মার্কিন রণতরী যাচ্ছে ইরানের দিকে

ডেস্ক, রাজনীতি ডটকম
ভূমধ্যসাগরের দিকে যাচ্ছে মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড। ছবি: সংগৃহীত

বিমানবাহী রণতরী ইরানের দিকে পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইউএসএস জেরাল্ড ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রওয়ানা দিয়েছে ভূমধ্যসাগরের দিকে।

বুধবার (১৮ জুন) রাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর দিয়েছে। একজন মার্কিন সরকারি কর্মকর্তাসহ অন্তত তিনজন সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, গত বছরই সিদ্ধান্ত হয়েছিল, ইউএসএস ফোর্ড জুনের শেষ ভাগে ইউরোপীয় কমান্ড থিয়েটারে মোতায়েন করা হবে। তবে সূত্রগুলো বলছে, এখন মার্কিন নৌ বাহিনীর এ রণতরীকে ভূমধ্যসাগরের দিকে ইসরায়েলের কাছে নিয়ে যাওয়া হচ্ছে।

সামরিক সূত্রগুলো বলছে, এ ছাড়া বিমানবাহী আরও একটি রণতরী পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যে। সেখানে অবস্থানরত ইউএসএস কার্ল ভিনসনের সঙ্গে এটি যোগ দিতে পারে। অথবা ভিনসেনকে ফেরত পাঠিয়ে সেখানেই মোতায়েন করে রাখা হতে পারে নতুন রণতরী।

এ নিয়ে তিনটি রণতরী ইরানের কাছাকাছি নেওয়ার খবর পাওয়া যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, যুদ্ধবিমান ও রণতরী নেওয়ার মাধ্যমে ইরানে আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এখনো ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলেই জানিয়েছেন। বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় লাগতে পারে।

তবে ইরানের আকাশসীমা সম্পূর্ণভাবে নিজেদের দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বলেছেন, ইরানের আকাশ এখন তাদের দখলে। ইরানের বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়ে যাওয়ায় ইরান আগামী সপ্তাহ পর্যন্ত সংঘাত অব্যাহত রাখতে পারবে কি না, সে প্রশ্নও তোলেন ট্রাম্প।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আইন ভঙ্গ : যুক্তরাষ্ট্রের ৬ হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

বিবিসি জানায়, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসননীতি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও ‘সন্ত্রাসবাদে সহায়তা’ বলতে কী বোঝানো হয়েছে তা পরিষ্কার করেনি স্টেট ডিপার্টমেন্ট।

১২ ঘণ্টা আগে

ইসরায়েলি হামলা গাজায় নিহত ছাড়াল ৬২ হাজার

গাজায় উদ্ধার প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অথবা রাস্তায় পড়ে আছেন তবে ইসরায়েলি বোমাবর্ষণ এবং সরঞ্জামের অভাবে জরুরি দল তাদের কাছে পৌঁছাতে পারছে না।

১৩ ঘণ্টা আগে

এবার পুতিন-জেলেনস্কিকে মুখোমুখি নিয়ে বসবেন ট্রাম্প

এ বৈঠকের দিন-তারিখ নিয়ে অবশ্য কোনো তরহ্য মেলেনি। নির্ধারণ হয়নি বৈঠকের স্থানও। তবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস আভাস দিয়েছেন, সপ্তাহ দুয়েকের মধ্যেই ত্রিপাক্ষিক বৈঠকটি হতে পারে।

১৪ ঘণ্টা আগে

বৈঠকে ট্রাম্প-জেলেনস্কি, যেসব শর্ত আলোচনায়

বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে অনেক অগ্রগতি হচ্ছে। এ সময় জেলেনস্কি বলেন, কূটনৈতিকভাবে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ইউক্রেনের সমর্থন আছে।

১ দিন আগে