‘কোন জনতা কিসের জন্য মব ক্রিয়েট করে, আপনাদেরও দেখতে হবে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার কোস্ট গার্ড দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ছবি: মন্ত্রণালয়

দেশের বিভিন্ন স্থানে ‘মবে’র বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘কোন জনতা কিসের জন্য মব ক্রিয়েট করে, ওগুলো আপনাদেরও দেখতে হবে।’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্ট গার্ড দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অপারেশন ‘ডেভিল হান্ট’ চলমান থাকতেও কেন সরকার ‘মব’ নিয়ন্ত্রণ করতে পারছে না— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা সব জনতাকেই নিয়ন্ত্রণ করতে পারছি। শুধু এক ধরনের না, বিভিন্ন ধরনের জনতা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি (ক্রিয়েট) করছে। সব জনতাকেই নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের।’

এ সময় উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের দেশকে ভালোবাসতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশের লাভকে দেখতে হবে।’

Adviser-To-Home-Ministry-Jahangir-Alam-At-Coast-Guard-Program-02-Photo-17-02-2025

কোস্ট গার্ড দিবসের অনুষ্ঠানে স্যালুট গ্রহণ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: মন্ত্রণালয়

দুর্নীতির বিরুদ্ধে সরকারের স্পষ্ট অবস্থান রয়েছে উল্লেখ করে সরকারও কোনো দুর্নীতি করে থাকলে তা প্রকাশ করে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, দুর্নীতি সব জায়গায গ্রাস করে নিয়েছে। দুর্নীতি কীভাবে কমানো যায়, সেটা দেখতে হবে। দুর্নীতি কামানো গেলে সব খাতে উন্নতি হবে। আমরা চেষ্টা করছি। গত ছয় মাসে দুর্নীতি অনেক কমেছে। তারপরও এটা সহনীয় পর্যায়ে আসেনি। দুর্নীতি আরও কমাতে হবে। যদি আমরাও দুর্নীতি করে থাকি, প্রকাশ করে দেন।

এর আগে উপদেষ্টা কোস্ট গার্ড দিবসের অনুষ্ঠানে কোস্ট গার্ডের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা নিজেদের জীবন বিপন্ন করে দেশের অভ্যন্তরীণ নৌ পথের নিরাপত্তা নিশ্চিত করাসহ যাবতীয় অবৈধ কার্যক্রম, মাদকদ্রব্য প্রতিরোধ, অস্ত্র ও মানব পাচার, অবৈধ চোরাচালান, জলদস্যুতা, অবৈধ মৎস্য আহরণ রোধসহ অন্যান্য অপরাধ কার্যক্রম প্রতিহত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে

Adviser-To-Home-Ministry-Jahangir-Alam-At-Coast-Guard-Program-01-Photo-17-02-2025

বক্তব্যে কোস্ট গার্ডের ভূয়সী প্রশংসা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: মন্ত্রণালয়

উপদেষ্টা আরও বলেন, উপকূলীয় এলাকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণ, মৎস্যজীবী ও নৌ যান মালিকদের সচেতনতা বাড়ানোসহ বিভিন্ন জনসচেতনতামূলক কাজে এ বাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। সব মিলিয়ে কোস্ট গার্ড উপকূলীয় এলাকার জনগণ তথা দেশের গণমানুষের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে কোস্ট গার্ডের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর অডিও-ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। পরে কর্মদক্ষতা ও বিশেষ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদকে ভূষিত করা হয়।

উপদেষ্টা এ সময় দেশের সার্বভৌমত্ব, সমুদ্র ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কোস্ট গার্ডের প্রতিটি সদস্যকে সততা, দেশপ্রেম, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে ব্রতী হওয়ার আহ্বান জানান। কোস্ট গার্ডের যে সব সদস্য কর্মদক্ষতা ও বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন, তাদের আন্তরিক অভিবাদন জানান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

তাদেরকে তো ১৯৭১ সালেই দেখে নিয়েছে দেশের মানুষ : তারেক রহমান

তারেক রহমান আরও বলেন, ‘যাদের কথা কেউ কেউ বলে যে, একবার দেখুন না, তাদেরকে দেশের মানুষ একাত্তরেই দেখেছে। তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে শুধু লক্ষ লক্ষ মানুষকে হত্যাই করেনি, তাদের সহকর্মীরা মা-বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদের মনে রাখতে হবে।’

৫ ঘণ্টা আগে

বিএনপি পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত : প্রিন্স

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

৫ ঘণ্টা আগে

নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি

আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

৬ ঘণ্টা আগে

এনসিপিসহ তিন দল নিয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’র আত্মপ্রকাশ

জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির লক্ষ্য সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি রাজনৈতিক দল নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক জোট ‘গণতান্ত্রিক সংস্কার জোট’।

৬ ঘণ্টা আগে