কালো টাকা ও পেশী শক্তি দিয়ে ভোটের বাক্স ভরা যাবে না: সাইফুল হক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার কারওয়ান বাজারে প্রচার সভার মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করেছেন সাইফুল হক। ছবি: সংগৃহীত

কালো টাকা ও পেশী শক্তির মাধ্যমে কেউ কেউ ভোটের বাক্স ভরার পরিকল্পনা করছেন বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত কোদাল মার্কার এই প্রার্থী বলেছেন, এ রকম প্রার্থীদের ভোটাররা প্রত্যাখ্যান করবেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনি প্রচারের সূচনায় রাজধানীর কারওয়ান বাজারে প্রগতি ভবনের সামনে প্রচার সভায় এসব কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, যারা কালো টাকা ও পেশী শক্তি দিয়ে ভোটের বাক্স ভরতে চান, তারা সেসব দিনের কথা ভুলে যান। যারা মাস্তানি ও চাঁদাবাজি করে, তাদের ঢাকা-১২ আসনের জনগণ প্রত্যাখ্যান করবেন। ইনশাল্লাহ তারেক রহমানের ভালোবাসা ও কোদাল মার্কা নিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হব।

তিনি আরও বলেন, খুব অল্পদিন হলো আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন দেশনেত্রী খালেদা জিয়া। সন্ত্রাসীদের গুলিতে নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির। এখানে গুম হয়েছেন সাজেদুল ইসলাম সুমনসহ অনেকেই। নির্মম হত্যার শিকার হয়েছেন কাজী আব্দুর রহমান, মামা খোকন, বাবলু, ফারুক, বিপ্লবসহ অনেকে। আমরা তাদের কাউকে ভুলব না।

ভোটে জিতলে সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন সাইফুল হক। বলেন, ঢাকা-১২ আসনের জনগণ যদি আমাকে নির্বাচিত কর, আমি প্রতি মাসে প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে গণশুনানি করব। মানুষের সুখ, দুঃখের কথা নিজের কানে শুনব। তৃণমূূল থেকে সর্বোচ্চ পর্যন্ত প্রতিকারের জন্য কাজ করব।

তিনি আরও বলেন, ঢাকা-১২ সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের কবলে পড়ে তার মূল সৌন্দর্য হারিয়ে ফেলেছে। অথচ এখানে আন্তর্জাতিক মানের হাতিরঝিল রয়েছে, শহিদ জিয়া ও খালেদা জিয়ার সমাধি রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে জাতীয় সংসদ ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এ আসনে তারেক রহমান আমার ওপর আস্থা রেখেছেন। আমি জনগণকে নিয়ে তাকে ঢাকা-১২ উপহার দেবো ইনশাল্লাহ।

বৃহস্পতিবার দুপুর ২টায় কাওরান বাজারের প্রগতি টাওয়ারের সামনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল হক। এ আসনের অন্তর্ভুক্ত তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা, হাতিরঝিল থানা ও শেরে বাংলা নগর থানার সব ওয়ার্ড ও ইউনিট বিএনপির নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা প্রচার সভায় উপস্থিত ছিলেন।

ঢাকা-১২ আসনে সাইফুল হকের নির্বাচনের প্রধান সমন্বয়কারী সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ার এ সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর বিএনপির সদস্য এল রহমান।

এ আসনে নির্বাচনের যুগ্ম সমন্বয়কারী আকবর খান, তেজগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ, ঢাকা মহানগর বিএনপির সদস্য মোজাম্মেল হোসেন সেলিম, নুরুল হক নুরু, রাহিমি, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা তামান্না, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মিরাজ উদ্দিন হায়দার আরজু, তেজগাঁও শিল্পাঞ্চল থানার আহ্বায়ক আইনুল ইসলাম চঞ্চল, শেরে বাংলানগর থানার আহ্বায়ক নাইম, বিএনপি নেতা তসলিমা রিতা, নারীনেত্রী বহ্নি শিখা জামালী, সাবেক শ্রমিক নেতা মাহমুদুল আলম মন্টু, তোফায়েল আহমেদ, আমজাদ হোসেন, হাফিজ রহমান কবির, কাজী মজিবর রহমান, মো. মঞ্জুর হোসেন ঈসাসহ অন্যরা সভায় উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি প্রচার মিছিল কারওয়ান বাজার, নাখালপাড়া হয়ে নাবিস্কো মোড়ে শেষ হয়। হজরত আম্বর শাহ (রহ.)-এর মাজার জিয়ারত করে প্রথম নির্বাচনি প্রচার অনুষ্ঠানে অংশ নেন সাইফুল হক।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

উন্নয়নের নামে জনগণের সম্পদ লুট করে পাচার করা হয়েছে: তারেক রহমান

ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও স্থানীয় কমিউনিটি পর্যায়ে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করা ছাড়া প্রকৃত নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব নয়।

৭ ঘণ্টা আগে

নেতাকর্মীদের অপেক্ষার অবসান, জনসভার মঞ্চে তারেক রহমান

সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ আলিয়া মাদরাসা মাঠ ছিল তারেক রহমানের অপেক্ষায়। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।

৮ ঘণ্টা আগে

বিএনপির নির্বাচনি ‘থিম সং’ প্রকাশ

এর আগে বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতেই দলের পক্ষ থেকেও এক ঝাঁক নতুন পরিকল্পনা ও ইশতেহারের রূপরেখা আনা শুরু করেছে বিএনপি।

৮ ঘণ্টা আগে

মিরপুরে জনসভার মাধ্যমে জামায়াত আমিরের নির্বাচনি প্রচার শুরু

মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুল মাঠে জনসভার মাধ্যমে তিনি এই প্রচারণার সূচনা করবেন। এরপর পর্যায়ক্রমে ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সফর করবেন জামায়াত আমির।

৯ ঘণ্টা আগে