জিতলেন মেনন, হারলেন ইনু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২১: ১১
রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু

১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে বরিশাল-২ আসন থেকে জয়ী হয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। অন্যদিকে জোটের প্রার্থী হয়েও কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কাছে পরাজিত হয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

রোববার বেসরকারি ফলাফলে দেখা যায়, বরিশাল-২ আসনে নৌকা প্রতীক নিয়ে এক লাখ ২২ হাজার ১৭৫ ভোট পেয়ে বিজয়ী হন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শের-ই-বাংলা একে ফজলুল হকের নাতি এ কে ফাইয়াজুল হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৩৯৭ ভোট পেয়েছেন।

অন্যদিকে কুষ্টিয়া-২ আসনে নৌকা প্রতীক নিয়ে ৩৬ হাজার ৭৩১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ট্রাক প্রতীক নিয়ে ৪১ হাজার ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন কামারুল আরেফিন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ধর্ম-বর্ণ নির্বিশেষে বিএনপি সবার দল: এমরান সালেহ প্রিন্স

সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে জনগণ একে অপরের ধর্মীয় ও সামাজিক উৎসবে অংশ নেয়- এটাই বাংলাদেশি জাতির ঐতিহ্য।’ তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এই ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘এর মধ্যেই নিহিত রয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন।’

১ দিন আগে

এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নেবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

বৈঠক শেষে পাটওয়ারী বলেন, তারা (ইসি) যেহেতু ব্যাখ্যা দিতে পারেনি, এখন আমরা প্রতীক প্রশ্নে নেই। আমরা মনে করেছি প্রতীক প্রশ্নে তাদের ওপর অন্য কিছু বিরাজ করছে। অথবা প্রতীক সামনে রেখে অন্য কোনো ষড়যন্ত্র করছে। আমরা মনে করি এই মাসের মধ্যেই এটা জাতির সামনে স্পষ্ট হবে।

১ দিন আগে

বেগম খালেদা জিয়া কখনোই সেফ এক্সিট চাননি : রিজভী

অন্তর্বর্তীকালীন সরকারের যেসব কাজের সমালোচনা করার আছে, আমরা তা করব। তবে তাদের ভালো দিকও তুলে ধরব। আমরা চাই না সরকার ব্যর্থ হোক, বরং দায়িত্বশীলভাবে দেশ পরিচালনা করুক। কেউ যদি দুর্নীতি বা অপরাধে জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

১ দিন আগে

অপশক্তির চক্রান্ত প্রতিহত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান তারেক রহমানের

তারেক রহমান বলেন, ‘গণতন্ত্র মানে কেবল নির্বাচন নয়; এটি মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করার নাম। শহীদ জেহাদের আত্মত্যাগ আমাদেরকে প্রেরণা দিতে হবে দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত করতে এবং গণতন্ত্রকে দৃঢ় ভিত্তিতে পুনঃপ্রতিষ্ঠা করতে।’

১ দিন আগে