এবার ঈদের ছুটি ১০ দিন!

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ মে ২০২৫, ১৪: ৪২
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে কোলাকুলি। ফাইল ছবি

এ বছরের ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার। এর জন্য এর আগে দুটি শনিবার অফিস খোলা থাকবে।

মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি থাকছে। এর আগে অবশ্য আগামী ১৭ ও ২৪ মে সাপ্তাহিক বন্ধের দিন শনিবার অফিস খোলা থাকবে।

এ বছর চাঁদ দেখা সাপেক্ষে জুনের প্রথম সপ্তাহের শেষে পড়বে ঈদুল আজহা। ঈদের আগে-পরে ১০ দিনের টানা ছুটি পড়লে ঈদযাত্রা নির্বিঘ্ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে ঈদুল ফিতরেও ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ঘোষণা করেছিল সরকার। সেবার ঈদের ছুটির ফাঁকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছিল কর্মদিবস। সরকার নির্বাহী আদেশে সে দিন ছুটি ঘোষণা করে।

এর আগে ২৬ মার্চ ছিল মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি, ২৭ মার্চ (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। যারা ২৭ মার্চ ছুটি নিয়েছিলেন, তারা ১১ দিনের ছুটি কাটাতে পেরেছিলেন ঈদুল ফিতরে।

টানা ছুটি পাওয়ায় এবার ঈদুল ফিতর ঘিরে ঈদযাত্রা ছিল নির্বিঘ্ন। দেশের বড় বড় মহাসড়কে খুব একটা যানজটের ভোগান্তিতে পড়তে হয়নি মানুষকে। ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি থাকলে একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটবে বলেই প্রত্যাশা করছেন সবাই।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গণতন্ত্র বজায় রাখতে তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক: রিজভী

রিজভী বলেন, ক্ষমতায়ের টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরীর পথরুদ্ধ করবে।

২০ ঘণ্টা আগে

নারীদের নিরাপত্তায় ৫ পদক্ষেপ নেবে বিএনপি: তারেক রহমান

ঘর ও কর্মক্ষেত্রসহ জনসমাগমস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রাধিকারভিত্তিতে পাঁচটি পদক্ষেপ বাস্তবায়ন করবে বিএনপি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

১ দিন আগে

‘তত্ত্বাবধায়ক রায়ে সফল হলো বিএনপির আন্দোলন’

খসরু মাহমুদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এখন এটি ফেরত এসেছে। কিভাবে গঠন হবে সেটা নিয়ে আলোচনা হবে। সুষ্ঠু নির্বাচন সম্ভব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই ব্যবস্থায় গ্রহণযোগ্য অনেক নির্বাচন ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

কেরানীগঞ্জ–সাভার আসন: এনসিপির মনোনয়নপ্রত্যাশী ৫

এই পাঁচ নেতার প্রত্যেকেই বিশ্বাস করেন, দল তাকেই আগামী জাতীয় নির্বাচনে শাপলা কলি প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে। শুধু তাই নয়, মনোনয়ন পেলে এ আসনে এনসিপির হয়ে জয় ছিনিয়ে আনার বিষয়েও তারা আত্মবিশ্বাসী।

১ দিন আগে