
প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার কাছে অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।
তিনি বলেন, ঢাকায় থাই দূতাবাসের সক্ষমতা সীমিত হওয়ায় বাংলাদেশি যারা থাইল্যান্ডে চিকিৎসা নিতে যান, তাদের ভিসা পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ভিসা প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশিরা সহজে থাইল্যান্ডে চিকিৎসা নিতে পারবে।
শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা এ বিষয়ে থাই প্রধানমন্ত্রীর কামনা করেন। পরে থাই প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের অনেক মানুষ থাইল্যান্ডে যেতে আগ্রহী। কিন্তু ঢাকায় থাই দূতাবাসের সক্ষমতা অনেক কম। এ কারণে অনেক আবেদনকারীর ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। এতে বাংলাদেশি নাগরিকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, নৌ ও সামুদ্রিক সম্পর্ক এবং বিমান সংযোগ সম্প্রসারণের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু করা গেলে বাংলাদেশ-থাইল্যান্ড ভ্রমণ সময় অনেকটাই কমে আসবে।
প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন, এক দশকেরও বেশি সময় আগে এয়ার এশিয়া যখন চট্টগ্রাম ও থাইল্যান্ডের পর্যটন শহর চিয়াং মাইয়ের মধ্যে ফ্লাইট চালু করেছিল, তখন তার প্রভাব অনেক ইতিবাচক ছিল।
থাই প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসকে বিমসটেকের সভাপতির দায়িত্ব নেওয়ায় অভিনন্দন জানান এবং বলেন, তার নেতৃত্বে এ আঞ্চলিক জোটে নতুন গতি আসবে।
বৈঠকের শুরুতেই অধ্যাপক ইউনুস বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি প্রয়াত থাই রাজা ভূমিবলের প্রতি শ্রদ্ধা জানান। ১৯৭২ সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে রাজা ভূমিবল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
আলোচনায় বিনিয়োগ প্রসঙ্গও উঠে আসে। এ সময় অধ্যাপক ইউনুস থাই কোম্পানিগুলোকে ঢাকায় আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
দুই দেশের মধ্যে রেল, সড়ক, সামুদ্রিক ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন অধ্যাপক ইউনূস। বলেন, এগুলো দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সহায়ক হবে। পরিস্থিতি অনুকূলে এলে থাইল্যান্ড-ভারত-মিয়ানমার ত্রিদেশীয় মহাসড়ক প্রকল্পে অংশ নিতেও আগ্রহী বাংলাদেশ।
অধ্যাপক ইউনুস প্রস্তাব দেন, দুই দেশ যেন একটি যৌথ সম্ভাব্যতা সমীক্ষা শুরু করে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আনুষ্ঠানিক আলোচনা দ্রুত শুরু করা যায়।

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার কাছে অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।
তিনি বলেন, ঢাকায় থাই দূতাবাসের সক্ষমতা সীমিত হওয়ায় বাংলাদেশি যারা থাইল্যান্ডে চিকিৎসা নিতে যান, তাদের ভিসা পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ভিসা প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশিরা সহজে থাইল্যান্ডে চিকিৎসা নিতে পারবে।
শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা এ বিষয়ে থাই প্রধানমন্ত্রীর কামনা করেন। পরে থাই প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের অনেক মানুষ থাইল্যান্ডে যেতে আগ্রহী। কিন্তু ঢাকায় থাই দূতাবাসের সক্ষমতা অনেক কম। এ কারণে অনেক আবেদনকারীর ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। এতে বাংলাদেশি নাগরিকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, নৌ ও সামুদ্রিক সম্পর্ক এবং বিমান সংযোগ সম্প্রসারণের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু করা গেলে বাংলাদেশ-থাইল্যান্ড ভ্রমণ সময় অনেকটাই কমে আসবে।
প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন, এক দশকেরও বেশি সময় আগে এয়ার এশিয়া যখন চট্টগ্রাম ও থাইল্যান্ডের পর্যটন শহর চিয়াং মাইয়ের মধ্যে ফ্লাইট চালু করেছিল, তখন তার প্রভাব অনেক ইতিবাচক ছিল।
থাই প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসকে বিমসটেকের সভাপতির দায়িত্ব নেওয়ায় অভিনন্দন জানান এবং বলেন, তার নেতৃত্বে এ আঞ্চলিক জোটে নতুন গতি আসবে।
বৈঠকের শুরুতেই অধ্যাপক ইউনুস বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি প্রয়াত থাই রাজা ভূমিবলের প্রতি শ্রদ্ধা জানান। ১৯৭২ সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে রাজা ভূমিবল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
আলোচনায় বিনিয়োগ প্রসঙ্গও উঠে আসে। এ সময় অধ্যাপক ইউনুস থাই কোম্পানিগুলোকে ঢাকায় আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
দুই দেশের মধ্যে রেল, সড়ক, সামুদ্রিক ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন অধ্যাপক ইউনূস। বলেন, এগুলো দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সহায়ক হবে। পরিস্থিতি অনুকূলে এলে থাইল্যান্ড-ভারত-মিয়ানমার ত্রিদেশীয় মহাসড়ক প্রকল্পে অংশ নিতেও আগ্রহী বাংলাদেশ।
অধ্যাপক ইউনুস প্রস্তাব দেন, দুই দেশ যেন একটি যৌথ সম্ভাব্যতা সমীক্ষা শুরু করে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আনুষ্ঠানিক আলোচনা দ্রুত শুরু করা যায়।

দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে সম্পদ সৃষ্টি এবং সঠিক পরিকল্পনা গ্রহণ অপরিহার্য।
১৬ ঘণ্টা আগে
নুরুল হক নুর বলেন, আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের নিয়েই কাজ করতে চাই। দশমিনা ও গলাচিপা উপজেলাকে আমি একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এখানে সব রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ থাকবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে। ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলে অংশ নেওয়া আমাদের সংস্কৃতি ও বৈচিত্র্যের অংশ।
১৭ ঘণ্টা আগে
নজরুল ইসলাম খান বলেন, দেশের শ্রমিক আন্দোলন ও শ্রমিকদের স্বার্থে যারা দীর্ঘদিন কাজ করেছেন, তাদের সহায়তায় শ্রমিক ইশতেহার ঘোষণা হয়েছে। যারা আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব আসবে। আর যারা ক্ষমতায় আসবে না, তারা ওই ইশতেহার বাস্তবায়নে চাপ প্রয়োগের কাজ করবে
১৮ ঘণ্টা আগে
৫৪ বছরের রাজনীতি নিয়ে দেশের মানুষ হতাশ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষ এখন পরিবর্তন চায় আর এই পরিবর্তনের জন্যই আমরা কাজ করব। কিংবা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসতে চায়, তাদেরও এই আশ্বাস দেওয়া উচিত।
১৮ ঘণ্টা আগে