'ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অনেক বিতর্ক এড়ানো সম্ভব'

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ১২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,‘জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হলে অনেক বিতর্ক এড়িয়ে যাওয়া সম্ভব। বিএনপি সেটিই চায়।’ আজ বুধবার দুপুরে তিনি চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বর্তমানে দেশে অচলাবস্থার সৃষ্টি করতে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রচলিত পদ্ধতিতেই করতে হবে।’

পিআর পদ্ধতির দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘পিআর পদ্ধতি এদেশে আগে কখনও ছিল না। এর ভালোমন্দ নেপালের দিকে দেখলে বোঝা যায়। সেখানে ১০ বছরে ১০টি সরকার এসেছে। যারা এ দাবি করছে, জনগণ যদি দাবি মেনে আগামীতে তাদের বিজয়ী করে তখন তারা এ পদ্ধতির বাস্তবায়ন করতে পারবে।’

জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব সম্পর্কে দুদু বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের মূল দল জাতীয় নির্বাচনেও ভালো করবে এমন নাও হতে পারে। এ ধরনের দৃষ্টান্ত ইতিপূর্বে দেখা যায়নি।’

চুয়াডাঙ্গার দু’টি আসনে বিএনপির বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ অঞ্চলের মানুষ বরাবরই ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। আগামীতেও এ দু’টি আসনে ধানের শীষের প্রার্থীরা জিতবে বলে আমি বিশ্বাস করি।’

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘চুয়াডাঙ্গা অঞ্চল কৃষি প্রধান এলাকা। আগামীতে এ অঞ্চলে কৃষি নির্ভর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হলে সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এমপি যেই হোক এ জেলার সার্বিক উন্নয়নে উদ্যোগ নেয়া হবে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

হেফাজত আমিরের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

১ দিন আগে

হঠাৎ জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে

এনসিপির মধ্যে বাম বলয় ও ইসলামপন্থি অংশের মধ্যে সম্প্রতি বেশ কিছু ইস্যুতে মতবিরোধ তৈরি হয়েছে। এরমধ্যে একটি ইস্যু ছিল বিশ্ববিদ্যালগুলোর ছাত্র সংসদ নির্বাচন।

১ দিন আগে

নতুন করে হাতে ভোট গণনা চেয়ে আবেদন উমামার

আবেদনে উমামা লিখেছেন, নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইয়ের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোটগণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।

২ দিন আগে

রাজপথ নয়, এখন সময় জনগণের মালিকানা বুঝিয়ে দেওয়ার : আমীর খসরু

গণতন্ত্র টিকিয়ে রাখতে দলগুলোকে জনসমর্থন নিয়েই কার্যক্রম চালাতে হবে বলে জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘আমরা বোধ হয় রাজপথের পর্ব শেষ করেছি, এখন জনগণের কাছে মালিকানা ফেরানোর সময়। প্রতিটি রাজনৈতিক দলকেই জনগণের কাছে নিজ দলের ম্যান্ডেট নিতে হবে।’

২ দিন আগে