প্রতিবেদক, রাজনীতি ডটকম
সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে জামায়াতে ইসলামীর আন্দোলন নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যকে ‘বালখিল্য ধরনের’ বলে আখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
রোববার (১৯ অক্টোবর) রাতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধানের দায়িত্বে থাকা এনসানুল এক বিবৃতিতে এ কথা বলেছেন। এতে তিনি বলেছেন, নাহিদ ইসলামের কাছে এ ধরনের বক্তব্য অপ্রত্যাশিত।
এর আগে নাহিদ ইসলাম তার ফেসবুক প্রোফাইলের এক পোস্টে জামায়াতের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে তীব্র সমালোচনা করেন। নাহিদ বলেন, পিআর নিয়ে জামায়াতের আন্দোলন নিছক রাজনৈতিক কৌশল, যা রাজনৈতিক প্রতারণার শামিল।
নাহিদের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতিতে বলেন, ফেসবুক স্ট্যাটাসে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াতে ইসলামীর অন্যতম দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন, তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। জামায়াতে ইসলামীর পিআর দাবির আন্দোলনকে প্রতারণামূলক ও রাজনৈতিক কৌশল বলে যে মন্তব্য করেছেন, তা সর্বৈব মিথ্যা ও দুঃখজনক।
এহসানুল জুবায়ের বলেন, তিনি (নাহিদ) তার বক্তব্যের মাধ্যমে কী বুঝাতে চাচ্ছেন তা আমাদের কাছে বোধগম্য নয়। তার কাছে এ ধরনের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না।
জামায়াতের এই নেতা আরও বলেন, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে ঐকমত্য কমিশনের আলোচনায় এবং রাজপথে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার দৃঢ় অবস্থান জনগণের সামনে তুলে ধরেছে। কাজেই নাহিদ ইসলামের বক্তব্যের যৌক্তিক কোনো ভিত্তি নেই।
নাহিদ ইসলামকে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে জামায়াতে ইসলামীর আন্দোলন নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যকে ‘বালখিল্য ধরনের’ বলে আখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
রোববার (১৯ অক্টোবর) রাতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধানের দায়িত্বে থাকা এনসানুল এক বিবৃতিতে এ কথা বলেছেন। এতে তিনি বলেছেন, নাহিদ ইসলামের কাছে এ ধরনের বক্তব্য অপ্রত্যাশিত।
এর আগে নাহিদ ইসলাম তার ফেসবুক প্রোফাইলের এক পোস্টে জামায়াতের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে তীব্র সমালোচনা করেন। নাহিদ বলেন, পিআর নিয়ে জামায়াতের আন্দোলন নিছক রাজনৈতিক কৌশল, যা রাজনৈতিক প্রতারণার শামিল।
নাহিদের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতিতে বলেন, ফেসবুক স্ট্যাটাসে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াতে ইসলামীর অন্যতম দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন, তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। জামায়াতে ইসলামীর পিআর দাবির আন্দোলনকে প্রতারণামূলক ও রাজনৈতিক কৌশল বলে যে মন্তব্য করেছেন, তা সর্বৈব মিথ্যা ও দুঃখজনক।
এহসানুল জুবায়ের বলেন, তিনি (নাহিদ) তার বক্তব্যের মাধ্যমে কী বুঝাতে চাচ্ছেন তা আমাদের কাছে বোধগম্য নয়। তার কাছে এ ধরনের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না।
জামায়াতের এই নেতা আরও বলেন, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে ঐকমত্য কমিশনের আলোচনায় এবং রাজপথে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার দৃঢ় অবস্থান জনগণের সামনে তুলে ধরেছে। কাজেই নাহিদ ইসলামের বক্তব্যের যৌক্তিক কোনো ভিত্তি নেই।
নাহিদ ইসলামকে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
মির্জা ফখরুল বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনীতিতে ঐক্য প্রতিষ্ঠার বড় সুযোগ আমাদের সামনে এসেছে। কিন্তু যেদিকে তাকাই, শুধু অনৈক্যের সুর। রাজনীতিকদের মধ্যে এই যে অনৈক্য, তা অত্যন্ত হতাশাজনক।
৬ ঘণ্টা আগেসংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ও সোমবার পৃথক অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর, আজিমপুর, ভাটারা ও বাড্ডাসহ বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগেসরকারের কাছে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জোর দাবি জানাচ্ছে, সরকার যেন অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে এবং আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করে। ওই গণভোটের ফলাফলের আলোকেই আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে।
১ দিন আগেপোস্টে নাহিদ লিখেছেন, ঐকমত্য কমিশনের সংস্কারপ্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ–অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে এটা (পিআর আন্দোলন) তোলা হয়েছে।
১ দিন আগে