পুলিশের ওপর নির্ভরশীল হয়ে জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত নয়: নাহিদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকার ও পুলিশের ওপর নির্ভর করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। ফলে জনগণের মধ্যে আমাদের সেই সংগঠন লাগবে।’

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে এনসিপির নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে তিনি এ কথা বলেন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ এই জুলাই যোদ্ধা তার সহযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, এই সরকার আমাদেরকে আমাদের নিরাপত্তা দিতে পারবে না। নিজেদের নিরাপত্তার নিজেদেরকেই নিশ্চিত করতে হবে।

নাহিদ বলেন, জনগণকে আমরা আবারো আহ্বান জানাবো- ৫ আগস্ট পরবর্তীসময়ে আমাদের নিরাপত্তা আমরা নিজেরাই নিশ্চিত করেছিলাম, যখন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না। বাংলাদেশ সেই পরিস্থিতির দিকেই যাচ্ছে। সরকার ও পুলিশের ওপর নির্ভর করে আমরা আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না। ফলে মানুষকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।

পতিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি- তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানান অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করে তিনি বলেন, তারা নির্বাচনকে বানচালের চেষ্টা চালাচ্ছে- অথচ দেশের মানুষ এখন স্থিতিশীল পরিবেশ চায়। তারা আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ দেখতে চায়।

আসন্ন নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে, আগামী গণভোটে সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে। আমরা সেই প্রত্যাশা রাখি। এনসিপির যারা এমপি পদপ্রার্থী রয়েছেন তারা সংস্কারের পক্ষে, হ্যাঁ এর পক্ষে৷ শাপলা কলি নিয়ে জনগণের দরজায় যাবেন তারা। আমরা সংস্কারের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নতুন ধারায় রাজনীতি শুরু করতে চাই: জামায়াত আমির

আওয়ামী লীগকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, স্বাধীনতার পর একটি পরিবার, একটি গোষ্ঠী এবং একটি দলকে সুবিধা দিতে সব রাষ্ট্রীয় ব্যবস্থাপনা গড়ে উঠেছিল। দলটি সোনার বাংলা গড়ার ওয়াদা করে শ্মশান বাংলা তৈরি করেছিল।

৪ ঘণ্টা আগে

৫০ জন প্রার্থীকে হত্যার টার্গেট করেছে আ.লীগ: রাশেদ খান

রাশেদ খান বলেন, আমরা দেখেছি, আমাদের একজন বিপ্লবী যোদ্ধা ও সাহসী কণ্ঠস্বর আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সোচ্চার ছিলেন ওসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি করা হয়েছে। অথচ এখন পর্যন্ত হামলার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

৪ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে দুইটি কারণ উল্লেখ করেন মাসুদুজ্জামান মাসুদ। প্রথমত নিরাপত্তাহীনতার শঙ্কা প্রকাশ করেন, দ্বিতীয়ত তার পরিবারও চায় না, তিনি ভোটের মাঠে থাকুক।

৫ ঘণ্টা আগে

গোলাম আযম ‘শ্রেষ্ঠ সন্তান হলে’ মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়: মির্জা আব্বাস

মির্জা আব্বাস বলেন, ‘জামাত একাত্তরে স্বাধীনতাবিরোধী ছিল, এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না। গোলাম আযম আর নিজামীকে সূর্যসন্তান আখ্যায়িত করে জামায়াত মুক্তিযোদ্ধাদের অপমান করছে।’

৬ ঘণ্টা আগে