মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন ইশরাক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৫: ১৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ বুধবার দুপুরে নগর ভবনে চলমান টানা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

মশক নিধন কার্যক্রম শুরুর আগে এক সংবাদ সম্মেলনে ইশরাক সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘আমরা আন্দোলনের মধ্যেও নাগরিকদের জরুরি সেবা চালু রেখেছি। কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তা বন্ধের ষড়যন্ত্র করেছেন।’

তার দাবি, ‘জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে কোনো যোগাযোগ না করে সরকার একতরফাভাবে প্রশাসক দিয়ে নগর পরিচালনা করছে, যা আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট উপেক্ষার শামিল।’

সংবাদ সম্মেলনে ইশরাক অভিযোগ করেন, ‘সরকার আমাদের সঙ্গে প্রতারণা করেছে। মিথ্যা আশ্বাস দিয়ে রাজপথের আন্দোলন থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু আমাদের যৌক্তিক দাবি এখনো মানা হয়নি। জনগণের ভোগান্তির কথা ভেবে আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি, কিন্তু সরকার আবার ষড়যন্ত্র শুরু করেছে। সরকারের অন্য দাবিগুলো দ্রুত কানে পৌঁছালেও দক্ষিণ সিটির জনগণের দাবি যেন অবান্তর! আমাদের মানুষই মনে করে না তারা। এমন অবজ্ঞা গণতন্ত্রে চলে না।’

স্থানীয় সরকার উপদেষ্টা ও তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে ইশরাক বলেন, আসিফ মাহমুদ গাজীপুরে ২০ কোটি টাকার দুর্নীতিতে জড়িত, এমন অভিযোগ রয়েছে। দুদক যদি তদন্ত না করে, তাহলে আমরা ধরে নেবো-সরকারই এসব দুর্নীতির পৃষ্ঠপোষক।

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ইশরাক বলেন, ‘আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত নগর ভবন ছাড়বো না। এই অবস্থান কর্মসূচি চলবে। বৃহস্পতিবার নতুন কর্মসূচি ঘোষণা করবো।’

তিনি আরও বলেন, ‘সরকারের উদ্দেশ্য আন্দোলন দমন নয়, আমাদের হেয় করা। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার চালানো হচ্ছে, যাতে জনগণের সামনে আমাদের প্রশ্নবিদ্ধ করা যায়। কিন্তু জনগণ জানে কারা তাদের পাশে আছে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

'যেখানেই আন্দোলনকারীদের পাবে, গুলি করবে'

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন।

১০ ঘণ্টা আগে

ভিন্নমত দমন নয়, তা প্রকাশের সুযোগ দিতে হবে: মির্জা ফখরুল

মত প্রকাশের স্বাধীনতার ওপর জোর দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘তর্ক আছে, বিতর্ক আছে। মতের অমিল আছে। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে। একই সঙ্গে তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে। ভিন্নমত দমন নয়, তা প্রকাশের সুযোগ করে দিতে হবে।’

১ দিন আগে

সব হারানো চুন্নুর আক্ষেপ!

তিনি বলেন, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১ (ক) ধারার মতো আর কোন রাজনৈতিক দলে ধারা নেই। তাই আমি বললাম এই ধারা পরিবর্তন করা দরকার। এই ধারায় তাকেও (জিএম কাদের) দুই দফায় জাতীয় পার্টি থেকে অব্যাহতি দিয়েছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ।

১ দিন আগে

সংস্কার-বিচার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলতে হবে: ফয়জুল করীম

তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে ফয়জুল করীম বলেন, ‘৫৩ বছর যারা দেশ শাসন করেছে, তারা দেশকে রক্ষা করতে পারেনি। শুধু নেতা বা দল পরিবর্তন করে দেশে শান্তি আসতে পারে না, যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শ পরিবর্তন না আসে। ইসলাম প্রতিষ্ঠিত হলে দেশের মানুষ মুক্তি পাবে। আসুন, দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্

১ দিন আগে