জনগণের বিকল্প শক্তি গড়ে তুলতে পারলে মানবমুক্তি সম্ভব : মেনন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের বিদ্যমান আর্থ-সামাজিক রাজনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য বামপন্থীদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে জনগণের বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। কমরেড অমল সেনের জীবন থেকেই এই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। কমরেড অমল সেন এর জীবনাদর্শ থেকেই তরুণ প্রজনোর রাজনৈতিক নেতা-কর্মীরা এই শিক্ষা নিলে দেশের বিদ্যমান বুর্জোয়া রাজনৈতিক বলয়ের বিপরীতে জনগণের বাম-বিকল্প গড়ে উঠবে। বাংলাদেশের রাজনীতি নিয়ে সাম্রাজ্যবাদী শক্তিদের সকল চক্রান্ত মোকাবেলা করতে সকল বাম-গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

বুধবার অমল সেনের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তোপখানা রোডের শহীদ আসাদ মিলনায়তনে স্থাপিত অমল সেনের প্রতিকৃতিতে মাল্যদান শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় আরো বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আবদুস সবুর, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক প্রমুখ।

সভা পরিচালনা করেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান।

সভার শুরুতে অমল সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ধর্ম-বর্ণ নির্বিশেষে বিএনপি সবার দল: এমরান সালেহ প্রিন্স

সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে জনগণ একে অপরের ধর্মীয় ও সামাজিক উৎসবে অংশ নেয়- এটাই বাংলাদেশি জাতির ঐতিহ্য।’ তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এই ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘এর মধ্যেই নিহিত রয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন।’

১ দিন আগে

এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নেবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

বৈঠক শেষে পাটওয়ারী বলেন, তারা (ইসি) যেহেতু ব্যাখ্যা দিতে পারেনি, এখন আমরা প্রতীক প্রশ্নে নেই। আমরা মনে করেছি প্রতীক প্রশ্নে তাদের ওপর অন্য কিছু বিরাজ করছে। অথবা প্রতীক সামনে রেখে অন্য কোনো ষড়যন্ত্র করছে। আমরা মনে করি এই মাসের মধ্যেই এটা জাতির সামনে স্পষ্ট হবে।

১ দিন আগে

বেগম খালেদা জিয়া কখনোই সেফ এক্সিট চাননি : রিজভী

অন্তর্বর্তীকালীন সরকারের যেসব কাজের সমালোচনা করার আছে, আমরা তা করব। তবে তাদের ভালো দিকও তুলে ধরব। আমরা চাই না সরকার ব্যর্থ হোক, বরং দায়িত্বশীলভাবে দেশ পরিচালনা করুক। কেউ যদি দুর্নীতি বা অপরাধে জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

১ দিন আগে

অপশক্তির চক্রান্ত প্রতিহত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান তারেক রহমানের

তারেক রহমান বলেন, ‘গণতন্ত্র মানে কেবল নির্বাচন নয়; এটি মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করার নাম। শহীদ জেহাদের আত্মত্যাগ আমাদেরকে প্রেরণা দিতে হবে দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত করতে এবং গণতন্ত্রকে দৃঢ় ভিত্তিতে পুনঃপ্রতিষ্ঠা করতে।’

১ দিন আগে