‘কোন জনতা কিসের জন্য মব ক্রিয়েট করে, আপনাদেরও দেখতে হবে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার কোস্ট গার্ড দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ছবি: মন্ত্রণালয়

দেশের বিভিন্ন স্থানে ‘মবে’র বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘কোন জনতা কিসের জন্য মব ক্রিয়েট করে, ওগুলো আপনাদেরও দেখতে হবে।’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্ট গার্ড দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অপারেশন ‘ডেভিল হান্ট’ চলমান থাকতেও কেন সরকার ‘মব’ নিয়ন্ত্রণ করতে পারছে না— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা সব জনতাকেই নিয়ন্ত্রণ করতে পারছি। শুধু এক ধরনের না, বিভিন্ন ধরনের জনতা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি (ক্রিয়েট) করছে। সব জনতাকেই নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের।’

এ সময় উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের দেশকে ভালোবাসতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশের লাভকে দেখতে হবে।’

Adviser-To-Home-Ministry-Jahangir-Alam-At-Coast-Guard-Program-02-Photo-17-02-2025

কোস্ট গার্ড দিবসের অনুষ্ঠানে স্যালুট গ্রহণ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: মন্ত্রণালয়

দুর্নীতির বিরুদ্ধে সরকারের স্পষ্ট অবস্থান রয়েছে উল্লেখ করে সরকারও কোনো দুর্নীতি করে থাকলে তা প্রকাশ করে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, দুর্নীতি সব জায়গায গ্রাস করে নিয়েছে। দুর্নীতি কীভাবে কমানো যায়, সেটা দেখতে হবে। দুর্নীতি কামানো গেলে সব খাতে উন্নতি হবে। আমরা চেষ্টা করছি। গত ছয় মাসে দুর্নীতি অনেক কমেছে। তারপরও এটা সহনীয় পর্যায়ে আসেনি। দুর্নীতি আরও কমাতে হবে। যদি আমরাও দুর্নীতি করে থাকি, প্রকাশ করে দেন।

এর আগে উপদেষ্টা কোস্ট গার্ড দিবসের অনুষ্ঠানে কোস্ট গার্ডের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা নিজেদের জীবন বিপন্ন করে দেশের অভ্যন্তরীণ নৌ পথের নিরাপত্তা নিশ্চিত করাসহ যাবতীয় অবৈধ কার্যক্রম, মাদকদ্রব্য প্রতিরোধ, অস্ত্র ও মানব পাচার, অবৈধ চোরাচালান, জলদস্যুতা, অবৈধ মৎস্য আহরণ রোধসহ অন্যান্য অপরাধ কার্যক্রম প্রতিহত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে

Adviser-To-Home-Ministry-Jahangir-Alam-At-Coast-Guard-Program-01-Photo-17-02-2025

বক্তব্যে কোস্ট গার্ডের ভূয়সী প্রশংসা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: মন্ত্রণালয়

উপদেষ্টা আরও বলেন, উপকূলীয় এলাকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণ, মৎস্যজীবী ও নৌ যান মালিকদের সচেতনতা বাড়ানোসহ বিভিন্ন জনসচেতনতামূলক কাজে এ বাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। সব মিলিয়ে কোস্ট গার্ড উপকূলীয় এলাকার জনগণ তথা দেশের গণমানুষের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে কোস্ট গার্ডের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর অডিও-ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। পরে কর্মদক্ষতা ও বিশেষ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদকে ভূষিত করা হয়।

উপদেষ্টা এ সময় দেশের সার্বভৌমত্ব, সমুদ্র ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কোস্ট গার্ডের প্রতিটি সদস্যকে সততা, দেশপ্রেম, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে ব্রতী হওয়ার আহ্বান জানান। কোস্ট গার্ডের যে সব সদস্য কর্মদক্ষতা ও বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন, তাদের আন্তরিক অভিবাদন জানান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনী ট্রেন লাইনে উঠে গেছে : মির্জা ফখরুল

তিনি বলেন, ‘অপশক্তি জনতার প্রতিরোধে এক বছর আগে পালিয়ে গেছে। মনে হচ্ছে এখন আমরা স্বাধীন। হাসিনার শাসনামলে আমরা বাড়িতে থাকতে পারিনি, ঘরে ঘুমাতে পারিনি। দেশে একটা বিভীষিকাময় পরিবেশ ছিল। হাসিনার পলায়নের মাধ্যমে মনে হচ্ছে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠি

১ দিন আগে

জাপার সমাবেশ ঘিরে উত্তেজনা, টিয়ারশেল নিক্ষেপ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ। এ সময় সমাবেশস্থলে সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া যায়। এছাড়াও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

১ দিন আগে

সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলেন কিম

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হোয়াসং-২০ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম। তবে ক্ষেপণাস্ত্রটির সক্ষমতা নিয়ে এখনো কোনো পরীক্ষা করা হয়নি।

১ দিন আগে

পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে: খসরু

আমীর খসরু বলেন, যারা পিআর পদ্ধতির পক্ষে তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনা। কিছু রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে আগামীর বাংলাদেশে কী হবে- তা ঠিক করতে মানুষ দায়িত্ব দেয় নাই। তাই সনদেরও ম্যান্ডেট লাগবে।

১ দিন আগে