সময় বাড়াল এনসিপি, মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে যেভাবে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীদের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহের সময় বাড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগ্রহীরা আগামী ২০ নভেম্বর পর্যন্ত এই দলের মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ কথা জানানো হয়েছে। ওই পোস্টে এনসিপির মুখ্য সংগঠক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীনরুদ্দীন পাটওয়ারী এক ভিডিওবার্তাতেও একই কথা জানিয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী সংসদ নির্বাচনে শাপলা কলি মার্কাকে জেতানোর জন্য এনসিপির পক্ষ থেকে মনোনয়ন আবেদন ফরম বিতরণ চলছে। এই মনোনয়ন আবেদন ফরম আপনাদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। আমরা খোঁজ পেয়েছি, অনেকেই মনোনয়ন আবেদন ফরম তুলতে ও জমা দিতে পারেননি।

তিনি আরও বলেন, আপনাদের কথা চিন্তা করে আপনাদের একটি সুখবর দিতে যাচ্ছি। আমরা মনোনয়ন আবেদন ফরম সংগ্রহের সময়সীমা বাড়াতে যাচ্ছি। আগামী ২০ নভেম্বর পর্যন্ত আপনারা এই মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।

নাসীর জানান, এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। যারা অসুস্থ বা প্রবাসে রয়েছেন তারাও অনলাইনে এই আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। ২০ নভেম্বরের মধ্যে বাংলাদেশকে তাক লাগিয়ে দেওয়ার জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করুন, শাপলা কলি মার্কাকে জয়যুক্ত করুন।

এর আগে গত ৬ নভেম্বর সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু করে এনসিপি। সেদিন দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটি এক সংবাদ সম্মেলনে ফরম বিতরণ কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরে।

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, মানুষের সেবা করার ইচ্ছা রয়েছে— এমন যেকোনো পেশাজীবীকে তারা মনোনয়ন দিতে চায় এনসিপি। অন্যরা দলের প্রতিনিধিত্ব করলেও এনসিপি জনগণের প্রতিনিধিদের মনোনয়ন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত করে তাদের সংসদে পাঠাতে চায়।

সাধারণ মানুষের সেবা করার ইচ্ছা আছে, যোগ্যতা আছে— এমন যে কাউকে এনসিপি জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে বলেও জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় জানানো হয়, এনসিপির মনোনয়ন আবেদন ফরমের দাম ১০ হাজার টাকা। তবে জুলাইযোদ্ধা ও নিম্ন আয়ের কোনো মানুষ দুই হাজার টাকায় এই ফরম সংগ্রহ করতে পারবেন।

এনসিপির মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করা যাবে যেভাবে

অনলাইনে আবেদনের পদ্ধতি

যে কেউ nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন।

অফলাইনে আবেদনের পদ্ধতি

মনোনয়ন আবেদন ফর্ম অফলাইনে সংগ্রহ করা যাবে দুইভাবে—

  • ক) সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে;
  • খ) এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করে।
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদ নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে: নুর

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে সরকারকে সহায়তা করতে হবে। তা না হলে সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব নয়। আগামীর নতুন বাংলাদেশের পক্ষে এবং জুলাই সনদের পক্ষে ভোট চাইতে হবে। গণঅভ্যুত্থানের বৈধতার স্বার্থে এটি দরকার।’

৫ ঘণ্টা আগে

বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে: সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ সইয়ের মাধ্যমে আইনি ভিত্তি হয়েছে। যেভাবে জুলাই সনদ সই হয়েছে সেভাবে এই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে প্রতিপালনের জন্য বিএনপি অঙ্গীকারবদ্ধ।

৫ ঘণ্টা আগে

সব কুল রক্ষা হলো জুলাই সনদে?

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিমণ্ডলে প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হওয়া তিনটি রাজনৈতিক দলের দাবির মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়েই প্রতিটি দলের কোনো না কোনো দাবি মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করেছে সরকার। কিন্তু তাতে কি শেষ রক্ষা হলো?

১০ ঘণ্টা আগে

সই হওয়া জুলাই সনদের ওপর গণভোট আয়োজনের আহ্বান বিএনপির

গণভোটকে স্বাগত জানালেও সব দলের ঐকমত্যের ভিত্তিতে প্রণীত যে জুলাই সনদে গত ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলো সই করেছে, তার ওপর গণভোট আয়োজনের আহ্বানর জানিয়েছে দলটি।

২০ ঘণ্টা আগে