রাবিতে বাম নেতাদের মশাল মিছিলে শিবিরের হামলার অভিযোগ

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলে হামলার অভিযোগ উঠেছে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ মে) রাত আটটার পর ক্যাম্পাসের পরিবহন মার্কেট ও প্যারিস রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে বামপন্থী ছাত্র সংগঠনের চার নেতা ও একজন সাংবাদিক আহত হয়েছেন।

আহতরা হলেন— ছাত্রগণমঞ্চের সভাপতি নাসিম সরকার, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের তারেক আশরাফ, ছাত্র ইউনিয়নের কাইসার আহমেদ ও আহমেদ ইমতিয়াজ সৈকত এবং সাংবাদিক নোমান ইমতিয়াজ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার প্রতিবাদে ছাত্র জোট মশাল মিছিলের আয়োজন করে। একই সময়ে শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে শিবিরের মিছিলও হয়। পরিবহন মার্কেটে প্রথম দফা ও পরে প্যারিস রোডে দ্বিতীয় দফায় দুই পক্ষ মুখোমুখি হয়। এ সময় ইটপাটকেল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘মিছিলে প্রায় সবাই আহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মোজাহিদ ফয়সাল বলেন, ‘এটি তাদের আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না। তবে শাহবাগ বিরোধী ঐক্যের অংশ হিসেবে তাদের কর্মীরা মিছিলে যোগ দেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, উভয়পক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্বৈরাচার সরকারের মন্ত্রী হতে বলেছিল, কিন্তু আপস করিনি : আমীর খসরু

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ বালুর মাঠে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়েছে।

১ দিন আগে

তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হওয়ায় ঢাবি সাদা দলের শুভেচ্ছা

নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও অত্যন্ত দক্ষতা ও দূরদর্শিতার সাথে দলকে সুসংগঠিত রাখতে তারেক রহমান যে নেতৃত্বের পরিচয় দিয়েছেন, তা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে এক অবিস্মরণীয় ভূমিকা পালন করছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ

১ দিন আগে

ব্যারিস্টার কাজলের নেতৃত্বে বিএনপির আইনি সহায়তা সাব-কমিটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আইনি সহায়তা সাব-কমিটির অন্য সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

১ দিন আগে

বিড়ি বক্তব্যে আলোচিত ড. ফয়জুল হককে শোকজ

নোটিশে ফয়জুল হকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা ধর্মকে ব্যবহার করে ভোট প্রার্থনার অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে ১২ জানুয়ারি সোমবার সশরীরে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

১ দিন আগে