খাগড়াছড়ি নিয়ে এনসিপির ‘নীরবতা’-হান্নানের ‘মিথ্যাচার’— পদত্যাগ করলেন অলিক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অলিক মৃ ও এনসিপির লোগো।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করেছেন অলিক মৃ। মারমা কিশোরী ধর্ষণের শিকার হওয়ার ঘটনা ঘিরে খাগড়াছড়িতে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে দলের ‘নীরবতা’র পাশাপাশি প্রভাবশালী নেতা হান্নান মাসউদের ‘মিথ্যাচারে’র প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে স্ট্যাটাস দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

অলিক মৃ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ, আদিবাসীদের ওপর হামলা, আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ ও তিনজন আদিবাসীকে হত্যার ঘটনা নিয়ে জাতীয় নাগরিক পার্টির নীরবতা ও ধর্ষণ নিয়ে এনসিপির নেতা হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে আমি অলিক মৃ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করেছি।’

গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে অষ্টম শ্রেণির এক মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় মেয়েটির বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। পরদিন সকালে সেনাবাহিনীর সহায়তায় ধর্ষণে অভিযুক্ত শয়ন শীলকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় বিচারের পাশাপাশি পাহাড়ি নারীদের ওপর নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি পালন করে আসছে জুম্ম ছাত্র-জনতা। প্রশাসন খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে তিন দিন হলো। তবে এর মধ্যেই সংঘাত-সংঘর্ষ, হামলা-অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে।

এর মধ্যে রোববার সংঘর্ষে পাহাড়ি অন্তত তিনজন নিহত হয়েছেন। মেজর পদমর্যাদার একজন সেনা কর্মকর্তাসহ আরও কয়েকজন সেনাসদস্য ও কয়েকজন পুলিশসহ ২৫ জন আহত হয়েছেন। এসব ঘটনায় খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

অলিক মৃর অভিযোগ, পাহাড় ঘিরে এত ঘটনা ঘটে গেলেও এনসিপি এখন পর্যন্ত কোনো বিবৃতি বা বিজ্ঞপ্তি নিয়ে দলের পক্ষ থেকে কোনো অবস্থান জানায়নি। পাহাড় ঘিরে অস্থিরতা তৈরির চেষ্টা চললেও নিজের দলের পক্ষ থেকেই কোনো অবস্থান পাওয়ায় তাই অলিক মৃ পদত্যাগ করেছেন দল থেকে।

তিনি লিখেছেন, ‘পার্টির ইমেইল ও দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছি। এনসিপির জন্য শুভ কামনা। ইনকিলাব জিন্দাবাদ।’

এদিকে এনসিপি নেতা হান্নান মাসউদের বিরুদ্ধে অলিক যে অভিযোগ তুলেছেন, তা মূলত হান্নানের ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেওয়া বক্তব্যে উঠে এসেছে। ওই ভিডিওতে হান্নান বলেন, ‘বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। তারা শেষ ট্রাম্প কার্ড খেলছে, পার্বত্য অঞ্চলকে তারা অস্থিতিশীল করে তুলছে। একটি ভুয়া ধর্ষণের ঘটনার মধ্য দিয়ে তারা আমাদের বাঙালি ও পার্বত্য পাহাড়িদের মুখোমুখি দাঁড় করিয়েছে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ক্ষমতায় যেতে একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে: রিজভী

রিজভী বলেন, বিএনপির তরফ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা। কোনো সম্প্রদায় যখন অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে বসবাস করে, তখন ওই সম্প্রদায়ের বড় উৎসব সবার উৎসবে পরিণত হয়। উৎসব কখনও বিভাজন করে না। উৎসব মানুষে মানুষে সৌহার্দের বার্তা দেয়। এসব উৎসবের দিনে আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই। বিএনপির এই নেতা

১৯ ঘণ্টা আগে

নির্বাচন প্রলম্বিতের চেষ্টাকারীরা বোকার স্বর্গে বাস করছেন: দুদু

দুদু বলেন, ‘মহল বিশেষ মনে করছে, নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নেই। এ জন্য তারা মুখরোচক কথাবার্তা বলে, নতুন নতুন দাবি তুলে নির্বাচনকে প্রলম্বিত করতে চাইছে। কিন্তু যারা এসব করছে, তারা বোকার স্বর্গে বাস করছে।’

১ দিন আগে

নীলক্ষেতে ব্যালট ছাপার বিষয়টি ভেন্ডার অবহিত করেনি: ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, দ্রুত ব্যালট ছাপানোর জন্য নিয়ম মেনে মূল ভেন্ডরের সঙ্গে সহযোগী ভেন্ডর নিযুক্ত করা হয়। ওই সহযোগী ভেন্ডর নীলক্ষেতে ব্যালট ছাপালেও সে তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেনি। তবে নীলক্ষেতে ব্যালট ছাপানো হলে বা ব্যালট পেপারে সংখ্যায় গড়মিল পাওয়

১ দিন আগে

যেন জিয়াউর রহমানের কথা শুনছি— ড. ইউনূসের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, ‘গত পরশু ইউএস-বাংলাদেশ বিজনেস ফোরামের সভা হচ্ছিল। সেখানে সকলের সম্মানিত, বিশ্বের সম্মানিত প্রফেসর মুহাম্মদ ইউনূস যখন কথা বলছিলেন, তখন বারবার মনে হচ্ছিল যেন এ দেশের স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা শুনছি।’

১ দিন আগে