ফ্লাইট সিলেটে, ১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১০: ৩৯
তারেক রহমান

দীর্ঘ ৯ ঘণ্টার যাত্রা শেষে লন্ডন থেকে রওয়ানা দেওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইট অবতরণ করেছে সিলেটে। এর মধ্য দিয়ে তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের অপেক্ষারও অবসান ঘটেছে। এই ফ্লাইটেরই যাত্রী বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১৭ বছর পর পা রেখেছেন দেশের মাটিতে।

এবার যাত্রাবিরতি শেষে ঢাকার পথে রওয়ানা দেওয়ার পালা। সেখানে সারা দেশ থেকে আসা বিএনপির হাজার হাজার নেতাকর্মী তাকে বরণ করে নেওয়ার অপেক্ষায়। এ যাত্রায় তার সঙ্গী স্ত্রী ডা. জুবায়দা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতি শেষে এটি ঢাকার পথে রওয়ানা হবে। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে দুপুর পৌনে ১২টায়।

বিমানের ফ্লাইটটি সিলেটে অবতরণ করলে তারেক রহমান তার ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট দিয়েছেন। নিজের একটি সেলফি আর তাকে নিয়ে তোলা স্ত্রী জুবাইদা রহমানের তোলা একটি সেলফি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’

বিমানের ফ্লাইটটি বাংলাদেশের আকাশসীমায় পৌঁছানোর পরও স্ট্যাটাস দিয়েছিলেন তারেক রহমান। বিমানের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা অবস্থার ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে।’

বিমান ও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ফ্লাইটটি সিলেটে এক ঘণ্টার একটি যাত্রাবিরতি নেবে। সিলেটে যাত্রা বিরতির পর বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে। ঢাকায় নেমে একাধিক কর্মসূচি আছে তার।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ঠাঁই নেই ৩শ' ফুটে, নেতাকে বরণ করতে অগণিত মানুষের উপস্থিতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে দেশের পথে রয়েছেন। বাংলাদেশ বিমানের লন্ডন-ঢাকা ফ্লাইটে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্ররো বিমান বন্দর ছেড়েছেন তিনি। ঢাকায় পৌঁছানোর নির্ধারিত হচ্ছে সময় বেলা ১১টা ৫৫ মিনিটে।

২ ঘণ্টা আগে

তারেক রহমানের বিস্ময়কর রাজনৈতিক অভিযাত্রা

খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বী হয়ে বাংলাদেশে নিজের অবস্থান পাকাপোক্ত করেছে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভালোবাসা পেয়েছে, শহুরে মধ্যবিত্ত জনগোষ্ঠীর আস্থা অর্জন করেছে, ব্যবসা-বাণিজ্য বিনিয়োগবান্ধব দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

৪ ঘণ্টা আগে

দেশের পথে তারেক রহমান

এর আগে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে স্ত্রী-কন্যাকে নিয়ে রওয়ানা হন তারেক রহমান। কিছু সময়ের মধ্যেই তারা বিমানবন্দরে পৌঁছান। সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে এখন রয়েছেন দেশের পথে।

১৩ ঘণ্টা আগে

ফিরছেন তারেক রহমান, উৎসবের আবহে বরণের প্রস্তুতি বিএনপির

বিএনপির সূত্র জানিয়েছে, বাংলাদেশ সময় আজ রাত সোয়া ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। তাদের বহনকারী ফ্লাইটটি আগামীকাল বেলা ১১টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। অবত

১৩ ঘণ্টা আগে