রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার রংপুরে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে মোনাজাত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ

জুলাই অভ্যুত্থানে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছান তিনি। কবর জিয়ারতের পর আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারেক রহমান।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনসহ রংপুর জেলা নেতারা উপস্থিত ছিলেন।

আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ
আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ

পরে এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের চেয়ারম্যান তারেক রহমান জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন এবং তার বিদেহী আত্মর মাগফেরাত কামনা করে দোয়া করেছেন।’

তিনি আরও বলেন, ‘আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানানো আজ দেশের সব মানুষের দায়িত্ব ও কর্তব্যই শুধু নয়, আবু সাঈদ শিখিয়েছেন, কীভাবে স্বৈরাচারের বিরুদ্ধে বুক উঁচিয়ে দাঁড়াতে হয়। কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলির মুখে দাঁড়িয়ে প্রতিরোধ গড়তে হয়, সেই শিক্ষাও আবু সাঈদ শিখিয়ে গেছেন।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নারীরা কখনো দলীয় প্রধান হতে পারবেন না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীতে কখনোই নারী নেতৃত্ব আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দলীয় কোনো সিদ্ধান্ত নয়, বরং আল্লাহর দেওয়া বিধান অনুযায়ীই এই নীতি জামায়াতে ইসলামী অনুসরণ করছে।

১ দিন আগে

যে ফল সন্ধ্যার মধ্যে পাওয়া যেত, এবার ২-৩ দিন লাগবে কেন: প্রশ্ন মির্জা আব্বাসের

মির্জা আব্বাস পরামর্শ দিয়ে বলেন, ‘বাবারা নির্বাচন করো, ভোট চাও, দেশের জন্য কী করেছো এবং ভবিষ্যতে কী করবে সেটা বলো। আমার জন্য তুমি কোথা থেকে এসেছো তা গুরুত্বপূর্ণ নয়। অন্যের গীবত গেয়ে সময় নষ্ট করো না, এটি গুনাহ।’

১ দিন আগে

তিন মন্ত্রণালয়কে দুর্নীতি থেকে বাঁচাতে আমরা ছেড়ে যাইনি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, 'দু-একজন নেতা এখন বলছেন, আমরা এত অসৎ ছিলাম, আপনারা সৎ ছিলেন তো কেন ছেড়ে গেলেন না? আমরা ছেড়ে যাইনি যাতে অন্তত তিনটি মন্ত্রণালয় দুর্নীতির হাত থেকে রক্ষা পায়।'

১ দিন আগে

দলের নামের শেষে ‘ইসলাম’ থাকলেই ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন

বিগত কয়েকদিনে বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ ঘটনাগুলোকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে মিটিং-মিছিল করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা যেন এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।’

১ দিন আগে