
প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে সিলেটে অবস্থান করছেন। সেখানে সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভার মাধ্যমে প্রচার শুরু করবেন তিনি।
এর আগে বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতেই দলের পক্ষ থেকেও এক ঝাঁক নতুন পরিকল্পনা ও ইশতেহারের রূপরেখা আনা শুরু করে বিএনপি। রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে নির্বাচনি ‘থিম সং’ উন্মোচন করেছে দলটি। এর উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
‘ভোট দিবেন কীসে, ধানের শীষে’, ‘সবার আগে বাংলাদেশ’সহ বিএনপির একাধিক নির্বাচনি স্লোগান যুক্ত করে গানের রূপ দেওয়া হয়েছে এই ‘থিম সং’-এ। দলটি বলছে, এবারের নির্বাচনে বিএনপির নির্বাচনি ইশতেহারের মূলভিত্তি হবে জিয়াউর রহমানের ‘১৯ দফা’ ও খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’।
উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বলেন, “পরমাণুতে যেমন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন থাকে এবং তাদের বন্ধন দৃঢ়, তেমনি আমরা এমন একটি রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি— ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’, যার প্রতীক হচ্ছে ‘ধানের শীষ’।”
তিনি বলেন, ‘ধানের শীষ’ নির্বাচনি প্রতীকের সীমা ছাড়িয়ে গ্রাম বাংলার প্রতীকে রূপ নিয়েছে। তবে নানা বিধিনিষেধ ও নিয়মের কারণে পাড়া-মহল্লায় আগের যে নির্বাচনি উৎসব, তা অনেকটাই কমে গেছে।
তবে সবাইকে নিয়ে এবার একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘নির্বাচনের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তা আবারও ফিরে আসবে।’
অনুষ্ঠানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমীন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে সিলেটে অবস্থান করছেন। সেখানে সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভার মাধ্যমে প্রচার শুরু করবেন তিনি।
এর আগে বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতেই দলের পক্ষ থেকেও এক ঝাঁক নতুন পরিকল্পনা ও ইশতেহারের রূপরেখা আনা শুরু করে বিএনপি। রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে নির্বাচনি ‘থিম সং’ উন্মোচন করেছে দলটি। এর উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
‘ভোট দিবেন কীসে, ধানের শীষে’, ‘সবার আগে বাংলাদেশ’সহ বিএনপির একাধিক নির্বাচনি স্লোগান যুক্ত করে গানের রূপ দেওয়া হয়েছে এই ‘থিম সং’-এ। দলটি বলছে, এবারের নির্বাচনে বিএনপির নির্বাচনি ইশতেহারের মূলভিত্তি হবে জিয়াউর রহমানের ‘১৯ দফা’ ও খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’।
উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বলেন, “পরমাণুতে যেমন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন থাকে এবং তাদের বন্ধন দৃঢ়, তেমনি আমরা এমন একটি রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি— ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’, যার প্রতীক হচ্ছে ‘ধানের শীষ’।”
তিনি বলেন, ‘ধানের শীষ’ নির্বাচনি প্রতীকের সীমা ছাড়িয়ে গ্রাম বাংলার প্রতীকে রূপ নিয়েছে। তবে নানা বিধিনিষেধ ও নিয়মের কারণে পাড়া-মহল্লায় আগের যে নির্বাচনি উৎসব, তা অনেকটাই কমে গেছে।
তবে সবাইকে নিয়ে এবার একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘নির্বাচনের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তা আবারও ফিরে আসবে।’
অনুষ্ঠানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমীন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে ভোটের প্রচার। এরই মধ্যে সব রাজনৈতিক দলই নিজেদের নির্বাচনি প্রচারের কৌশল নির্ধারণ করেছে। সব দলই প্রথম দিন থেকেই কোমড় বেঁধে নামবে প্রচারে।
৫ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ সফরসূচির বিষয়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষকে আগেই চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগে
এর আগেও শরিক দলের নেতাদের আসনে প্রার্থী হওয়ায় ১৩ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করেছিল বিএনপি। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া ২৯৮ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা পর্যালোচনায় অবশ্য ৭৯টি আসনে বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’ পাওয়া গেছে ৯২ জন।
১৭ ঘণ্টা আগে
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রাতে সাংবাদিকদের বলেন, বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে অংশ নিতে তারেক রহমান সিলেট পৌঁছেছেন। তিনি হয়রত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন।
১৮ ঘণ্টা আগে