জুলাই সনদের আইনি ভিত্তিতে অনড় জামায়াত-এনসিপি, বিপক্ষে বিএনপি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৯: ৪৭
প্রতীকী ছবি

দেশে সংস্কার ও নির্বাচন পদ্ধতির প্রস্তাবনা নিয়ে তৈরি ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এর খসড়া নিয়ে বিপরীত অবস্থানে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি।

সনদের খসড়াকে বিএনপি ইতিবাচক বললেও এটিকে আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে একমত নয় দলটি। জামায়াত এটিকে অসম্পূর্ণ ও বিপজ্জনক বলেছে, আর এনসিপি জানিয়েছে, আইনি ভিত্তি না থাকলে সনদে সই করবে না তারা।

গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২৩তম দিনের আলোচনা শেষ হয়। বেশিরভাগ বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে দ্বিমত তৈরি হয়েছে।

বিএনপি চায়, কমিশনের প্রস্তাব অনুযায়ী দুই বছরের মধ্যে জুলাই সনদ পরবর্তী সংসদে কার্যকর হবে। আর জামায়াত ও এনসিপি বলছে আইনি ভিত্তি না দিলে তারা চূড়ান্ত সনদে সই করবে না।

বৃহস্পতিবারের দিনভর বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, "সংস্কার কমিশনের প্রস্তাবে দু-একটি বাদে বেশিরভাগ ক্ষেত্রেই একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। কিছু ক্ষেত্রে 'নোট অব ডিসেন্ট' দিয়েছে। আমরা মনে করি, সব বিষয়ে সবাই একমত হবেন—এমনটি নাও হতে পারে। আমরা এখানে যে একমত হয়েছি—তা আইনের ঊর্ধ্বে। আমরা মনে করি, জনগণের সার্বভৌমের ওপর কোনো আইনি ভিত্তি থাকতে পারে না। তারপরও এ বিষয়ে আলোচনা হলে বিএনপি অংশগ্রহণ করবে। আর সরকার চাইলে এটি নিয়ে গেজেট দিতে পারে।"

এদিকে, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, "সনদের আইনি ভিত্তি অবশ্যই দিতে হবে। অন্যথায় এতো দিনের আলোচনা অর্থহীন। তবে আইনি ভিত্তি কীভাবে হতে পারে সেটা নিয়ে আরও আলোচনা হতে পারে। এ নিয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। আইন বিভিন্নভাবে করা যেতে পারে। লিগ্যাল ফ্রেমওয়ার্ক, গণভোট ও অধ্যাদেশ। যেভাবেই হোক আইনি রূপ এ সরকারকেই দিতে হবে। অন্যথায় আমরা সনদে সই করবো না।"

আগামী ৫ আগস্টের আগেই বিষয়টির বাস্তবায়ন দেখতে চান তাহের। তিনি বলেন, "যারাই এর বিপক্ষে যাবে। বুঝে নিতে হবে, তারা নির্বাচনে ব্যাঘাত ঘটাতে চায়।"

অন্যদিকে, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে সই না করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "সব দল মোটামুটি ঐকমত্যের জায়গায় আসলেও সনদের বাস্তবায়ন নিয়ে সুনির্দিষ্ট কিছু বলেনি কমিশন। অথচ এখনই বাস্তবায়ন না হলে ভবিষ্যতে শঙ্কার জায়গা তৈরি হতে পারে। বিষয়টি কমিশনকে জানিয়েছি। মনে হচ্ছে, কমিশন কোনো একটি জায়গায় দুর্বল। আইনি কাঠামো না দিলে আমরা মানবো না। কিছুতেই জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না।"

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১৪ বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান মুকুল, সাবেক সদস্য শওকত হাসেম শকু, ২০ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ও মহানগর বিএনপি’র সাবেক সদস্য মো. গোলাম নবী মুরাদের

২০ ঘণ্টা আগে

নির্বাচন বানচাল করতে ভারতে বসে ষড়যন্ত্র করছে : আমানউল্লাহ আমান

তিনি বলেন, ‘আজকে যারা ফ্যাসিস্ট, যারা খুনি তাদের বিচার শুরু হয়েছে। আপনারা দেখেছেন তারা কিভাবে চৌধুরী আলম, ইলিয়াস আলীর মতো নেতাদের গুম করেছে, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। এসব হত্যার বিচার সঠিক সময়ে হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে সেদিনকার অবৈধ প্রধানমন্ত্রী, খুনি প্রধানমন্ত্রী

২০ ঘণ্টা আগে

ইসির আচরণবিধি নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে প্রণীত আচরণবিধির কয়েকটি দিক নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিনিধি শিশির মনির।

১ দিন আগে

কমিশন নতজানু হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মঈন খান

মঈন খান বলেন, প্রার্থীরা অঙ্গীকারনামা ভঙ্গ করলে তার শাস্তি কী হবে তা স্পষ্ট আচরণবিধিতে নেই। নিয়মকানুন না বাড়িয়ে প্রার্থী এবং ভোটারদের মোটিভেট করার আহ্বান জানিয়েছি। তবে সব ধরনের নিয়মকানুন মেনে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছি।

১ দিন আগে