কক্সবাজারে এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের গুঞ্জন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৬: ৪৪
এনসিপির পাঁচ নেতা সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, খালেদ সাইফুল্লাহ ও তাসনিম জারা কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে যখন বিশাল প্রস্তুতি চলছে, তখন ছাত্র-জনতার আন্দোলনে প্রথম সারির অন্তত পাঁচ নেতা কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বলে ঢাকার প্রায় সব গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজারে অবস্থানরত নেতাদের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ‍্যমের কাছে স্বীকার করা হয়েছে, এনসিপির উত্তর ও দক্ষিণাঞ্চলের দুই মুখ্য সংগঠক সারজিস আল ও হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা কক্সবাজারে ‘ঘুরতে গেছেন’। তবে পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি তারা স্বীকার করেননি।

এ বিষয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, সাবেক রাষ্ট্রদূত পিটার হাস একজন স্বাধীন নাগরিক, যার সঙ্গে দূতাবাসের কোনো যোগাযোগ নেই। তিনি কোনো বৈঠক করছেন নাকি করছেন না, এ ধরনের কোনো তথ্যও নেই।

এটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দুপুর ১টার দিকে খবর দেয়, এনসিপির চার নেতা সারজিস, হাসনাত, নাসীর ও তাসনিম জারা সকালের একটি ফ্লাইটে কক্সবাজার গেছেন। তারা ইনানী এলাকার একটি হোটেলে অবস্থান করছেন। সেখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন তারা।

কিছুক্ষণ পর দুপুর ১টা ২০ মিনিটে প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব এক ফেসবুক পোস্টে বলেন, এ মুহূর্তে কক্সবাজারের একটি হোটেলের কক্ষে গোপন বৈঠকে বসেছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসিরুদ্দিন পাটওয়ারী ও তাসনিম জারা। তাদের এ গোপন বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষ, সাবেক মার্কিন অ্যাম্বাসেডর পিটার হাসের সঙ্গে। কোন ষড়যন্ত্রের জাল বুনছেন তারা?— প্রশ্ন রাখেন নাজমুস সাকিব।

পরে ফেসবুকের পোস্টটি আপডেটও করেন নাজমুস সাকিব। তিনি বলেন, এনসিপি নেতারা পিটার হাসকে অনুরোধ করছেন যেন তিনি ড. ইউনূসকে আজ (মঙ্গলবার) নির্বাচনের তারিখ ঘোষণা করা থেকে বিরত রাখার ব্যবস্থা করেন।

পরে জানা যায় এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহও রয়েছেন কক্সবাজারে বাকি চার নেতার সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়লে এনসিপি জানায়, এটি নেতাদের ব্যক্তিগত সফর, দলীয় কোনো সফর নয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তত দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে জানান, হাসনাত আবদুল্লাহ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি সুস্থ হওয়ার পর সোমবার রাতে তারা কক্সবাজার ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে তাকে নিয়ে তারা পাঁচজন কক্সবাজার সফরে এসেছেন।

পিটার হাসের সঙ্গে দেখা হওয়া বা বৈঠকের তথ্যকে গুজব হিসেবে উড়িয়ে দিয়েছেন সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী। নাসীর পালটা অভিযোগ করে বলেন, একটি গণমাধ্যম থেকে গুজব ছড়ানো হয়েছে। এ বিষয়ে তাদের কিছু জানা নেই।

পাঁচ এনসিপি নেতার কক্সবাজারে ‘ঘুরতে যাওয়া’র এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ছড়িয়েছে। অনেকেই বলছেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস তথা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়ের বর্ষপূর্তির দিনে তাদের কক্সবাজারে এমন ঘোরাঘুরি খুব স্বাভাবিক কিছু না।

সাংবাদিক মাসুদ কামাল ফেসবুকে লিখেছেন, ‘জুলাই আন্দোলনের কৃতিত্ব ও নেতৃত্বের দাবিদারদের কয়েকজন— হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারী এই অনুষ্ঠান ফেলে গেছেন কক্সবাজারে। সেখানে নাকি ওনারা বৈঠক করবেন সদ্যসাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে! বিষয়টি গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই। কতটা গুরুত্বপূর্ণ? নিশ্চয়ই রাষ্ট্রীয় এই অনুষ্ঠানের চেয়েও গুরত্বপূর্ণ! আসলে কী হতে যাচ্ছে?’

আরেক সাংবাদিক শাহেদ আলম কিছুটা ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে লিখেছেন, পোলাপানগুলোর কাছে ঢাকার বাতাস দুষিত মনে হচ্ছিল! ৪/৫ ঘণ্টার জন‍্য সাগরের নির্মল বাতাস খেয়ে আবার ঢাকার পথে তারা! জীবনকে এতটুকু উপভোগ না করতে পারলে তো হাসিনাই ভালো ছিল!

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গণতন্ত্র বজায় রাখতে তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক: রিজভী

রিজভী বলেন, ক্ষমতায়ের টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরীর পথরুদ্ধ করবে।

২০ ঘণ্টা আগে

নারীদের নিরাপত্তায় ৫ পদক্ষেপ নেবে বিএনপি: তারেক রহমান

ঘর ও কর্মক্ষেত্রসহ জনসমাগমস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রাধিকারভিত্তিতে পাঁচটি পদক্ষেপ বাস্তবায়ন করবে বিএনপি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

১ দিন আগে

‘তত্ত্বাবধায়ক রায়ে সফল হলো বিএনপির আন্দোলন’

খসরু মাহমুদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এখন এটি ফেরত এসেছে। কিভাবে গঠন হবে সেটা নিয়ে আলোচনা হবে। সুষ্ঠু নির্বাচন সম্ভব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই ব্যবস্থায় গ্রহণযোগ্য অনেক নির্বাচন ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

কেরানীগঞ্জ–সাভার আসন: এনসিপির মনোনয়নপ্রত্যাশী ৫

এই পাঁচ নেতার প্রত্যেকেই বিশ্বাস করেন, দল তাকেই আগামী জাতীয় নির্বাচনে শাপলা কলি প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে। শুধু তাই নয়, মনোনয়ন পেলে এ আসনে এনসিপির হয়ে জয় ছিনিয়ে আনার বিষয়েও তারা আত্মবিশ্বাসী।

১ দিন আগে