এনসিপির নিবন্ধন

২০০ ভোটারের শর্ত পূরণ হয়নি ২৫ উপজেলায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৭: ২৭
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেতে আবেদন করেছিল ছাত্র আন্দোলনের নেতাদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে নিবন্ধনের জন্য যে ন্যূনতম শর্তগুলো পূরণ করতে হয়, তার অনেকটাই পূরণ করতে ব্যর্থ হয়েছে দলটি।

বিশেষ করে, দেশের ২৫টি উপজেলা বা থানায় ন্যূনতম ২০০ জন ভোটার সদস্যের যে শর্ত রয়েছে সেটি পূরণ করতে পারেনি এনসিপি। এ ছাড়া দলটির আবেদনে রয়েছে বেশ কিছু ত্রুটি, যা চিহ্নিত করে সংশোধনের জন্য ১৫ দিনের সময় দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, শুধু এনসিপিই নয়, নিবন্ধনের আবেদন করা নতুন ১৪৪টি রাজনৈতিক দলের কেউই শতভাগ শর্ত পূরণ করতে পারেনি। ফলে এসব দলকে ত্রুটি সংশোধনের সুযোগ দিয়ে পৃথকভাবে চিঠি পাঠানো হচ্ছে। ইসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত তথ্য না দিলে দলগুলোর আবেদন অযোগ্য বিবেচিত হবে।

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বরাবর ইসির এক চিঠিতে নিবন্ধন আবেদনে বেশ কিছু ত্রুটি উল্লেখ করা হয়েছে।

ত্রুটিগুলোর মধ্যে রয়েছে, ঠিকানাসহ দলের সব কার্যকর জেলা দপ্তরের তালিকা দেওয়া হয়নি, ঢাকা ও সিলেট জেলা দপ্তরের ভাড়া চুক্তিপত্রে দলের নাম উল্লেখ নেই, ঠিকানাসহ সব উপজেলা, থানা দপ্তরের তালিকা দেওয়া হয়নি, ২৫টি উপজেলা/থানায় প্রয়োজনীয় সংখ্যক ভোটার (ন্যূনতম ২০০ জন) সদস্যের অন্তর্ভুক্তি পাওয়া যায়নি, ইটনা উপজেলার ভাড়ার চুক্তিপত্রে দলের নাম উল্লেখ নেই, হালুয়াঘাট উপজেলার ভাড়া চুক্তিপত্রে দলের নাম ও অফিসের ঠিকানা উল্লেখ করা হয়নি, আবেদন ফরম-১-এর ফিল্ড নম্বর-৯-এ তহবিলের পরিমাণ উল্লেখ নেই, আবেদনের সঙ্গে সংযুক্ত তহবিলের উৎসের বিবরণীতেও তহবিলের পরিমাণ উল্লেখ নেই; নিবন্ধনের বিষয়ে দলের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের অনুলিপির শেষ পৃষ্ঠায় স্বাক্ষর নেই।

দলের গঠনতন্ত্রের অংশে ত্রুটির বিষয়ে ইসির চিঠিতে উল্লেখ করা হয়, আবেদনকারী দলের গঠনতন্ত্রে ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা বা ক্ষেত্রমত, জেলা কমিটির সদস্য কর্তৃক প্রস্তুত প্যানেল হতে দলের কেন্দ্রীয় সংসদীয় বোর্ড কর্তৃক বিবেচনাপূর্বক সংসদ নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার বিধান রাখা হয়নি।

দলটির কোনো দলিলে বা কার্যক্রমে সংবিধানপরিপন্থী নয় এবং দলে বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ এবং আন্তর্জাতিক অপরাধের (ট্রাইব্যুনাল) অধীনে দণ্ডিত কোনো ব্যক্তি নেই মর্মে দলের প্রধানের ইস্যুকৃত প্রত্যয়নপত্র সংযুক্ত করা হয়নি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, কিছু কিছু উপজেলা/থানায় প্রয়োজনীয় সংখ্যক (ন্যূনতম ২০০ জন) ভোটার সদস্য অন্তর্ভুক্ত করা হয়নি; কিছু উপজেলা/থানার বইয়ে অন্য উপজেলা/থানার ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে, কিছু ক্ষেত্রে একই ভোটারকে বারবার অন্তর্ভুক্ত করা হয়েছে, ডিমলা উপজেলায় প্রায় ২০ জন সদস্যের এনআইডি নম্বর পাওয়া যায়নি।

