প্রকাশ পেল ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ২৩
সংস্কার কমিশন। প্রতীকী ছবি

রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে প্রথম ধাপে যে ছয়টি কমিশন গঠন করা করেছিল, তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে ছয় কমিশনের সর্বসম্মত যে সুপারিশমালা প্রকাশ করা হয়েছিল, তা এখনো ওয়েবসাইটে দেওয়া হয়নি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট এবং সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইটে এসব প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনগুলো পাওয়া যাবে https://cabinet.gov.bd/ সাইটে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার গঠিত হয় ৮ আগস্ট। বিভিন্ন খাতের সংস্কারের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক অভিযাত্রায় নিয়ে যেতে সরকার ৩ অক্টোবর প্রথম ধাপে ছয়টি সংস্কার কমিশন গঠন করে। এগুলো হলো— সংবিধান সংস্কার কমিশন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন।

কমিশনগুলোকে প্রথমে সংস্কারের সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে তিন মাস সময় দেওয়া হয়েছিল। পরে সবগুলো কমিশনকেই প্রতিবেদন জমা দিতে সময় বাড়িয়ে দেওয়া হয়। পরে সংবিধান, নির্বাচনব্যবস্থা, পুলিশ ও দুদক সংস্কার কমিশন তাদের প্রাথমিক প্রতিবেদন জমা দেয় ১৫ জানুয়ারি। জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন প্রতিবেদন দেয় ৫ ফেব্রুয়ারি।

এরপর দ্বিতীয় ধাপে নভেম্বরে গঠন করা হয় আরও পাঁচটি কমিশন। এগুলো হলো— গণমাধ্যম সংস্কার কমিশন, স্বাস্থ্য সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, নারীবিষয়ক সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন।

এদিকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ব্রিফিংয়ে বলেন, ৮ ফেব্রুয়ারি সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে সরকারের করণীয় নিয়ে সর্বসম্মত সুপারিশমালাও এ দিন পেশ করবেন সংস্কার কমিশনগুলোর প্রধানরা।

আইন উপদেষ্টা আরও জানান, এসব প্রতিবেদন নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক শুরু করবে সরকার। ওইসব বৈঠক থেকে উঠে আসা ঐকমত্যের ভিত্তিতেই বিভিন্ন খাতের সংস্কার পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

পরদিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের আলোচনায় ঐকমত্যের ভিত্তিতে প্রণয়ন করা হবে ‘জুলাই সনদ’। তার ওপর ভিত্তি করেই আগামী জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করা হবে সবার মতামত নিয়ে।

এর মধ্যে ছয় সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি নিজেই এই কমিশনের প্রধান। ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রীয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান। বাকি পাঁচ সংস্কার কমিশনের প্রধানরা এই কমিশনের সদস্য।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পর কমিশনগুলোর কাজ শেষ হয়ে যাবে। এ দিন থেকে যাত্রা শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনী ট্রেন লাইনে উঠে গেছে : মির্জা ফখরুল

তিনি বলেন, ‘অপশক্তি জনতার প্রতিরোধে এক বছর আগে পালিয়ে গেছে। মনে হচ্ছে এখন আমরা স্বাধীন। হাসিনার শাসনামলে আমরা বাড়িতে থাকতে পারিনি, ঘরে ঘুমাতে পারিনি। দেশে একটা বিভীষিকাময় পরিবেশ ছিল। হাসিনার পলায়নের মাধ্যমে মনে হচ্ছে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠি

১ দিন আগে

জাপার সমাবেশ ঘিরে উত্তেজনা, টিয়ারশেল নিক্ষেপ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ। এ সময় সমাবেশস্থলে সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া যায়। এছাড়াও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

২ দিন আগে

সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলেন কিম

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হোয়াসং-২০ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম। তবে ক্ষেপণাস্ত্রটির সক্ষমতা নিয়ে এখনো কোনো পরীক্ষা করা হয়নি।

২ দিন আগে

পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে: খসরু

আমীর খসরু বলেন, যারা পিআর পদ্ধতির পক্ষে তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনা। কিছু রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে আগামীর বাংলাদেশে কী হবে- তা ঠিক করতে মানুষ দায়িত্ব দেয় নাই। তাই সনদেরও ম্যান্ডেট লাগবে।

২ দিন আগে