তারেক রহমানকে মোদির চিঠি— বাংলাদেশ-ভারত সম্পর্কে ‘নতুন পথ চলা’র প্রত্যাশা

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: বিএনপির মিডিয়া সেল

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শোকবার্তায় তিনি খালেদা জিয়ার আদর্শ ও উত্তরাধিকারের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্কের ‘নতুন পথ চলা’র প্রত্যাশার কথা জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান খালেদা জিয়া। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে শোক প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আনুষ্ঠানিক শোকবার্তা পাঠান ভারতের প্রধানমন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার ঢাকায় এসে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভারত সরকারের পক্ষ থেকে পাঠানো শোকবার্তাটি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।

চিঠিতে নরেন্দ্র মোদি বলেন, ‘আপনার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মহামান্য বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত। আপনার এই অপূরণীয় ব্যক্তিগত ক্ষতিতে আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। তার আত্মা চিরশান্তিতে বিশ্রাম নিক— এ প্রার্থনা করি।’

প্রধানমন্ত্রী মোদি ২০১৫ সালের জুন মাসে ঢাকায় ‘বেগম সাহেবা’ খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ ও আলোচনার কথা গভীর আন্তরিকতার সঙ্গে স্মরণ করেন।

নরেন্দ্র মোদি উল্লেখ করেন, খালেদা জিয়া ছিলেন দৃঢ়প্রত্যয়ী ও অটল বিশ্বাসের এক বিরল নেতৃত্ব, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়নে যেমন তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তেমনি বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদার করতেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

এই শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রতিও সহমর্মিতা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘তার প্রয়াণ এক অপূরণীয় শূন্যতা তৈরি করলেও তার আদর্শ ও উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে। আমি নিশ্চিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার যোগ্য নেতৃত্বে তার সেই আদর্শগুলো এগিয়ে নিয়ে যাবে।’

একই সঙ্গে নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেন, এই আদর্শ ও উত্তরাধিকার এক নতুন পথচলা নিশ্চিত করবে এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে গভীর ও ঐতিহাসিক অংশীদারিকে আরও সমৃদ্ধ করতে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।

জাতীয় শোকের এই মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রতিও সহমর্মিতা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ইতিহাসে বরাবরই বাংলাদেশের জনগণ তাদের অসাধারণ শৌর্য ও মর্যাদার পরিচয় দিয়েছে। তিনি বিশ্বাস প্রকাশ করেন, অভিন্ন মূল্যবোধ, গণতান্ত্রিক ঐতিহ্য এবং জাতীয় ঐক্যের বোধ দ্বারা পরিচালিত হয়ে তারা শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যাবে।

সবশেষে তারেক রহমান ও তার পরিবারের প্রতি পুনরায় সমবেদনা জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, তিনি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করেন, যেন এই কঠিন সময়ে তাদের শক্তি ও ধৈর্য প্রদান করা হয়। তারেক রহমানের ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনাও জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপি থেকে পদত্যাগ করলেন আরেক নেতা

তিনি ফেসবুকের এক পোস্টে লেখেন, আমি খান মুহাম্মদ মুরসালীন এতদিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। এছাড়াও পার্টির মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেলে কাজ করেছি।

৭ ঘণ্টা আগে

জামায়াত আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক, খবরের শিরোনাম নিয়ে সারজিসের ক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠকের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের শিরোনাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

৯ ঘণ্টা আগে

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করেননি খালেদা জিয়া: বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে বেগম খালেদা জিয়া কোনো আপস করেননি।

৯ ঘণ্টা আগে

মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ, খালেদা জিয়ার মৃত্যুতে ছারছিনা পীরের সমবেদনা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলের নেতাকর্মীদের সমবেদনা জানিয়েছেন ছারছীন দরবার শরিফের পীর হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন।

১০ ঘণ্টা আগে