মার্কিন আদালতে মাদুরো— আমি নির্দোষ, এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

ডেস্ক, রাজনীতি ডটকম
শিল্পীর তুলিতে নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। ছবি: দ্য গার্ডিয়ান থেকে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে উপস্থিত হয়ে নিজেকে সম্পূর্ণ নির্দোষ এবং এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দাবি করেছেন নিকোলা মাদুরো। তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও আদালতে তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেন।

মাদুরোর বিরুদ্ধে মেক্সিকো, কলম্বিয়া ও ভেনেজুয়েলার বিভিন্ন মাদক গ্যাংয়ের সঙ্গে জড়িত হয়ে কোকেন পাচারসহ মাদক-সন্ত্রাসের অভিযোগ আনা হয়। এসব অভিযোগ আগে থেকেই অস্বীকার করে আসছেন মাদুরো। আগামী ১৭ মার্চ এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন আদালত। সেদিনও মাদুরোকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে মাদুরোকে আদালতের এজলাসে নিয়ে যাওয়া হয়। এর পরপরই তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও এজলাসে তোলা হয়। আদালতের কার্যক্রম শোনার জন্য তারা দুজনেই দোভাষীর সাহায্য নিতে হেডসেট ব্যবহার করেন। ১২টা ৩ মিনিটে ৯২ বছর বয়সী বিচারক অ্যালভিন কে হেলারস্টাইন বিচারকের আসনে বসেন।

আদালতে মাদুরোর পরনে ছিল কয়েদিদের জন্য নির্ধারিত নীল রঙের ইউনিফর্ম। আদালতে উপস্থিত হয়ে তিনি তার আইনজীবী ব্যারি পোলাকের সঙ্গে হাত মেলান এবং শান্তভাবে নির্ধারিত আসনে বসেন।

শুনানির একপর্যায়ে মাদুরোকে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পর্কে জিজ্ঞাসা করেন বিচারক। জবাবে মাদুরো বলেন, তিনি তার বিরুদ্ধে করা আনুষ্ঠানিক অভিযোগপত্র পড়েননি এবং তাকে তার অধিকার সম্পর্কেও জানানো হয়নি। জবাবে বিচারক হেলারস্টাইন বলেন, ‘মাদুরোর পক্ষ থেকে নট গিল্টি (দোষী নন) পিটিশন দাখিল করা হবে।’

এরপর দ্বিতীয়বার মাদুরোর কাছে তার বক্তব্য জানতে চান বিচারক। এ সময় দৃঢ় কণ্ঠে মাদুরো বলেন, আমি নির্দোষ। এখানে যা যা উল্লেখ করা হয়েছে, সেগুলোর কোনোটির জন্যই আমি অপরাধী নই। আমাকে ভেনেজুয়েলার কারাকাসে আমার বাড়ি থেকে ধরে আনা হয়েছে। আমি একজন ভদ্র মানুষ। আমি আমার দেশের প্রেসিডেন্ট। আমাকে অপহরণ করা হয়েছে।

আদালতে দাঁড়িয়ে নিজেকে ‘যুদ্ধবন্দি’ বলেও উল্লেখ করেন মাদুরো। এ সময় তার বিরুদ্ধে যেসব অভিযোগ পড়ে শোনানো হয়, তার সবগুলোই তিনি অস্বীকার করেন।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হেলিকপ্টারে করে মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ব্রুকলিনের ডিটেনশন সেন্টার থেকে নেওয়া ম্যানহাটনের আদালতে। হেলিকপ্টার থেকে নামানোর সময় মাদুরো ও তার স্ত্রীর হাতে হাতকড়া পরানো ছিল। সেখানে মাদক প্রশাসনসহ (ডিইএ) বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে নাটকীয়ভাবে সস্ত্রীক মাদুরোকে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় দেশটির সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সময় জানান, এখন থেকে ভেনেজুয়েলাকে পরিচালনা করবে যুক্তরাষ্ট্র।

এ ঘটনায় সারা বিশ্বে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। ইউরোপের দেশগুলো কিছুটা নিচু স্বরে প্রতিবাদ জানালেও বিশেষ করে লাতিন আমেরিকার দেশগুলোর কঠোর নিন্দা জানিয়েছে।

ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলি এ দিন মাদুরোর পাশে থাকার বার্তা দিয়েছে। সোমবার তারা দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানিয়েছে। বলেছে, নিকোলাস মাদুরোকে ‘অপহরণ’ করেছে যুক্তরাষ্ট্র সরকার। একে তারা ‘বর্বরোচিত, বিশ্বাসঘাতক ও কাপুরুষোচিত আক্রমণ’ আখ্যা দিয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় ২২ অভিবাসী নিহত, আহত ৬৫

আফার অঞ্চলের যোগাযোগ দফতর জানায়, ট্রাকটি অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় উল্টে যায়। অবৈধ দালালদের প্ররোচনায় মানুষজন ঝুঁকিপূর্ণ যাত্রাপথে নামেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। দুর্ঘটনার পর থেকেই উদ্ধারকাজ চলছে এবং আহতদের ডাউবটি রেফারাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আ

১৪ ঘণ্টা আগে

ইউরোপে ভারি তুষারপাতে নিহত ৬, শত শত ফ্লাইট বাতিল

আবহাওয়া সংস্থাগুলো সতর্ক করেছে, তুষারপাতের এই ভয়াবহতা আরও কয়েকদিন স্থায়ী হতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

১৫ ঘণ্টা আগে

মাদুরোর ক্ষমতাচ্যুতি নিয়ে আগাম বাজি, ৫ কোটি টাকা জিতলেন জুয়াড়ি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়ার ঘটনায় আলোচনায় এসেছে অনলাইন বাজির একটি চমকপ্রদ ঘটনা। মাদুরোর ক্ষমতাচ্যুতি নিয়ে আগাম বাজি ধরে এক জুয়াড়ি জিতেছেন ৪ লাখ ৩৬ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৩২ লাখ টাকারও বেশি।

১ দিন আগে

ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন্টের চ্যালেঞ্জ— আসুন, আমাকে ধরে নিয়ে যান

ট্রাম্পের এমন মন্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়লে জবাব দিতে ভোলেননি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘আসুন, আমাকে ধরে নিয়ে যান। আমি এখানেই (কলম্বিয়া) আপনার জন্য অপেক্ষা করছি।’

১ দিন আগে