কক্সবাজার সফর

এনসিপির ৫ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৭: ১৭
এনসিপির পাঁচ নেতা। ওপরে বাঁ থেকে সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নাসীরুদ্দীন পাটেয়ারী। নিচে খালেদ সাইফুল্লাহ ও তাসনিম জারা। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

জুলাই গণঅভ্যুত্থান দিবসে দলীয় অনুমতি না নিয়ে কক্সবাজার সফরে যাওয়া শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে তাদের সশরীরে হাজির হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা কারণ দর্শানোর আলাদা আলাদা চিঠি দেওয়া হয়েছে এনসিপির পাঁচ নেতাকে।

যাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন— এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিজয়ের বর্ষপূর্তির দিন এনসিপির এই পাঁচ নেতাকে কক্সবাজারে দেখা যায়। গুঞ্জন ছড়িয়ে পড়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তারা বৈঠক করেছেন।

দুপুর থেকে এ বিষয়টি অনলাইন-অফলাইনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে ক্রমশ জানা যায়, পিটার হাস বাংলাদেশ অবস্থানই করছেন না। ফলে তার সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের বিষয়টি সঠিক নয়।

এদিকে বৈঠক না করলেও পাঁচ নেতা কক্সবাজার অবস্থান করছেন বলে স্বীকার করে নিয়েছেন। নাসীরুদ্দীন পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, জুলাই পদযাত্রা করে তারা, বিশেষ করে হাসনাত আব্দুল্‌লাহ ক্লান্ত হয়ে পড়েছিলেন। এ কারণে তারা নিছক ঘুরতে গেছেন কক্সবাজার।

তাদের এ ব্যাখ্যা অবশ্য নেটিজেদের সন্তুষ্ট করতে পারেনি। রাজনৈতিক পর্যবেক্ষকরাও বিষয়টিকে ভালোভাবে নেননি। তারা বলছেন, জুলাই অভ্যুত্থানের সময় অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করা এনসিপি নেতারা সেই অভ্যুত্থানের বিজয়ের প্রথম বর্ষপূর্তির দিনে বেড়াতে গেছেন, এটি অস্বাভাবিক।

ঘটনাটি স্বাভাবিক বলে করছে না এনসিপি নিজেও। এ কারণেই পাঁচ নেতার প্রত্যেককেই আলাদা আলাদা করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।

নোটিশে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস ও জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকীর দিন পাঁচ নেতা কেন্দ্রীয় পর্ষদের অনুমতি ছাড়াই কক্সবাজার সফর করেন। ২৪ ঘণ্টার মধ্যে সশরীর হাজির হয়ে এ সফরের কারণ ও প্রেক্ষাপট ব্যাখ্যা করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে তাদের।

দলীয় সূত্রে জানা গেছে, বিষয়টি দলীয় শৃঙ্খলার পরিপন্থি হিসেবে দেখা হচ্ছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংগঠনের নীতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, ২০৩৪ সালের মধ্যে বিএনপির লক্ষ্য হবে একটি ‘অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি’ গড়ে তোলা, যা লাখ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

১ ঘণ্টা আগে

নভেম্বরে গণভোটের দাবিতে জামায়াতসহ ৮ দলের সমাবেশ

জামায়াত ছাড়াও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। মোট আটটি দল পাঁচটি দাবিতে এই কর্মসূচি পালন করছে।

২ ঘণ্টা আগে

রাজনীতিতে নতুন করে বিভক্তি সৃষ্টির অভিযোগ কেন উঠছে?

বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ রাজনীতিতে ঐক্যের বদলে অনৈক্য বা বিভক্তি বৃদ্ধি করবে বলে অভিযোগ উঠেছে।

৩ ঘণ্টা আগে

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

কী বিষয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, সে বিষয়ে বিএনপির প্রেস উইং থেকে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে প্রতিক্রিয়া জানানো হতে পারে বিএনপির পক্ষ থেকে।

৪ ঘণ্টা আগে