
প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি সংসদীয় আসনে আগে থেকে মনোনীত বিকল্প প্রার্থীরাই দলের চূড়ান্ত প্রার্থী বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী হওয়ার কথা ছিল। তবে তার অসুস্থতার কারণে দল আগেই এসব আসনে বিকল্প প্রার্থী মনোনয়ন দেয়। ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিকল্প প্রার্থী করা হয়। খালেদা জিয়ার মৃত্যুর পর এসব আসনে তারাই বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা বা প্রার্থী নিয়ে কোনো আইনি জটিলতা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার মনোনয়নপত্র স্বাভাবিকভাবেই বাতিল হবে। তার তিনটি আসনে যে বিকল্প প্রার্থী রয়েছেন, তাদের মনোনয়নপত্র বৈধ হলে তারাই প্রার্থী হবেন। এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া।
নির্বাচন স্থগিত বা পেছানোর বিষয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন স্থগিত বা বাতিলের কোনো আইনি সুযোগ নেই। মনোনয়ন বৈধতা ও প্রতীক বরাদ্দের পর এমন ঘটনা ঘটলে আইনি জটিলতা তৈরি হতে পারত। কিন্তু মনোনয়ন বৈধ হওয়ার আগেই তার মৃত্যু হওয়ায় সে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি।
দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান একজন রাজনৈতিক নেতা এবং তাকে দৃঢ় মনোবলের অধিকারী হতে হবে। ব্যক্তিগত শোক থাকলেও দেশের ও জাতির স্বার্থে তাকে শক্ত অবস্থান নিতে হবে।

প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি সংসদীয় আসনে আগে থেকে মনোনীত বিকল্প প্রার্থীরাই দলের চূড়ান্ত প্রার্থী বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী হওয়ার কথা ছিল। তবে তার অসুস্থতার কারণে দল আগেই এসব আসনে বিকল্প প্রার্থী মনোনয়ন দেয়। ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিকল্প প্রার্থী করা হয়। খালেদা জিয়ার মৃত্যুর পর এসব আসনে তারাই বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা বা প্রার্থী নিয়ে কোনো আইনি জটিলতা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার মনোনয়নপত্র স্বাভাবিকভাবেই বাতিল হবে। তার তিনটি আসনে যে বিকল্প প্রার্থী রয়েছেন, তাদের মনোনয়নপত্র বৈধ হলে তারাই প্রার্থী হবেন। এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া।
নির্বাচন স্থগিত বা পেছানোর বিষয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন স্থগিত বা বাতিলের কোনো আইনি সুযোগ নেই। মনোনয়ন বৈধতা ও প্রতীক বরাদ্দের পর এমন ঘটনা ঘটলে আইনি জটিলতা তৈরি হতে পারত। কিন্তু মনোনয়ন বৈধ হওয়ার আগেই তার মৃত্যু হওয়ায় সে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি।
দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান একজন রাজনৈতিক নেতা এবং তাকে দৃঢ় মনোবলের অধিকারী হতে হবে। ব্যক্তিগত শোক থাকলেও দেশের ও জাতির স্বার্থে তাকে শক্ত অবস্থান নিতে হবে।

চিঠিতে নরেন্দ্র মোদি বলেন, ‘আপনার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মহামান্য বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত। আপনার এই অপূরণীয় ব্যক্তিগত ক্ষতিতে আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। তার আত্মা চিরশান্তিতে বিশ্রাম নিক— এ প্রার্থনা করি।’
১৭ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মুক্তি পেতে পারেন না বলে মনে করছে বিএনপি।
১ দিন আগে
খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
১ দিন আগে
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসহ মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে বিস্তৃত এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
১ দিন আগে