
ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের কাছে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার সমমূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে কারাকাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করে বলেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল হস্তান্তর করবে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নাটকীয়ভাবে বন্দি করার তিন দিন পর গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলা ‘নিষেধাজ্ঞার কবলে থাকা’ ৩ কোটি থেকে ৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের হাতে ‘তুলে দিচ্ছে’।
তিনি আরও বলেন, ‘এ তেল বাজারদরে বিক্রি করা হবে এবং সেই অর্থ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি নিয়ন্ত্রণ করব। এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে এই অর্থ ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মানুষের কল্যাণে ব্যবহৃত হচ্ছে।’
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটকে চুক্তি কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তেলবাহী জাহাজগুলো থেকে তেল সরাসরি যুক্তরাষ্ট্রের বন্দরে পাঠানো হবে বলেও জানান ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্পের এ ঘোষণার পর যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫ শতাংশের বেশি কমে গেছে। কারাকাসের সঙ্গে এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার তেল রপ্তানির পরিমাণ আরও বাড়বে বলেও মনে করা হচ্ছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের অনুমতির আওতায় ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর প্রধান যৌথ অংশীদার শেভরন এই তেল সরবরাহের পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে। ভেনেজুয়েলা থেকে দিনে এক লাখ থেকে দেড় লাখ ব্যারেল অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে কোম্পানিটি।
গত কয়েক সপ্তাহের অবরোধের মধ্যেও একমাত্র কোম্পানি হিসেবে শেভরন ভেনেজুয়েলা থেকে তেল উত্তোলন ও জাহাজীকরণ অব্যাহত রেখেছে। তবে তেল বিক্রির এই অর্থ ভেনেজুয়েলা আদৌ পাবে কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে পিডিভিএসএ বর্তমানে বিশ্ব আর্থিক ব্যবস্থার সঙ্গে বিচ্ছিন্ন। কোম্পানিটির ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা হয়েছে এবং মার্কিন ডলারে যেকোনো লেনদেনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার জানিয়েছে, আগামী শুক্রবার হোয়াইট হাউসে শেভরন, কনোকোফিলিপস ও এক্সন মোবিলসহ যুক্তরাষ্ট্রের প্রধান তেল কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। বৈঠকে ভেনেজুয়েলার তেল খাতে বড় বিনিয়োগের বিষয়টি আলোচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের কাছে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার সমমূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে কারাকাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করে বলেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল হস্তান্তর করবে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নাটকীয়ভাবে বন্দি করার তিন দিন পর গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলা ‘নিষেধাজ্ঞার কবলে থাকা’ ৩ কোটি থেকে ৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের হাতে ‘তুলে দিচ্ছে’।
তিনি আরও বলেন, ‘এ তেল বাজারদরে বিক্রি করা হবে এবং সেই অর্থ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি নিয়ন্ত্রণ করব। এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে এই অর্থ ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মানুষের কল্যাণে ব্যবহৃত হচ্ছে।’
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটকে চুক্তি কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তেলবাহী জাহাজগুলো থেকে তেল সরাসরি যুক্তরাষ্ট্রের বন্দরে পাঠানো হবে বলেও জানান ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্পের এ ঘোষণার পর যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫ শতাংশের বেশি কমে গেছে। কারাকাসের সঙ্গে এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার তেল রপ্তানির পরিমাণ আরও বাড়বে বলেও মনে করা হচ্ছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের অনুমতির আওতায় ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর প্রধান যৌথ অংশীদার শেভরন এই তেল সরবরাহের পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে। ভেনেজুয়েলা থেকে দিনে এক লাখ থেকে দেড় লাখ ব্যারেল অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে কোম্পানিটি।
গত কয়েক সপ্তাহের অবরোধের মধ্যেও একমাত্র কোম্পানি হিসেবে শেভরন ভেনেজুয়েলা থেকে তেল উত্তোলন ও জাহাজীকরণ অব্যাহত রেখেছে। তবে তেল বিক্রির এই অর্থ ভেনেজুয়েলা আদৌ পাবে কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে পিডিভিএসএ বর্তমানে বিশ্ব আর্থিক ব্যবস্থার সঙ্গে বিচ্ছিন্ন। কোম্পানিটির ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা হয়েছে এবং মার্কিন ডলারে যেকোনো লেনদেনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার জানিয়েছে, আগামী শুক্রবার হোয়াইট হাউসে শেভরন, কনোকোফিলিপস ও এক্সন মোবিলসহ যুক্তরাষ্ট্রের প্রধান তেল কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। বৈঠকে ভেনেজুয়েলার তেল খাতে বড় বিনিয়োগের বিষয়টি আলোচনা করা হবে।

অস্থিরতায় অন্তত ৩৪ জন বিক্ষোভকারী ও চারজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছে এবং দুই হাজার ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, ওই নারী একজন 'সহিংস দাঙ্গাবাজ' ছিলেন এবং ঘটনার সময় তিনি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট – আইসিই'র এজেন্টদের গাড়িচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই সময় এক এজেন্ট তার গাড়ির দিকে 'আত্মরক্ষামূলক গুলি' ছোড়েন।
১১ ঘণ্টা আগে
বুধবার (৭ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এই ভয়াবহ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানের সময় প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আহত হয়েছেন বলেও কারাকাসের পক্ষ থেকে জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে