৫৫ বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

বিভিন্ন সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা দায়ে বহিষ্কার করা নেতাদের দলে ফেরাতে শুরু করেছে বিএনপি। দলীয় সূত্রগুলো বলছে, নির্বাচন সামনে রেখে ধাপে ধাপে এসব নেতাদের ফিরিয়ে নেওয়া হবে দলে। এর মধ্যে একদিনেই ৫৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ৫৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফিরিয়ে দেওয়া হয়েছে দলের প্রাথমিক সদস্যপদ।

যে ৫৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তাদের মধ্যে রাজশাহী বিভাগের নেতারা হলেন— রাজশাহী মহানগরের শাহামুখদুম থানা বিএনপির সাবেক সহসম্পাদক মো. আব্দুর সোবহান (লিটন), মতিয়ার থানা বিএনপির সাবেক সহসভাপতি মো. আশারফুল হাসান বাচ্চু, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান টিটু, শাহামখদুম থানা বিএনপির সাবেক সহসভাপতি মো. টুটুল, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মো. আনোয়ারুল আমিন আজম, রাজপাড়া বিএনপির সাবেক সহসভাপতি বদিউজ্জামান বদি, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা রিপন, মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুন নাহার, মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আলফাতুন নেছা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোসা. মুসলিম বেগম বেলী, মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক মোসা. আয়সা খাতুন মুক্তি, রাজপাড়া থানা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল আমিন টুনু, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আবু বকর কিনু, মহানগর মহিলা দলের সাবেক সহসভাপতি মোসা. শাহানাজ বেগম শিখা, শাহামুখদুম থানা যুবদলের সাবেক সভাপতি বেলাল আহম্মেদ এবং নাটোর জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি মহুয়া পারভিন লিপি।

তালিকায় সিলেট বিভাগের নেতাদের মধ্যে রয়েছেন— সিলেট জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি এস এফ এ এম শাহজাহান, মাধবপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুজ আজিজ, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আ স ম আফজাল আলী রুস্তম, মাধবপুর উপজেলার সাবেক তথ্য ও গবেষণাবিয়ষক সম্পাদক মো. এখলাছুজ্জামান ভূইয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য নুরুল হক আফিন্দী ও কৃষক দল কেন্দ্রীয় সংসদরে সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা বিএনপি সাবেক সদস্য আরিফুল ইসলাম জুয়েল, দিরাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. গোলাপ মিয়া ও সাবেক মহিলাবিষয়ক সম্পাদক ছুবি চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. সাইফুর রহমান, শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আব্দুল মজিদ, শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকার, তাহেরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবুল কাশেম ও মধ্যনগর উপজেলার বংশীকুন্ডু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ।

দলে ফেরা চট্টগ্রাম বিভাগের নেতাদের মধ্যে রয়েছেন— চট্টগ্রাম দক্ষিণ জেলার আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম, কক্সবাজার পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি আবছার কামাল, পৌর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান সরোয়ার টিপু, রাঙ্গামাটি পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহজাহান মোল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা ফারুক আহম্মেদ।

বরিশাল বিভাগের নেতাদের মধ্যে রয়েছেন— পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ আলী হাওলাদার ও সাবেক সদস্য মোসা. হাসিনা বেগম, একই উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ভোলার দৌলতখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পদাক মো. নাজিম উদ্দিন হাওলাদারক, মির্জাগঞ্জ উপজেলার ৩ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাদা, পিরোজপুরের জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার ও বরগুনার বেতাগী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক দুলাল।

দলে ফেরা ঢাকা বিভাগের নেতারা হলেন— গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব নাজমুল ফকির, গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সদস্য মো. মনিরুজ্জামান মনির, গাজীপুর মহানগরের ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. মোবারক হোসেন মিলন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য মো. শাফী খান, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের সাবেক সদস্য মো. মাহবুবুর রহমান বাচ্চু ও কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য ফয়েজ আহমেদ লিটন, ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ বেপারী ও কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিয়ার তালুকদার ও চরভদ্রাসন উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. জানে আলম।

এর বাইরে শেরপুর জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. এমদাদুল হক মাস্টারকেও দলে ফিরিয়েছে বিএনপি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

কেরানীগঞ্জ–সাভার আসন: এনসিপির মনোনয়নপ্রত্যাশী ৫

এই পাঁচ নেতার প্রত্যেকেই বিশ্বাস করেন, দল তাকেই আগামী জাতীয় নির্বাচনে শাপলা কলি প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে। শুধু তাই নয়, মনোনয়ন পেলে এ আসনে এনসিপির হয়ে জয় ছিনিয়ে আনার বিষয়েও তারা আত্মবিশ্বাসী।

১৩ ঘণ্টা আগে

নির্বাচনের আগে গণভোটের দাবিতে অনড় ৮ দল, নতুন কর্মসূচি ঘোষণা

ঘোষিত কর্মসূচি অনুসারে—৩০ নভেম্বরের সমাবেশ হবে রংপুরে। ১ ডিসেম্বরের সমাবেশ হবে রাজশাহীতে। এই ধারাবাহিকতায় ২ ডিসেম্বর খুলনায়, ৩ ডিসেম্বর বরিশালে, ৪ ডিসেম্বর ময়মনসিংহে, ৫ ডিসেম্বর সিলেটে ও ৬ ডিসেম্বর চট্টগ্রামে অন্য সমাবেশগুলো অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে ৮ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

১ দিন আগে

১৪ বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান মুকুল, সাবেক সদস্য শওকত হাসেম শকু, ২০ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ও মহানগর বিএনপি’র সাবেক সদস্য মো. গোলাম নবী মুরাদের

১ দিন আগে

নির্বাচন বানচাল করতে ভারতে বসে ষড়যন্ত্র করছে : আমানউল্লাহ আমান

তিনি বলেন, ‘আজকে যারা ফ্যাসিস্ট, যারা খুনি তাদের বিচার শুরু হয়েছে। আপনারা দেখেছেন তারা কিভাবে চৌধুরী আলম, ইলিয়াস আলীর মতো নেতাদের গুম করেছে, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। এসব হত্যার বিচার সঠিক সময়ে হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে সেদিনকার অবৈধ প্রধানমন্ত্রী, খুনি প্রধানমন্ত্রী

১ দিন আগে