২০০ জনের কম ভোটার পাওয়া গেছে এমন ২৫ থানা/উপজেলার মধ্যে নলছিটিতে ১৭৫, হবিগঞ্জ সদরে ১৮১, পলাশে ১৯৩, কালিয়ায় ১৮৪, জলঢাকায় ১৫৮, সোনাগাজীতে ১৮৮, কসবায় ১৩৬, মাদারগঞ্জে ১০৮, সরিষাবাড়ীতে ১৭৬, ধনবাড়ীতে ১৮৫, গংগাচড়ায় ১৬৩, ব্রাহ্মণবাড়িয়া সদরে ১৬৯, মধুপুরে ১৪৭, আজমিরীগঞ্জে ১৮৬, ধামরাইয়ে ১৭৪, কর্ণফুলীতে ১৫৭, সাভারে ১৩০, ভেদরগঞ্জে ১৪৯, মনোহরগঞ্জে ১৪৬, উত্তরা পশ্চিমে ১৬৯, ঈশ্বরগঞ্জে ১৯৫, বনানীতে ১৯৪, বাঁশখালীতে ১৩৬, পবায় ১৮০ ও ডিমলা উপজেলায় ১৯৪ জন সদস্য আছে বলে উল্লেখ করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনপ্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। পরে এনসিপিসহ ৪৬ দলের অনুরোধে ওই সময় বাড়িয়ে ২২ জুন নির্ধারণ করা হয়। ওই সময় পর্যন্ত ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে।

ইসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে ধাপে ধাপে ১৪৪টি দলকে ত্রুটি সংশোধন করে দিতে চিঠি দিচ্ছে কমিশন। প্রতিটি দলের যেসব তথ্যের ঘাটতি রয়েছে, তা উল্লেখ করে সেই তথ্য দেওয়ার জন্য চিঠিতে অনুরোধ জানানো হচ্ছে। চিঠিতে বলা হয়েছে, পাওয়া তথ্য অনুযায়ী রাজনৈতিক দলগুলোর তথ্য সরেজমিন যাচাই করা হবে। কোনো দল নির্ধারিত সময়ে তথ্য সরবরাহ না করলে ওই দল নিবন্ধন পাওয়ার অযোগ্য বিবেচিত হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জামায়াত আমিরকে দেখতে যাবেন বিএনপি মহাসচিব

বিএনপির মিডিয়া সেল জানায়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। তিনি ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছেন।

১৩ ঘণ্টা আগে

৭২-এর মুজিববাদী সংবিধান রেখে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ১৯৭২ সালের মুজিববাদী সংবিধান রেখে কখনোই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য আমাদের নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন।

১৫ ঘণ্টা আগে

মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির, বসে শেষ করলেন বক্তব্য

সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে বক্তৃতা করতে করতেই মঞ্চে ঢলে পড়েছেন জামআয়াতে ইসালামীর আমির ডা. শফিকুর রহমান। পরে একাধিকবার দাঁড়িয়ে বকতৃতা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত বসেই বক্তৃতা শেষ করেন তিনি।

১৫ ঘণ্টা আগে

ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া অন্য কোনো পথ নেই : আমীর খসরু

আমীর খসরু বলেন, জনগণের ভোটে, জনগণের মালিকানায় নির্বাচিত সংসদ-সরকার; এর বিকল্প নেই। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন এজন্য ভোটের প্রতীক্ষায় রয়েছে। যারা নির্বাচন চান না, তাদের দল করার কোনো প্র‍য়োজনীয়তা আছে কিনা, সেটা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

১৫ ঘণ্টা আগে