রোজা শুরু কবে— জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

রমজান মাস শুরুর বাকি এখনো প্রায় সাড়ে চার মাস। তবে এর মধ্যেই আগামী রমজান মাসের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের হিসাব বলছে, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস শুরু হবে।

জ্যোতির্বিজ্ঞানীদের এ হিসাব অনুযায়ী, রমজান মাস শুরু হতে বাকি রয়েছে আর ১৩৮ দিন। তবে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন হিজরি মাস শুরু হয়। ফলে আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাবে বাংলাদেশে আগামী রমজান শুরু হবে ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি (শুক্রবার)। অর্থাৎ বাংলাদেশে রমজান মাস শুরু হতে বাকি রয়েছে আর ১৩৯ দিন।

মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রমজান মাস। এই মাস জুড়ে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় সিয়াম সাধনা পালন করে থাকে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন পালন করা হয় ঈদুল ফিতর, যা মুসলিমদের সবচেয়ে বড় দুটি উৎসবের একটি।

রমজান মাসসহ সব হিজরি মাসের দিন গণনাই চাঁদ দেখার ওপর নির্ভরশীল। জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী যেকোনো হিজরি মাসের চাঁদের জন্মের ক্ষণ জানা গেলেও সরাসরি চাঁদ দেখার মাধ্যমেই হিজরি মাস শুরুর রীতিকেই ধর্মীয়ভাবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। সব দেশেই এ সংক্রান্ত একটি জাতীয় চাঁদ দেখা কমিটি রয়েছে, যারা নিজ নিজ দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত খবরের খবরের সঙ্গে জ্যোতির্বিজ্ঞানী ও আবহাওয়াবিদদের মতামতের ওপর ভিত্তি করে চাঁদ দেখা তথা হিজরি মাস সূচনার চূড়ান্ত ঘোষণা দিয়ে থাকে।

সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়েছে, সাড়ে চার মাস আগেই এমিরেটস অ্যাস্ট্রনমি সোসাইটি রমজান শুরুর সম্ভাব্য দিনক্ষণের এ হিসাব দিয়েছে। সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, আগামী রমজান মাসের নতুন চাঁদ জন্ম নেবে স্থানীয় সময় ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১ মিনিটে।

আল জারওয়ান বলেন, ওই দিন সূর্যাস্তের মাত্র ১ মিনিট পরই চাঁদ অস্ত যাবে। ফলে সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না, চাঁদ দেখা যাবে পরদিন ১৮ ফেব্রুয়ারি (বুধবার)। এ কারণে রমজানের প্রথম দিন পড়বে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে দেশটির চাঁদ দেখা সরকারি কমিটি।

আল জারওয়ান জানিয়েছেন, আবুধাবিতে আগামী রমজানের শুরুর দিকে রোজার সময়সীমা হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট। ধীরে ধীরে এ সময়সীমা বাড়তে থাকবে। রমজানের শেষ দিকে গিয়ে রোজার দৈর্ঘ্য হবে ১৩ ঘণ্টা ২৫ মিনিট পযন্ত। এ সময়ে দিনের দৈর্ঘ্য ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ১২ ঘণ্টা ১২ মিনিটে উন্নীত হবে।

এমিরেটস অ্যাস্ট্রনমি সোসাইটির পূর্বাভাস, রমজানের শুরুতে আবুধাবিতে তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এ সময় উত্তর দিকের শীতল বাতাসের প্রভাব থাকবে। মাসের শেষের দিকে বসন্ত মৌসুমের আবহাওয়া ও পশ্চিমা বাতাস প্রবাহ শুরু হলে তাপমাত্রা বেড়ে ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

আল জারওয়ান আরও জানান, পুরো রমজান মাস জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ২৪ ঘণ্টায় গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৫ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে। এমন বৃষ্টিপাত এ মৌসুমের স্বাভাবিক জলবায়ুর গড়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আমরণ অনশনে ইসরায়েলে আটক সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪টি জাহাজের প্রায় সবগুলোই আটকে দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী। তারা জাহাজে থাকা ৫০টিরও বেশি দেশের ৪৫০ জনের বেশি অধিকারকর্মী আটক করেছে। গাজায় মানবিক সহায়তা পৌঁছানো ও ইসরায়েলের অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করেছিল

১৭ ঘণ্টা আগে

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ভারতীয় সেনাপ্রধানের

তিনি দাবি করেন, গত মে মাসে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের ক্যাম্প ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে হামলা চালানো হয়েছে। এসব অবকাঠামোতে হামলার মাধ্যমে প্রমাণ হয়েছে পাকিস্তান নিজ দেশে সন্ত্রাসবাদকে লালনপালন করে। ভারত যদি ওই সময় ব্যবস্থা না নিত তাহলে পাকিস্তান এ সত্যকে আড়াল করত বলেও মন্তব্য করেন তিনি।

১৭ ঘণ্টা আগে

৭ অঙ্গরাজ্যে ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে

২০ ঘণ্টা আগে

গাজামুখী ত্রাণবহর আটকের প্রতিবাদে উত্তাল ইউরোপ, অবরোধ-ভাঙচুর

২০ ঘণ্টা আগে