ফিরোজার উদ্দেশে খালেদা জিয়া, বিভিন্ন সড়কে বিএনপি নেতাকর্মী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। তিনি ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল বিমান বন্দরে অবতরণ করেছে।

আজ মঙ্গলবার সকাল প্রায় পৌনে এগারটায় এই বিমানটি অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ২০ মিনিটে নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি।

দেখা গেছে, নিজের দীর্ঘদিনের নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে বসেছেন খালেদা জিয়া। আর তার পেছনে রয়েছেন দুই ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক রহমানের স্ত্রী এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী।

বিএনপির নেতাকর্মীরা তাদের নেত্রীকে স্বাগত জানাতে বিমান বন্দরের দুই রাস্তার পাশের ফুটপাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও পতাকা নিয়ে অবস্থান করছেন।

চিকিৎসা শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া, বিমানবন্দরের সড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

সেনাবাহিনীর সদস্যদের রাস্তায় শৃঙ্খলা বজায় ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছেন। এছাড়া পুলিশকে রাস্তায় যাতে জনসমাগম না হয় সে কারণে ব্যস্ত থাকতে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে। তবে ফুটপাতে থাকছেন না বিএনপি নেতাকর্মীরা। রাস্তায়ও তাদের দাঁড়াতে দেখা গেছে।

এদিকে, গতকাল সোমবারই ডিএমপি বড় ধরনের যানজট এড়াতে বিমান বন্দরের সড়ক পরিহার করতে অনুরোধ জানিয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে: ফখরুল

মির্জা ফখরুল বলেন, ‘হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি পরিষ্কার নয়। বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে। সেখানে সিদ্ধান্ত হবে পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে হবে।’

১১ ঘণ্টা আগে

মামলা থেকে মির্জা আব্বাস দম্পতিকে অব্যাহতি

১১ ঘণ্টা আগে

বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ সারজিস, বললেন কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব

সারজিস আলম বলেন, এক দিন হইত, দুই দিন হইত কিচ্ছু বলতাম না। তিন দিনের তিন দিনই এটা হইছে। যারা এটা করছে, তারা হচ্ছে রাজনৈতিক... (প্রকাশ অযোগ্য শব্দ)। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।

১ দিন আগে

৫ দাবিতে ৩য় দফায় কর্মসূচি ঘোষণা জামায়াতের

নতুন ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) মানববন্ধন হবে ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে। পরদিন বুধবার (১৫ অক্টোবর) একই কর্মসূচি পালন করা হবে দেশের সব জেলা সদরে।

১ দিন আগে