জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: আমীর খসরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে আলোচনারও সুযোগ নেই। একই দিনে ভোট হবে। এতে বিএনপির অবস্থান পরিবর্তন হবে না। ঐকমত্যের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে তিনি বলেন, নির্বাচন কমিশনকে কার্যকর করা এবং দলীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মানুষের যে চাওয়া—তত্ত্বাবধায়ক সরকারের, সেই ব্যবস্থাতেও নির্বাচন সম্ভব হয় কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে।

আমীর খসরু বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতর যারা বিতর্কিত হয়ে গেছেন, সে কারণে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচনের কথা উঠে এসেছে। নির্বাচন কমিশনকে কার্যকর করতে হলে এই ধারণা সামনে আসে।

তিনি স্পষ্ট করে বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে নতুন আলোচনা হওয়ার সুযোগ নেই এবং বিএনপির অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। ঐকমত্যের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ারও সুযোগ নেই। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকে ব্রিটেনের পক্ষ থেকে নির্বাচনে একটি বড় অংশীদারত্বের বিষয়টিও আলোচনায় এসেছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনার কিছু নেই। সময় বেশি দূরে নয়, সময়মতো তিনি চলে আসবেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদের সূচনা করে ২৮ অক্টোবর : রিজভী

রুহুল কবীর রিজভী বলেন, ‘চারদলীয় জোট তো হাসিনার মতো ফ্যাসিবাদ তৈরি করেনি। যে এসপি হবে ছাত্রলীগের লোক, ডিআইজি হবে আওয়ামী লীগের লোক। এভাবে হাসিনা প্রশাসন সাজিয়েছেন। যে কায়দায় নাৎসিবাদের যে সংগঠন তৈরি করা হয়, ঠিক একই কায়দায় তিনি ফ্যাসিবাদ কায়েম করেছেন।’

৭ ঘণ্টা আগে

সম্প্রীতির বাংলাদেশ গড়তে নতুন নেতৃত্বের বিকল্প নেই : নুর

সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে নতুন নেতৃত্বের বিকল্প নেই। গণ অধিকার পরিষদ সেজন্য নতুন নেতৃত্ব সৃষ্টির কাজ করছে। আগামী নির্বাচনে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জোটবদ্ধ নির্বাচনে গণ অধিকার পরিষদ নির্বাচন করলেও বেশিরভাগ আসনে ট্রাক প্রতীকে দলীয় প্রার্থীরা নির্বাচন করবেন। তিনি নির্বাচন কমিশনের প্রতীক

৭ ঘণ্টা আগে

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে অনৈক্যের প্রচেষ্টার জন্য কমিশনকে ধন্যবাদ: সালাহউদ্দিন

বিএনপির এই নেতা বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন আজকে তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করেছে। জাতীয় ঐকমত্য কমিশনকে ধন্যবাদ না দিয়ে উপায় নেই। কেন ধন্যবাদ দিচ্ছি? অবশেষে তারা তাদের প্রক্রিয়া বা কার্যক্রম সমাপ্ত করতে পেরেছে।’

৭ ঘণ্টা আগে

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইসিকে ১৮ দফা প্রস্তাব জামায়াতের

তিনি বলেন, ‘আমরা চাই নির্বাচন কমিশন জনগণের আস্থা ফিরে পাক। এজন্য প্রশাসন, নির্বাচনকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ নিরপেক্ষতা জরুরি। আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি, সেগুলো বাস্তবায়িত হলে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব হবে।’

১১ ঘণ্টা আগে