নিজের সই করা সনদ নিজেই লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা: সালাহউদ্দিন

ডেস্ক, রাজনীতি ডটকম
সালাহউদ্দিন আহমদ। ছবি: ফেসবুক থেকে

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার ভাষণের মধ্য দিয়ে নিজের সই করা জুলাই সনদ নিজেই লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পরপরই তিনি বিবিসি বাংলাকে এমন প্রতিক্রিয়া দেন। তবে জুলাই সনদ লঙ্ঘন কীভাবে হয়েছে— এর কোনো ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে দেননি তিনি।

সালাহউদ্দিন আহমদ জানান, দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপের পর সন্ধ্যা নাগাদ বিএনপির দলীয় প্রতিক্রিয়া জানা যাবে।

এর আগে দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, চারটি প্রস্তাব নিয়ে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদের গণভোট হবে।

গণভোটে ইতিবাচক রায় এলে সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়েই সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যারা ১৮০ দিনের মধ্যে জুলাই সনদের সংবিধান সংস্কারবিষয়ক প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে।

জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক আটটি দল জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি করলেও প্রথম থেকেই জাতীয় নির্বাচনের দিন গণভোট চেয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার ভাষণে বিএনপির সে চাওয়া পূরণ হয়েছে।

অন্যদিকে জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো শুরু থেকেই সংসদে উচ্চকক্ষ ও তাতে নিম্নকক্ষে দলগুলোর পাওয়া ভোটের শতাংশের অনুপাত তথা পিআর পদ্ধতি প্রবর্তনের দাবি জানিয়ে আসছে। বিএনপি উচ্চকক্ষে নিমরাজি হলেও পিআর পদ্ধতির বিরোধিতা করে আসছিল। এ নিয়ে তারা জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতও দিয়েছে।

‘নোট অব ডিসেন্ট’ থাকা সত্ত্বেও জুলাই সনদের মাধ্যমে পিআর পদ্ধতির প্রবর্তন হলে তা প্রতারণামূলক হবে বলে এর আগে জানিয়েছে বিএনপি। এ ছাড়া ঐকমত্য কমিশনে কখনো আলোচনা না হলেও জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে বিধান রাখা হয়েছে, তারও বিরোধিতা করে আসছে দলটি।

ঐকমত্য কমিশনের সনদ বাস্তবায়নের সুপারিশেও এ বিষয়গুলো ছিল। বিএনপির ভাষ্য, জুলাই সনদের যে ভাষ্যে তারা সই করেছে তা থেকে বিচ্যুত হয়ে ঐকমত্য কমিশন সনদ বাস্তবায়নের আদেশের খসড়া তৈরি করেছে। অন্তর্বর্তী সরকারের জারি করা আদেশেও এ বিষয়গুলো থাকায় বিএনপি বিরোধিতা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এমন একটা সংসদ চাই যেখানে প্রশংসার স্তুতিবাক্য থাকবে না: সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ বলেন, সামনে আর কোন গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আমরা এমন একটি জাতীয় সংসদ বিনির্মাণ করতে চাই,যে সংসদে আর শুধু নৃত্যগীত হবেনা, সেই সংসদে মানুষের কথা বলা হবে, সেখানে কোন রকম সন্ত্রাসীদের জায়গা হবে না। সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে এবং এদেশের গণতান্ত্রিক অধিকারের কথা ব

১৪ ঘণ্টা আগে

আ.লীগ আমলে এমপি নির্বাচিত একরামুজ্জামানকে দলে ফেরাল বিএনপি

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করার তথ্য জানানো হয়।

১৫ ঘণ্টা আগে

এবারের নির্বাচন দেশকে ৫০ বছর এগিয়ে নেবে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। তবে আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ দল ‘না’ এর পক্ষে কথা তুলছে। তবে আমরা বলতে চাই গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আপনারা যদি আমাদের ভোট নাও দেন, তবুও আমাদের অনুরোধ থাকবে আপনারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।

১৬ ঘণ্টা আগে

রাজনীতিবিদেরা জবাবদিহিতায় থাকলে দেশের গণতন্ত্র বেশি শক্তিশালী হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাজনীতিবিদেরা যত বেশি জবাবদিহির আওতায় থাকবেন, দেশের গণতন্ত্র তত বেশি শক্তিশালী হবে। সরকার ও রাজনৈতিক দলকে পার্লামেন্টারি কমিটি, সিভিল সোসাইটি এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।’

১৬ ঘণ্টা আগে