
প্রতিবেদক, রাজনীতি ডটকম

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এই বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) যথাযথ পদক্ষেপ নিতে হবে।
সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, তফসিল ঘোষণা নিয়ে ইসির স্পষ্ট সিদ্ধান্ত কী, তা জানতে এসেছিলাম। ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ নিয়ে কথা হয়েছে। অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার নিয়েও আলোচনা হয়েছে। প্রবাসীদের ভোট দেওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া জটিল করে ফেলা হয়েছে। সিসিটিভি ব্যবহার আমাদের জোর দাবি। তারা বিশাল ব্যয়ের কথা বলেছেন, কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের জন্য টাকার অঙ্ক গুরুত্বপূর্ণ নয়।
তিনি বলেন, একটি দলের নেতাকর্মীরা প্রচারে গিয়ে হামলার শিকার হচ্ছেন। তফসিল হলে এগুলো কীভাবে নিয়ন্ত্রণ করবে, ইসির সঙ্গে এসব নিয়েও কথা হয়েছে।
জামায়াতের এই নেতা বলেন, কমিশন সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবেন-সুষ্ঠু নির্বাচনের জন্য এমন আশ্বাস দিয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেননি। আমরা সুনির্দিষ্টভাবে প্রশাসনের কিছু তথ্য তুলে ধরেছি, এভাবে চললে নির্বাচন সুষ্ঠু হবে না। নগ্নভাবে কোনো কর্মকর্তা অনিয়ম করলে আমরা তুলে ধরব, তারা বলেছে ব্যবস্থা নেবে।
দলের মালিকানায় কোনো ব্যাংক নেই। তারা পক্ষপাতিত্ব আছে, এমন কাউকে নিয়োগ দেবে না বলেও জানিয়েছে।
ভোট নিয়ে কোনো আশঙ্কা ফিল করছি না। তারা যে আশ্বাস দিয়েছেন, আমরা তাদের ওপর আস্থা রাখতে চাই।
তিনি আরও বলেন, তফসিল হবে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য এসেছিলাম। কমিশনের প্রতি পূর্ণ আস্থা আছে। সিসি ক্যামেরা স্থাপনের জন্য বলেছি। দাতাদের কাছ থেকেও সহায়তার অনুরোধ করেছি।
আশাবাদী থাকতে চাই। জাতির আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচন। আমি মনে করি, ইসি জাতির অংশ-তারা শপথের ওপর থেকেই দায়িত্ব পালন করবেন।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এই বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) যথাযথ পদক্ষেপ নিতে হবে।
সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, তফসিল ঘোষণা নিয়ে ইসির স্পষ্ট সিদ্ধান্ত কী, তা জানতে এসেছিলাম। ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ নিয়ে কথা হয়েছে। অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার নিয়েও আলোচনা হয়েছে। প্রবাসীদের ভোট দেওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া জটিল করে ফেলা হয়েছে। সিসিটিভি ব্যবহার আমাদের জোর দাবি। তারা বিশাল ব্যয়ের কথা বলেছেন, কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের জন্য টাকার অঙ্ক গুরুত্বপূর্ণ নয়।
তিনি বলেন, একটি দলের নেতাকর্মীরা প্রচারে গিয়ে হামলার শিকার হচ্ছেন। তফসিল হলে এগুলো কীভাবে নিয়ন্ত্রণ করবে, ইসির সঙ্গে এসব নিয়েও কথা হয়েছে।
জামায়াতের এই নেতা বলেন, কমিশন সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবেন-সুষ্ঠু নির্বাচনের জন্য এমন আশ্বাস দিয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেননি। আমরা সুনির্দিষ্টভাবে প্রশাসনের কিছু তথ্য তুলে ধরেছি, এভাবে চললে নির্বাচন সুষ্ঠু হবে না। নগ্নভাবে কোনো কর্মকর্তা অনিয়ম করলে আমরা তুলে ধরব, তারা বলেছে ব্যবস্থা নেবে।
দলের মালিকানায় কোনো ব্যাংক নেই। তারা পক্ষপাতিত্ব আছে, এমন কাউকে নিয়োগ দেবে না বলেও জানিয়েছে।
ভোট নিয়ে কোনো আশঙ্কা ফিল করছি না। তারা যে আশ্বাস দিয়েছেন, আমরা তাদের ওপর আস্থা রাখতে চাই।
তিনি আরও বলেন, তফসিল হবে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য এসেছিলাম। কমিশনের প্রতি পূর্ণ আস্থা আছে। সিসি ক্যামেরা স্থাপনের জন্য বলেছি। দাতাদের কাছ থেকেও সহায়তার অনুরোধ করেছি।
আশাবাদী থাকতে চাই। জাতির আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচন। আমি মনে করি, ইসি জাতির অংশ-তারা শপথের ওপর থেকেই দায়িত্ব পালন করবেন।

জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, আসন্ন নির্বাচনে জামায়াত যদি নির্বাচিত হয়, তাহলে জাতীয় সরকার গঠন করবে। নির্বাচনে ২০০ আসনে বিজয় হলেও আমাদের একই সিদ্ধান্ত থাকবে।
৪ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আরও বেশ কয়েকজন আইনজীবী এ সময় তার সঙ্গে ছিলেন।
৫ ঘণ্টা আগে
রোববার (৭ ডিসেম্বর) বেবিচকের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এফএআই অ্যাভিয়েশন গ্রুপের আবেদন গ্রহণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টার সময় নামার অনুমতি দেওয়া হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সটি আবার রাত ৯টার দিতে ঢাকা থেকে রওয়ানা দিতে পারবে।
১৭ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সকল ষড়যন্ত্র রুখে দেবার অন্যতম উপায় হলো গণতন্ত্র গণতন্ত্র এবং গণতন্ত্র। আমরা যদি এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি তবে অনেক ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। তারপরও সামনে অনেক বাধা, অনেক কঠিন সময় আসবে। কারণ প্রতিটি ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে। বিএনপি সারা জীবন গণতন্ত্র
২০ ঘণ্টা আগে