
প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরবেন। এর মধ্য দিয়ে তারেক রহমানের ১৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটতে যাচ্ছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সংগ্রামী নেতা, দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছাবেন।’
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে দীর্ঘ দিন ধরেই। এর আগে বিএনপি নেতারা একাধিকবার বলেছেন, নভেম্বরের মধ্যে তিনি দেশে ফিরতে পারেন। তবে নভেম্বর মাস পেরিয়ে গেলেও তিনি আসেননি।
এর মধ্যে তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে নতুন করে তার দেশে ফেরা নিয়ে আলোচনা শুরু হয়। ওই সময় তারেক নিজেই জানান, রাজনৈতিক বাস্তবতার কারণে তিনি মায়ের এমন শারীরিক অবস্থাতেও দেশে ফিরতে পারছেন না। এ বিষয়ে সিদ্ধান্ত তার একার নিয়ন্ত্রণে নেই বলেও জানান।
রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, নিরাপত্তা নিয়ে শঙ্কার করণে তারেক রহমানের দেশে ফেরা বিলম্বিত হয়ে থাকতে পারে। সে ক্ষেত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি দেশে ফিরতে পারেন। তফসিল ঘোষণার পরদিনই সিদ্ধান্ত এলো, ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
২০০৭ সালে এক-এগারোর সময় রাজনৈতিক পটপরিবর্তনের পর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর ১৭ বছর ধরে সেখানেই রয়েছেন তিনি।
শুক্রবার রাতের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৮ বছর ধরে তারেক রহমান বিদেশে নির্বাসিত। আমরা দলের পক্ষ থেকে তার আগমনকে শুধু স্বাগত নয়, আনন্দের সঙ্গে পুরো জাতিকে জানাতে চাই। গণতন্ত্রের উত্তরণের পথে যত বাধা ছিল, তারেক রহমান দেশে ফিরলে সেই বাধা দূর হয়ে যাবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, তারেক রহমানের সঙ্গে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যে বৈঠক হয়েছিল, সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন হবে। তারপরও নির্বাচন নিয়ে আমাদের যতটুকু শঙ্কা ছিল, তফসিলের পর সেটা কেটে গেছে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে ভোটের যে ট্রেন চলতে শুরু করেছে, দেশের মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটা বাস্তবায়িত হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরবেন। এর মধ্য দিয়ে তারেক রহমানের ১৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটতে যাচ্ছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সংগ্রামী নেতা, দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছাবেন।’
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে দীর্ঘ দিন ধরেই। এর আগে বিএনপি নেতারা একাধিকবার বলেছেন, নভেম্বরের মধ্যে তিনি দেশে ফিরতে পারেন। তবে নভেম্বর মাস পেরিয়ে গেলেও তিনি আসেননি।
এর মধ্যে তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে নতুন করে তার দেশে ফেরা নিয়ে আলোচনা শুরু হয়। ওই সময় তারেক নিজেই জানান, রাজনৈতিক বাস্তবতার কারণে তিনি মায়ের এমন শারীরিক অবস্থাতেও দেশে ফিরতে পারছেন না। এ বিষয়ে সিদ্ধান্ত তার একার নিয়ন্ত্রণে নেই বলেও জানান।
রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, নিরাপত্তা নিয়ে শঙ্কার করণে তারেক রহমানের দেশে ফেরা বিলম্বিত হয়ে থাকতে পারে। সে ক্ষেত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি দেশে ফিরতে পারেন। তফসিল ঘোষণার পরদিনই সিদ্ধান্ত এলো, ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
২০০৭ সালে এক-এগারোর সময় রাজনৈতিক পটপরিবর্তনের পর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর ১৭ বছর ধরে সেখানেই রয়েছেন তিনি।
শুক্রবার রাতের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৮ বছর ধরে তারেক রহমান বিদেশে নির্বাসিত। আমরা দলের পক্ষ থেকে তার আগমনকে শুধু স্বাগত নয়, আনন্দের সঙ্গে পুরো জাতিকে জানাতে চাই। গণতন্ত্রের উত্তরণের পথে যত বাধা ছিল, তারেক রহমান দেশে ফিরলে সেই বাধা দূর হয়ে যাবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, তারেক রহমানের সঙ্গে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যে বৈঠক হয়েছিল, সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন হবে। তারপরও নির্বাচন নিয়ে আমাদের যতটুকু শঙ্কা ছিল, তফসিলের পর সেটা কেটে গেছে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে ভোটের যে ট্রেন চলতে শুরু করেছে, দেশের মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটা বাস্তবায়িত হবে।

বিএনপির চেয়ারপারসনের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ডা. জাহিদ হোসেন এ কথা জানান।
২ ঘণ্টা আগে
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। তবে এগুলো করে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না। সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগে থেকেই চিহ্নিত জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করা উচিত ছিল।’
৪ ঘণ্টা আগে
দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় পূর্বঘোষিত দুই কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি এবং বিকেল ৪টায় কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূ
৬ ঘণ্টা আগে
তিনি জুমার নামাজের পর শাহবাগে দলের অবস্থান কর্মসূচি স্থগিতের আহ্বান জানিয়ে বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। তার পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে। সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি।’
৭ ঘণ্টা আগে