এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনার দায়িত্বে আসিফ, ভোট করবেন না

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এনসিপিতে যোগ দিয়েছেন আসিফ মাহমুদ। ছবি: ভিডিও থেকে

জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছেন, তাকে দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলামোটরে দলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আসিফ মাহমুদসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি তার মুখ থেকে ঘোষণা হয়েছিল। অভ্যুত্থানের আগেও বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় ছাত্রদের পক্ষে কথা বলেছেন। অভ্যুত্থান-পরবর্তী সময়েও তিনি অন্তর্বর্তী সরকারের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালায়ের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে ও সফলতার সঙ্গে পালন করেছেন। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের ভেতর থেকে চেষ্টা করেছেন।

নাহিদ বলেন, উনি পদত্যাগ করেছেন সরকার থেকে। আজ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করলেন। আমরা তাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আমরা আশা করব, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে আমাদের পথচলা সামনের দিনগুলোতেও পুরনো দিনগুলোর মতো আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক হবে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দলের গুরুত্বপূর্ণ দুটি দায়িত্ব দেওয়ার কথা জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, অনলাইনে অনুষ্ঠিত এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আসিফ মাহমুদকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনকালীন নির্বাচনি কর্মযজ্ঞের মধ্যে সংগঠনকে ধরে রাখার জন্য আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না। তাকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ৪ নভেম্বর দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছিল এনসিপি। নাহিদ ইসলাম বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন করবেন। ফলে তাকে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। পাশাপাশি আসিফ মাহমুদের নেতৃত্বে নতুন করে এ কমিটি পুনর্গঠন করা হবে। যারা নির্বাচনের সঙ্গে যুক্ত থাকবেন না, তারা এ কমিটিতে জায়গা পাবেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপিতে যোগ দেওয়ার অনুভূতি জানিয়ে বলেন, আজকের দিনটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। জুলাই অভ্যুত্থানের পর আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথচলায় অগ্রসর হচ্ছি। এই রূপান্তরের সময় বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জাতীয় নির্বাচনও সমানভাবে গুরুত্বপূর্ণ। একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

আসিফ বলেন, আমাদের সহযোদ্ধা শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং শহিদ হয়েছেন। আমরা মনে করি, এই সময়ে জুলাই অভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকা ও ঐক্যবদ্ধ রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষ, শহিদ ও আহতদের পরিবারের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের লক্ষ-কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা না করে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সে জায়গা থেকে আজ আমি এনসিপিতে যোগদান করছি।

জুলাই অভ্যুত্থানের সময় রাজপথের পরিচিতমুখ ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করলে তাতে ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পদে নিয়োগ পান আসিফ মাহমুদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়ে এলে আসিফ মাহমুদ নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। তবে কোনো দলে যোগ দিয়ে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করবেন নাকি স্বতন্ত্র প্রার্থী হবেন, সে বিষয়টি তিনি স্পষ্ট করেননি। শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে এনসিপিতে যোগ দিলেন তিনি।

এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি মনে করি, আমার একজনের সংসদে যাওয়ার থেকে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের আরও অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, আমার দায়িত্ব যথযাথভাবে পালন করতে পারি, এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘উপযুক্ত পরিবেশ না থাকায়’ নির্বাচনে যাচ্ছে না ওয়ার্কার্স পার্টি

নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। চলমান রাজনৈতিক সংকট, আইনশৃঙ্খলার অবনতি, নির্বাচন কমিশনের ভূমিকা ও বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর চাপের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

৬ ঘণ্টা আগে

বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে : মঈন খান

তিনি বলেন, একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের কাঁধে চেপে বসেছিল। যার মাধ্যমে তারা এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে এবং তখনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

৬ ঘণ্টা আগে

তুলির আসনে মনোনয়ন জমা দিলেন খালেকপুত্র সাজু

সৈয়দ এ সিদ্দিক সাজু দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ঢাকা-১৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় লক্ষাধিক ভোট পেয়েছিলেন। তবে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।

৬ ঘণ্টা আগে

সহনশীল রাজনৈতিক সংস্কৃতি চালু করতে হবে: আমীর খসরু

আমীর খসরু মাহমুদ বলেন,বাংলাদেশের মানুষ ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত সংসদ ও নির্বাচিত সরকারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে, তাই আজ আনন্দের দিন। আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি, গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার পথে হাঁটছি। এই আনন্দ সবার।

৬ ঘণ্টা আগে