মেজর পদমর্যাদার একজন সেনা কর্মকর্তাসহ আরও কয়েকজন সেনাসদস্য ও কয়েকজন পুলিশসহ ২৫ জন আহত হয়েছেন। এসব ঘটনায় খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

অলিক মৃর অভিযোগ, পাহাড় ঘিরে এত ঘটনা ঘটে গেলেও এনসিপি এখন পর্যন্ত কোনো বিবৃতি বা বিজ্ঞপ্তি নিয়ে দলের পক্ষ থেকে কোনো অবস্থান জানায়নি। পাহাড় ঘিরে অস্থিরতা তৈরির চেষ্টা চললেও নিজের দলের পক্ষ থেকেই কোনো অবস্থান পাওয়ায় তাই অলিক মৃ পদত্যাগ করেছেন দল থেকে।

তিনি লিখেছেন, ‘পার্টির ইমেইল ও দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছি। এনসিপির জন্য শুভ কামনা। ইনকিলাব জিন্দাবাদ।’

এদিকে এনসিপি নেতা হান্নান মাসউদের বিরুদ্ধে অলিক যে অভিযোগ তুলেছেন, তা মূলত হান্নানের ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেওয়া বক্তব্যে উঠে এসেছে। ওই ভিডিওতে হান্নান বলেন, ‘বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। তারা শেষ ট্রাম্প কার্ড খেলছে, পার্বত্য অঞ্চলকে তারা অস্থিতিশীল করে তুলছে। একটি ভুয়া ধর্ষণের ঘটনার মধ্য দিয়ে তারা আমাদের বাঙালি ও পার্বত্য পাহাড়িদের মুখোমুখি দাঁড় করিয়েছে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘খালেদা জিয়াকে বুঝতে দেবো না দেশে তার সন্তান নাই’

মির্জা আব্বাস বলেন, বিএনপি ও খালেদা জিয়ার হাতে গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ।, সতের বছর পর যখন গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করেছে দেশ তখন একটি দল ষড়যন্ত্র শুরু করছে।

২১ ঘণ্টা আগে

আশ্বাস নয়, কাজে প্রমাণ করতে চাই: জামায়াত আমির

জামায়াত আমির বলেন, অতীতের সরকারগুলো শুধু আশ্বাস দিয়েছে; কিন্তু আমরা কাজে প্রমাণ করতে চাই। তিনি বলেন, আমরা একই ভাষায় কথা বলি, আমরা এক জাতি-সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে।

১ দিন আগে

খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির রোড শো কর্মসূচি স্থগিত

হাসপাতাল এলাকায় নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানিয়ে রিজভী বলেন, নেত্রীর প্রতি শ্রদ্ধা ও আবেগ সে কারণে তারা (নেতাকর্মীরা) যাচ্ছেন। কিন্তু ভিড় করতে গিয়ে অন্যান্য রোগীদের চিকিৎসায় বিঘ্ন ঘটানো যাবো না। যারা ভিড় করছেন, অবস্থান করছেন তাদের ভিড়ের কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বিঘ্ন হচ্ছে। আপনাদের

১ দিন আগে

জুলুমের শিকার সংখ্যালঘুদের পাশে থাকার আশ্বাস সারজিসের

নেতা-কর্মীদের উদ্দেশে সারজিস আলম এ সময় বলেন, "আমরা কারো সঙ্গে বিবাদে জড়াবো না। তবে কেউ যদি উস্কানি দেয় বা সংঘাতের সৃষ্টি করতে আসে, আমরা তাদের ছাড়ও দেবো না।"

১ দিন আগে