এনসিপির ইশতেহারে ‘সেকেন্ড রিপাবলিক’, যা আছে ২৪ দফায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ২১: ০৩
রোববার কেন্দ্রীয় শহিদ মিনারের সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশে’র জন্য ২৪ দফা ইশতেহার ঘোষণা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: রাজনীতি ডটকম

কেন্দ্রীয় শহিদ মিনারে ‘নতুন বাংলাদেশে’র ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এই ইশতেহারকে তিনি বাংলাদেশকে ‘সেকেন্ড রিপাবলিক’ হিসেবে গড়ে তোলার ইশতেহার হিসেবে অভিহিত করেছেন।

রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে এনসিপি আয়োজিত সমাবেশে ২৪ দফার এ ইশতেহার ঘোষণা করেন নাহিদ। এক বছর আগের এ দিনে একই জায়গায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে সরকার পতনের এক দফা ঘোষণা করেছিলেন তিনি।

এক বছর আগের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আবার শহিদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি।’

এনসিপির ইশতেহারে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক ঘোষণার পাশাপাশি রয়েছে জলুাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচারসহ রাষ্ট্রকাঠামোর বিভিন্ন খাতের সংস্কারের প্রতিশ্রুতি। জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় সরকার, স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের মতো বিষয়গুলোও স্থান পেয়েছে ইশতেহারে। রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, কল্যাণমুখী অর্থনীতির কথা।

ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও জাতিসত্ত্বার মর্যাদা; নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন; তারুণ্য ও কর্মসর্মংস্থান; বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি; টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব; শ্রমিক-কৃষকের অধিকার; জাতীয় সম্পদ ব্যবস্থাপনা; নগরায়ন, পরিবহন ও আবাসন পরিকল্পনা; জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা; প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার; বাংলাদেশপন্থি পররাষ্ট্রনীতি ও জাতীয় প্রতিরক্ষা কৌশলের মতো বিষয়গুলোও এসেছে এনসিপির ইশতেহারে।

NCP Shomabesh At Shahid Minar Rajneete Photo 03-08-2025 (1)

কেন্দ্রীয় শহিদ মিনারে এনসিপির সমাবেশে নেতাকর্মীদের ঢল। ছবি: রাজনীতি ডটকম

এনসিপির ২৪ দফা ইশতেহার পড়ুন এখানে—

ইশতেহার ঘোষণা শেষে নাহিদ ইসলাম বলেন, আজ থেকে ঠিক এক বছর আগে এই শহিদ মিনারেই আমরা শপথ নিয়েছিলাম— এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করব। আপনারা সেই আহ্বানে সাড়া দেওয়ায় আমরা সবাই মিলে ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছি এবং দেশের ওপর নিজেদের কর্তৃত্ব ফিরিয়ে নিয়েছি।

তিনি আরও বলেন, আজ আবারও এই শহিদ মিনার থেকে আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি— আসুন, আমরা সবাই মিলে আমাদের সেকেন্ড রিপাবলিক গঠনে এই ঐতিহাসিক ২৪ দফাকে বাস্তবে রূপান্তর করে সব নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শেষ দিনে ৪৪২-সহ ডাকসুর মনোনয়ন সংগ্রহ ৫৬৫ প্রার্থীর

ব্রিফিংয়ে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, সপ্তম দিনে ডাকসুর বিভিন্ন পদে জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪৪২ জন। এখন পর্যন্ত সাত দিনে ডাকসুতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৬৫ জন এবং ১৮টি হল সংসদের জন্য মোট মনোনয়ন সংগ্রহ করেছে এক হাজার ২২৬ জন।

১৩ ঘণ্টা আগে

ব্যাটল অব হ্যাস্টিংসের ইতিহাস

ইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।

১৩ ঘণ্টা আগে

ডাকসুতে শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম, জিএস পদে ফরহাদ

ডাকসুকে ভিপি পদে প্রার্থী সাদিক কায়েম শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। অন্যদিকে জিএস পদে প্রার্থী এস এম ফরহাদ শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি।

১৫ ঘণ্টা আগে

ডাকসুতে শিবিরের প্যানেল ঘোষণা, নেতৃত্বে যারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিবিরের সাবেক সভাপতি সাদেক কায়েমকে ভিপি ও বর্তমান সভাপতি এস এম ফরহাদকে জিএস করে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি।

১৮ ঘণ্টা আগে