ফিলিস্তিনকে ১.৬ বিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন

ডেস্ক, রাজনীতি ডটকম

ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য প্রায় ১.৬ বিলিয়ন ইউরোর (১.৮ বিলিয়ন ডলার) তিন বছরের আর্থিক সহায়তা বৃদ্ধি করবে। মধ্যপ্রাচ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত ইউরোপীয় কমিশনার রয়টার্সকে এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

ডুবরাভকা সুইকা বলেছেন, এই আর্থিক সহায়তা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের সঙ্গে সঙ্গেই চলবে। কারণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনের সরকারি জোট ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ)-এর বিরুদ্ধে সমালোচকদের দুর্নীতি এবং খারাপ শাসনের অভিযোগ রয়েছে।

সুইকা বলেন, ‘আমরা চাই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) নিজেদের সংস্কার করুক, কারণ সংস্কার না করলে তারা যথেষ্ট শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য হয়ে উঠবে না। কেবল আমাদের জন্যই নয়, বরং ইসরায়েলের জন্যও মধ্যস্থতাকারী হতে পারবে তারা।’

ইইউ ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে বড় দাতা এবং ইইউ কর্মকর্তারা আশা করছেন, ইসরায়েল এবং হামাস সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শেষ হওয়ার পর পশ্চিম তীর পরিচালনাকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষও একদিন গাজার দায়িত্ব নিতে পারে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এখন পর্যন্ত গাজাকে পিএ-এর কাছে হস্তান্তরের বিষয়টি প্রত্যাখ্যান করেছে এবং ইইউর দ্বি-রাষ্ট্রীয় সমাধানের বৃহত্তর লক্ষ্যকে এড়িয়ে গেছে, যার মধ্যে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা অন্তর্ভুক্ত থাকবে।

সুইকা বলেন, ৬২০ মিলিয়ন ইউরো ফিলিস্তিনি কর্তৃপক্ষের আর্থিক সহায়তা এবং সংস্কারের জন্য, ৫৭৬ মিলিয়ন ইউরো পশ্চিম তীর এবং গাজার স্থিতিস্থাপকতা ও পুনরুদ্ধারের জন্য এবং ৪০০ মিলিয়ন ইউরো ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক থেকে ঋণ হিসেবে আসবে পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে।

তিনি বলেন, গত ১২ বছরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য গড়ে ইইউ সহায়তার পরিমাণ প্রায় ৪০০ মিলিয়ন ইউরো। সুইকা বলেন, আমরা এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বিশ্বাসযোগ্যভাবে বিনিয়োগ করছি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সেই তথ্যচিত্রের জন্য ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ বিবিসির

এর আগে ট্রাম্পের বক্তব্য ভুলভাবে সম্পাদনা করে প্রকাশের জন্য গত সোমবার বিবিসিকে চিঠি দেন ট্রাম্পের আইনজীবীরা। ওই চিঠিতে ট্রাম্পের বক্তব্য থাকা তথ্যচিত্রটি প্রত্যাহার করে ক্ষমা চাইতে এবং ‘যথাযথভাবে ক্ষতিপূরণ’ দিতে বলা হয়। এর জন্য বিবিসিকে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

যুদ্ধবিরতির এক মাস: দিনে গড়ে ৯ ফিলিস্তিনিকে হত্যা

অধিকৃত পশ্চিম তীরেও অব্যাহত আছে নেতানিয়াহু বাহিনীর হামলা ও অভিযান। হেবরনের উত্তরাঞ্চলে বেইত উমর শহরে দখলদারদের গুলিতে কয়েকজন শিশু নিহত হয়েছে। আনতাবা শহরে ইসরাইলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের লড়াই ও কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে। জেরুজালেমে দখলদারদের অভিযানের সময় গুলিতে আহত হন অনেকে।

১৪ ঘণ্টা আগে

সেনাপ্রধানের ক্ষমতা বাড়িয়ে পাকিস্তানের সংবিধান সংশোধন, বিরোধীদের ওয়াকআউট

সংশোধনী অনুযায়ী, পাকিস্তানের সেনাবাহিনীর পাশাপাশি নৌ বাহিনী ও বিমান বাহিনীও এখন থেকে সেনাপ্রধানের অধীনে থাকবে। তার মেয়াদ শেষ হওয়ার পরও পদমর্যাদা বজায় থাকবে। সমালোচকরা বলছেন, এ পরিবর্তনের ফলে সামরিক বাহিনী ও ক্ষমতাসীন জোটের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হবে।

২ দিন আগে

যুদ্ধবিরতির পরও গাজায় ১৫শ ভবন ধ্বংস করেছে ইসরায়েল

স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গত ১০ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজার যেসব এলাকায় ইসরায়েলের নিয়ন্ত্রণ ছিল সেখানে দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে দখলদার বাহিনী। খবর বিবিসির।

২ দিন আগে